ETV Bharat / state

পুরুলিয়ার বিলাসবহুল হোটেলে জুয়ার আসর, গ্রেফতার 12 - জুয়ার আসর

পুরুলিয়া শহরের বিলাসবহুল হোটেলে জুয়ার আসর ৷ 12 জন জুয়াড়িকে বমাল গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ ৷ উদ্ধার হয় লক্ষাধিক নগদ টাকা ৷ বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় ৷ বিচারক প্রত্যেককেই 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

12 men arrested in a hotel for illegal gambling in purulia
পুরুলিয়ার বিলাসবহুল হোটেলে জুয়ার আসর, গ্রেফতার 12
author img

By

Published : Jul 1, 2021, 10:28 PM IST

পুরুলিয়া , 1 জুলাই : পুরুলিয়া শহরের বিলাসবহুল বেসরকারি হোটেলে রমরমিয়ে চলছিল অবৈধ জুয়ার আসর ৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই ওই হোটেলে অভিযান চালায় পুরুলিয়া সদর থানার পুলিশ ৷ জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় 12 জনকে ৷

আরও পড়ুন : জুয়ার আসরে গ্রেফতার চার ব্য়বসায়ী, উদ্ধার 4 লাখ টাকা

পুরুলিয়ার সদর থানার পুলিশের কাছে খবর আসে, মধ্যরাতে পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাশে একটি বিলাসবহুল হোটেলে বড়সড় জুয়ার আসর বসে ৷ এই তথ্য হাতে আসার পরই আর দেরি করেনি পুলিশ ৷ সঙ্গে সঙ্গে ওই হোটেলে অভিযান চালানো হয় ৷ হোটেলের দোতলার 404 নম্বর ঘরে তল্লাশি চালাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল ৷ জানা যায়, ওই ঘরেই চলছিল জুয়ার আসর ৷ 12 জন জুয়াড়িকে বমাল গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার ওই আসর থেকে প্রায় 1 লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে ৷ এছাড়াও প্রত্যেক ব্যক্তির কাছ থেকেই আরও কয়েক হাজার করে টাকা মিলেছে ৷ বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় ৷ বিচারক প্রত্যেককেই 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন : জুয়ার ঠেকে অভিযান, গ্রেফতার মালিক-সহ বেশ কয়েকজন জুয়াড়ি

সূত্রের খবর, ধৃতরা প্রতেকেই পুরুলিয়া শহরের বাসিন্দা ৷ এবং সকলেই সকলের ধনী ব্য়বসায়ী ৷ প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের সদস্য ৷ তাই স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ৷ তাছাড়া, করোনা আবহে এমন ঘটনায় বাড়ছে সংক্রমণের আশঙ্কাও ৷ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে ৷

পুরুলিয়া , 1 জুলাই : পুরুলিয়া শহরের বিলাসবহুল বেসরকারি হোটেলে রমরমিয়ে চলছিল অবৈধ জুয়ার আসর ৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই ওই হোটেলে অভিযান চালায় পুরুলিয়া সদর থানার পুলিশ ৷ জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় 12 জনকে ৷

আরও পড়ুন : জুয়ার আসরে গ্রেফতার চার ব্য়বসায়ী, উদ্ধার 4 লাখ টাকা

পুরুলিয়ার সদর থানার পুলিশের কাছে খবর আসে, মধ্যরাতে পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাশে একটি বিলাসবহুল হোটেলে বড়সড় জুয়ার আসর বসে ৷ এই তথ্য হাতে আসার পরই আর দেরি করেনি পুলিশ ৷ সঙ্গে সঙ্গে ওই হোটেলে অভিযান চালানো হয় ৷ হোটেলের দোতলার 404 নম্বর ঘরে তল্লাশি চালাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল ৷ জানা যায়, ওই ঘরেই চলছিল জুয়ার আসর ৷ 12 জন জুয়াড়িকে বমাল গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার ওই আসর থেকে প্রায় 1 লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে ৷ এছাড়াও প্রত্যেক ব্যক্তির কাছ থেকেই আরও কয়েক হাজার করে টাকা মিলেছে ৷ বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় ৷ বিচারক প্রত্যেককেই 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন : জুয়ার ঠেকে অভিযান, গ্রেফতার মালিক-সহ বেশ কয়েকজন জুয়াড়ি

সূত্রের খবর, ধৃতরা প্রতেকেই পুরুলিয়া শহরের বাসিন্দা ৷ এবং সকলেই সকলের ধনী ব্য়বসায়ী ৷ প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের সদস্য ৷ তাই স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ৷ তাছাড়া, করোনা আবহে এমন ঘটনায় বাড়ছে সংক্রমণের আশঙ্কাও ৷ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.