ETV Bharat / state

দলনেত্রী নন, শুভেন্দুর জয় দেখছেন; ছেলের হয়ে প্রচারেও প্রস্তুত শিশির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

শিশির অধিকারীর কথায়, মমতা জেদের বশে প্রার্থী হচ্ছেন নন্দীগ্রামে । শুভেন্দু বিধায়ক ছিল, নন্দীগ্রামে ওই জিতবে । ওরা বললে ছেলের হয়ে প্রচারে যাব, সাফ জানান শিশিরবাবু ।

Sisir Adhikari
Sisir Adhikari
author img

By

Published : Mar 6, 2021, 7:35 PM IST

Updated : Mar 6, 2021, 11:05 PM IST

নন্দীগ্রাম, 6 মার্চ : সবার নজর ছিল নন্দীগ্রাম । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে ? জল্পনা ছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে । সেই জল্পনাই ঠিক হল আজ বিকেলে । বিজেপি-র প্রার্থী তালিকা প্রকাশের পরই উত্তাল রাজ্য রাজনীতি । নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো বনাম নন্দীগ্রামের ভূমিপুত্র । এই অবস্থায় দলনেত্রী নাকি ছেলে, কার দিকে রয়েছেন শিশির অধিকারী ।

যে দিন মন চাইবে সেদিন দল ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে শুভেন্দুর হয়ে প্রচার করতে চান বর্ষীয়ান তৃণমূল নেতা । শিশির অধিকারীর কথায়, মমতা জেদের বশেই প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে । শুভেন্দু নন্দীগ্রামের বর্তমান বিধায়ক । নন্দীগ্রামে শুভেন্দুর জেতার বিষয়ে আশাবাদী তাঁর বাবা । বিজেপি বললে ছেলের হয়ে প্রচারেও যেতে পারেন তিনি, এমনই জানান শিশিরবাবু । ছেলের হয়ে প্রচারে গেলে একদা প্রিয় দলনেত্রীর বিরুদ্ধে প্রচার করতে হবে, এই বিষয়ে প্রশ্ন করায় তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন শিশির । একদা তৃণমূল অন্ত প্রাণ শিশির অধিকারী বলেন, যে দল কোনও খোঁজ খবর রাখে না, যারা শুভেন্দুর বিরুদ্ধে তাঁকে ব্যবহার করতে পারেনি তাদের হয়ে প্রচার করতে চান না তিনি । এরপর তৃণমূল ছাড়ার কথাও বলেন তিনি । চাঁচাছোলাভাবে বলেন, এখন সাংসদ আছি, ছেড়ে দেব । থাকতে হবে এমন তো কেউ বলেনি । এরপর বিজেপিতে যোগদানের বিষয় নিয়ে তিনি বলেন , বিজেপিতে যোগদান না করলেও তিনি শুভেন্দুর হয়ে প্রচার করতে চান । এই বিষয়ে দিব্যেন্দু অধিকারীকে ফোন করা হলে, তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।

ছেলের হয়ে প্রচারেও প্রস্তুত শিশির

আরও পড়ুন : নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

শিশির অধিকারীর এহেন বার্তার পর তাঁর তৃণমূল ছাড়া কার্যত সময়ের অপেক্ষা । এখন তিনি বিজেপিতে যোগদান করেন কি না, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের ।

নন্দীগ্রাম, 6 মার্চ : সবার নজর ছিল নন্দীগ্রাম । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে ? জল্পনা ছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে । সেই জল্পনাই ঠিক হল আজ বিকেলে । বিজেপি-র প্রার্থী তালিকা প্রকাশের পরই উত্তাল রাজ্য রাজনীতি । নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো বনাম নন্দীগ্রামের ভূমিপুত্র । এই অবস্থায় দলনেত্রী নাকি ছেলে, কার দিকে রয়েছেন শিশির অধিকারী ।

যে দিন মন চাইবে সেদিন দল ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে শুভেন্দুর হয়ে প্রচার করতে চান বর্ষীয়ান তৃণমূল নেতা । শিশির অধিকারীর কথায়, মমতা জেদের বশেই প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে । শুভেন্দু নন্দীগ্রামের বর্তমান বিধায়ক । নন্দীগ্রামে শুভেন্দুর জেতার বিষয়ে আশাবাদী তাঁর বাবা । বিজেপি বললে ছেলের হয়ে প্রচারেও যেতে পারেন তিনি, এমনই জানান শিশিরবাবু । ছেলের হয়ে প্রচারে গেলে একদা প্রিয় দলনেত্রীর বিরুদ্ধে প্রচার করতে হবে, এই বিষয়ে প্রশ্ন করায় তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন শিশির । একদা তৃণমূল অন্ত প্রাণ শিশির অধিকারী বলেন, যে দল কোনও খোঁজ খবর রাখে না, যারা শুভেন্দুর বিরুদ্ধে তাঁকে ব্যবহার করতে পারেনি তাদের হয়ে প্রচার করতে চান না তিনি । এরপর তৃণমূল ছাড়ার কথাও বলেন তিনি । চাঁচাছোলাভাবে বলেন, এখন সাংসদ আছি, ছেড়ে দেব । থাকতে হবে এমন তো কেউ বলেনি । এরপর বিজেপিতে যোগদানের বিষয় নিয়ে তিনি বলেন , বিজেপিতে যোগদান না করলেও তিনি শুভেন্দুর হয়ে প্রচার করতে চান । এই বিষয়ে দিব্যেন্দু অধিকারীকে ফোন করা হলে, তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।

ছেলের হয়ে প্রচারেও প্রস্তুত শিশির

আরও পড়ুন : নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

শিশির অধিকারীর এহেন বার্তার পর তাঁর তৃণমূল ছাড়া কার্যত সময়ের অপেক্ষা । এখন তিনি বিজেপিতে যোগদান করেন কি না, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের ।

Last Updated : Mar 6, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.