ETV Bharat / state

পুরুলিয়ায় 65 জনের রিপোর্ট এল নেগেটিভ

author img

By

Published : Apr 26, 2020, 12:34 PM IST

পুরুলিয়ায় নতুন করে আইসোলেশন ওয়ার্ডে ভরতি আরও 8 জন l বর্তমানে মোট 16 জন ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে l তবে এখনও পর্যন্ত কোরোনামুক্ত রয়েছে জেলা l

ছবি
ছবি

পুরুলিয়া, 26 এপ্রিল : পুরুলিয়ায় নতুন করে আইসোলেশন ওয়ার্ডে ভরতি আরও 8 জন l বর্তমানে মোট 16 জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে l তবে এখনও পর্যন্ত কোরোনামুক্ত রয়েছে জেলা l 65 জনের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে l বাকি 11 জনের রিপোর্ট এখনও জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছায়নি l

এদিকে গতকাল জেলার মোট 20 হাজার 328 জনের কোয়ারানটিন ও হোম কোয়ারানটিন পূর্ণ হয়েছে l বর্তমানে 39 টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 576 জন । এবং হোম কোয়ারানটিনে রয়েছেন অন্য জেলা এবং বাইরের রাজ্য থেকে আসা 2 হাজার 991 জন l

জেলাশাসক রাহুল মজুমদার বলেন, " পুরুলিয়া জেলার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে l বর্তমানে 16 জন আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন l এখনও পর্যন্ত 120 টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে l এছাড়াও বিভিন্ন ব্লকে 39 টি কোয়ারানটিন সেন্টারে 3 হাজার 136 টি বেড রয়েছে l যার মধ্যে 576 জন পর্যবেক্ষণে রয়েছেন l কোয়ারানটিন সেন্টারগুলিতে নিয়মিত পরিদর্শন করছেন ব্লক প্রশাসনিক আধিকারিকরা l পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের উপর নজরদারি চালানোর জন্য লাগানো হয়েছে CCTV ক্যামেরা, তাঁদের মনোরঞ্জনের জন্য TV বসানো হয়েছে, সঙ্গে যোগ ব্যায়ামও করানো হচ্ছে l এখনও পর্যন্ত মোট 76 জনের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে । যার মধ্যে 65 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে l বাকি 11 জনের রিপোর্ট এসে পৌঁছায়নি । বাইরে থেকে কেউ এলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হচ্ছে l"

পুরুলিয়া, 26 এপ্রিল : পুরুলিয়ায় নতুন করে আইসোলেশন ওয়ার্ডে ভরতি আরও 8 জন l বর্তমানে মোট 16 জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে l তবে এখনও পর্যন্ত কোরোনামুক্ত রয়েছে জেলা l 65 জনের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে l বাকি 11 জনের রিপোর্ট এখনও জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছায়নি l

এদিকে গতকাল জেলার মোট 20 হাজার 328 জনের কোয়ারানটিন ও হোম কোয়ারানটিন পূর্ণ হয়েছে l বর্তমানে 39 টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 576 জন । এবং হোম কোয়ারানটিনে রয়েছেন অন্য জেলা এবং বাইরের রাজ্য থেকে আসা 2 হাজার 991 জন l

জেলাশাসক রাহুল মজুমদার বলেন, " পুরুলিয়া জেলার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে l বর্তমানে 16 জন আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন l এখনও পর্যন্ত 120 টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে l এছাড়াও বিভিন্ন ব্লকে 39 টি কোয়ারানটিন সেন্টারে 3 হাজার 136 টি বেড রয়েছে l যার মধ্যে 576 জন পর্যবেক্ষণে রয়েছেন l কোয়ারানটিন সেন্টারগুলিতে নিয়মিত পরিদর্শন করছেন ব্লক প্রশাসনিক আধিকারিকরা l পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের উপর নজরদারি চালানোর জন্য লাগানো হয়েছে CCTV ক্যামেরা, তাঁদের মনোরঞ্জনের জন্য TV বসানো হয়েছে, সঙ্গে যোগ ব্যায়ামও করানো হচ্ছে l এখনও পর্যন্ত মোট 76 জনের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে । যার মধ্যে 65 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে l বাকি 11 জনের রিপোর্ট এসে পৌঁছায়নি । বাইরে থেকে কেউ এলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হচ্ছে l"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.