ETV Bharat / state

লকডাউনে চা খেতে বেরিয়ে পুলিশের তাড়া খেয়ে নয়নজুলিতে ঝাঁপ যুবকের - Youth jump into a runnel in Nandakumar

চা খেতে রাস্তায় বেরিয়েছিলেন যুবক ৷ পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল ৷ পুলিশকর্মীদের দেখেই ভয়ে নয়ানজুলিতে ঝাঁপ দিলেন যুবক ৷

Youth jump into a runnel in Nandakumar
নয়ানজুলিতে যুবক
author img

By

Published : Jul 29, 2020, 2:54 PM IST

Updated : Jul 29, 2020, 4:45 PM IST

নন্দকুমার, 29 জুলাই : সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিন ৷ অথচ তা অমান্য করে চা খেতে বাইরে বেরিয়েছিলেন যুবক ৷ নজরে পড়তেই ওই যুবককে ধরতে তৎপর হয় পুলিশ ৷ আর পুলিশকর্মীদের দেখে তাড়া খেয়ে নয়নজুলিতে ঝাঁপ দিলেন যুবক ৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনা ৷

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছে সরকার ৷ সেইমতো আজ সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিন ৷ সকাল থেকেই প্রতিটি জেলায় লকডাউন সফল করতে কড়াকড়ি শুরু করেছে পুলিশ ৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকাতেও চলছে পুলিশের কড়াকড়ি ৷

পুলিশের তাড়া খেয়ে নয়নজুলিতে ঝাঁপ যুবকের

ওই এলাকায় আজ সকাল থেকেই শুরু হয় পুলিশি টহল ৷ শুধু তাই নয়, রাস্তায় বেরোনো সকলকে জিজ্ঞাসাবাদ করছে তারা ৷ দেখা হচ্ছে কাগজপত্রও ৷ সেইসময় নন্দকুমার এলাকায় ওই যুবককেও ঘোরাফেরা করতে দেখে পুলিশ ৷ তারা ওই যুবককে ধরতে তৎপর হয় ৷ অন্যদিকে ওই যুবকও পুলিশের হাত থেকে বাঁচতে দৌড় দেন ৷ ঝাঁপ দেন নয়নজুলিতে ৷ পুলিশ রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করতেই ওই যুবক বলেন, "স্যার, চা খেতে এসেছিলাম ৷ চায়ের একটু নেশা রয়েছে ৷" পরে পুলিশ তাঁকে বোঝায়, "তাড়াতাড়ি উঠে আয়, না হলে সাপের ছোবল খাবি ৷" অবশেষে পুলিশের আশ্বাসে নয়ানজুলি থেকে উঠে আসেন ওই যুবক ৷ তারপর তাঁকে লকডাউনের কারণ ও প্রয়োজনীয়তা বুঝিয়ে বাড়ি পাঠানো হয় ৷

নন্দকুমার, 29 জুলাই : সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিন ৷ অথচ তা অমান্য করে চা খেতে বাইরে বেরিয়েছিলেন যুবক ৷ নজরে পড়তেই ওই যুবককে ধরতে তৎপর হয় পুলিশ ৷ আর পুলিশকর্মীদের দেখে তাড়া খেয়ে নয়নজুলিতে ঝাঁপ দিলেন যুবক ৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনা ৷

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছে সরকার ৷ সেইমতো আজ সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিন ৷ সকাল থেকেই প্রতিটি জেলায় লকডাউন সফল করতে কড়াকড়ি শুরু করেছে পুলিশ ৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকাতেও চলছে পুলিশের কড়াকড়ি ৷

পুলিশের তাড়া খেয়ে নয়নজুলিতে ঝাঁপ যুবকের

ওই এলাকায় আজ সকাল থেকেই শুরু হয় পুলিশি টহল ৷ শুধু তাই নয়, রাস্তায় বেরোনো সকলকে জিজ্ঞাসাবাদ করছে তারা ৷ দেখা হচ্ছে কাগজপত্রও ৷ সেইসময় নন্দকুমার এলাকায় ওই যুবককেও ঘোরাফেরা করতে দেখে পুলিশ ৷ তারা ওই যুবককে ধরতে তৎপর হয় ৷ অন্যদিকে ওই যুবকও পুলিশের হাত থেকে বাঁচতে দৌড় দেন ৷ ঝাঁপ দেন নয়নজুলিতে ৷ পুলিশ রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করতেই ওই যুবক বলেন, "স্যার, চা খেতে এসেছিলাম ৷ চায়ের একটু নেশা রয়েছে ৷" পরে পুলিশ তাঁকে বোঝায়, "তাড়াতাড়ি উঠে আয়, না হলে সাপের ছোবল খাবি ৷" অবশেষে পুলিশের আশ্বাসে নয়ানজুলি থেকে উঠে আসেন ওই যুবক ৷ তারপর তাঁকে লকডাউনের কারণ ও প্রয়োজনীয়তা বুঝিয়ে বাড়ি পাঠানো হয় ৷

Last Updated : Jul 29, 2020, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.