ETV Bharat / state

Women's Day Celebration : আন্তর্জাতিক নারী দিবসে কোস্টাল প্রেস কর্নারের বিশেষ উদ্যোগ - Women felicitated by Coastal Press Corner on International Womens Day

নারীদের কুর্নিশ জানিয়ে ফুলের স্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করলেন কোস্টাল প্রেস কর্নারের সাংবাদিকরা (Women felicitated by Coastal Press Corner on International Women's Day) ৷

Women's Day Celebration at Coastal Press Corner
আন্তর্জাতিক নারী দিবসে কোস্টাল প্রেস কর্নারের বিশেষ উদ্যোগ
author img

By

Published : Mar 8, 2022, 10:17 PM IST

কাঁথি, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসের শরিক হল কোস্টাল প্রেস কর্নার ৷ রোজকার জীবনযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করা মহিলাদের সম্মান জানাতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক ও চিত্র সাংবাদিকের সংগঠন ৷ নারীদের কুর্নিশ জানিয়ে ফুলের স্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করলেন সাংবাদিকরা (Women felicitated by Coastal Press Corner on International Womens Day)।

সাংবাদিকরা শুধুমাত্র খবর পরিবেশন করেন না। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে যুক্ত থাকেন বিভিন্ন সমাজসেবামূলক কাজেও। মঙ্গলবার অর্থাৎ, নারী দিবসের দিন সকালে কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শোভনা সেনকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় কোস্টাল প্রেস কর্নারের তরফে। শোভনাদেবী আবার কেবল শিক্ষিকা নযল, কাঁথি শহর ও শহরতলির সমস্ত কুকুরকে ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন তিনি ৷ আবার অসুস্থ হলে চিকিৎসারও ব্যবস্থা করেন। কাঁথি শহরে শোভনাদেবীকে "কুকুরের দিদিমণি" নামেও পরিচিত ছিলেন তিনি।

কাঁথি শহরে মহিলা অটো এবং টোটো চালকদেরও সংবর্ধনা জানানো হয় আন্তর্জাতিক নারী দিবসে। বিশেষ দিনে সাংবাদিকদের কাছ থেকে সম্মান পেয়ে কার্যত খুশি প্রত্যেকেই। কাঁথি শহরের মহিলা অটো চালক সবিতা জানা বলেন "সংবর্ধনা পেয়ে খুব খুশি। আগামিদিনে কাজের ক্ষেত্রে অনেক আত্মবিশ্বাস পাব ৷" আর টোটো চালক প্রতিমা মাইতির কথায়, "টোটো চালিয়ে কোনওরকমে সংসার প্রতিপালন করি। জীবনে এই প্রথম কেউ আমাকে সংবর্ধনা দিল। এমন সংবর্ধনা পেয়ে আমার সঙ্গে আমার পরিবারের সদস্যরাও ভীষণ খুশি ।

আরও পড়ুন : নারীর জীবনের সত্যি গল্প শোনাবে জোনাকি মুখোপাধ্যায়ের বই

কোস্টাল প্রেস কর্নারের সম্পাদক কনিষ্ক মাইতি বলেন, "আমাদের সংগঠন জন্মলগ্ন থেকেই মানুষের পাশে। কেবল সাংবাদিকতা নয়, সঙ্গে কিছু সামাজিক দায়বদ্ধতা থেকেই যায়। সে কারণেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজন। নিজেদের সাধ্যমত তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে সকল শ্রেণীর মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি ।"

কাঁথি, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসের শরিক হল কোস্টাল প্রেস কর্নার ৷ রোজকার জীবনযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করা মহিলাদের সম্মান জানাতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক ও চিত্র সাংবাদিকের সংগঠন ৷ নারীদের কুর্নিশ জানিয়ে ফুলের স্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করলেন সাংবাদিকরা (Women felicitated by Coastal Press Corner on International Womens Day)।

সাংবাদিকরা শুধুমাত্র খবর পরিবেশন করেন না। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে যুক্ত থাকেন বিভিন্ন সমাজসেবামূলক কাজেও। মঙ্গলবার অর্থাৎ, নারী দিবসের দিন সকালে কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শোভনা সেনকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় কোস্টাল প্রেস কর্নারের তরফে। শোভনাদেবী আবার কেবল শিক্ষিকা নযল, কাঁথি শহর ও শহরতলির সমস্ত কুকুরকে ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন তিনি ৷ আবার অসুস্থ হলে চিকিৎসারও ব্যবস্থা করেন। কাঁথি শহরে শোভনাদেবীকে "কুকুরের দিদিমণি" নামেও পরিচিত ছিলেন তিনি।

কাঁথি শহরে মহিলা অটো এবং টোটো চালকদেরও সংবর্ধনা জানানো হয় আন্তর্জাতিক নারী দিবসে। বিশেষ দিনে সাংবাদিকদের কাছ থেকে সম্মান পেয়ে কার্যত খুশি প্রত্যেকেই। কাঁথি শহরের মহিলা অটো চালক সবিতা জানা বলেন "সংবর্ধনা পেয়ে খুব খুশি। আগামিদিনে কাজের ক্ষেত্রে অনেক আত্মবিশ্বাস পাব ৷" আর টোটো চালক প্রতিমা মাইতির কথায়, "টোটো চালিয়ে কোনওরকমে সংসার প্রতিপালন করি। জীবনে এই প্রথম কেউ আমাকে সংবর্ধনা দিল। এমন সংবর্ধনা পেয়ে আমার সঙ্গে আমার পরিবারের সদস্যরাও ভীষণ খুশি ।

আরও পড়ুন : নারীর জীবনের সত্যি গল্প শোনাবে জোনাকি মুখোপাধ্যায়ের বই

কোস্টাল প্রেস কর্নারের সম্পাদক কনিষ্ক মাইতি বলেন, "আমাদের সংগঠন জন্মলগ্ন থেকেই মানুষের পাশে। কেবল সাংবাদিকতা নয়, সঙ্গে কিছু সামাজিক দায়বদ্ধতা থেকেই যায়। সে কারণেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজন। নিজেদের সাধ্যমত তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে সকল শ্রেণীর মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.