ETV Bharat / state

আজ মনোনয়ন পেশ শুভেন্দুর, নন্দীগ্রামে থাকছেন স্মৃতি-ধর্মেন্দ্ররা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

রাজ্য রাজনীতির উত্তাপে আজও সরগরম থাকবে নন্দীগ্রাম ৷ আজ মনোনয়ন পত্র পেশ করবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ এ দিন পুজো দিয়ে মিছিল করে মনোনয়ন পত্র পেশ করতে যাবেন তিনি ৷ সেই মিছিলে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধান ৷

west bengal assembly election 2021: Subhendu Adhikari to file nomination today
আজ মনোনয়ন পেশ শুভেন্দুর, নন্দীগ্রামে থাকছেন স্মৃতি-ধর্মেন্দ্ররা
author img

By

Published : Mar 12, 2021, 7:48 AM IST

নন্দীগ্রাম, 12 মার্চ: মনোনয়ন পেশের দিনই নন্দীগ্রামে আহত হয়ে এখনও হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি ৷ চলছে দোষারোপ-পাল্টা দোষারোপ ৷ এই আবহেই আজ, শুক্রবার মনোনয়ন পত্র পেশ করবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ হাইভোল্টেজ আসনে মনোনয়ন পেশের দিনে কেন্দ্রীয় নেতৃত্বকেও পাশে পাচ্ছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু ৷ তাঁর পাশে আজ দেখা যাবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ৷

দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে নন্দীগ্রামে ৷ গত 5 মার্চ জারি করা হয়েছে বিজ্ঞপ্তি ৷ আজই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৷ বুধবার মনোনয়ন পত্র পেশ করেছেন শুভেন্দুর যুযুধান প্রতিপক্ষ তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রচার সভা সেরে অস্থায়ী বাড়িতে ফেরার সময় আহত হন তিনি ৷ হাতে, কাঁধে ও পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর ৷ চিড় ধরেছে বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতায় ৷ এরপরই তড়িঘড়ি গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে ৷ সেখানেই চিকিত্সা চলছে তাঁর ৷ বিজেপির লোকেরাই ষড়যন্ত্র করে তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী ৷ এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে এসেছে তাঁর দল ৷ কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তাঁর দল ৷ মমতার আহত হওয়ার ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় চলে তৃণমূলের বিক্ষোভ ৷

আরও পড়ুন: চাই ভূমিপুত্রকে, 'বহিরাগত' মমতার মনোনয়নের আগে পোস্টার নন্দীগ্রামে

যদিও এই ঘটনায় নিরুত্তাপ থেকেছেন শুভেন্দু ৷ বৃহস্পতিবার জনসভা, শিবরাত্রির পুজো এ সব নিয়েই ব্যস্ত ছিলেন তিনি ৷ সোনাচূড়ায় বাবা ত্রিলোকেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। পরনে ছিল ধুতি ও পাঞ্জাবি। পুজো দেওয়ার পরই বলে ওঠেন, 'হর হর মহাদেব।' কীর্তন করেন, শিবের মাথায় জল ঢালেন তিনি। এরপর শুভেন্দু যান পারুলবাড়ি শিব মন্দিরে। সেখানেও শিবের মাথায় জল ঢালেন তিনি।

শুক্রবার মনোনয়ন পেশের সময় প্রতিবারের মতোই বিরাট মিছিলের ডাক দিয়েছেন বিজেপি নেতা ৷ মিছিল করেই তিনি মনোনয়ন পেশ করতে যাবেন ৷ 2014 সালের লোকসভা নির্বাচনের সময় তমলুকের প্রার্থী হয়ে এবং 2016 সালে নন্দীগ্রামের প্রার্থী হয়ে মনোনয়ন পেশের সময়ও তাঁকে এই মিছিল করতে দেখা গিয়েছিল ৷ তবে এ বারের ভোটের আবহে নন্দীগ্রামের গুরুত্ব অনেক বেশি ৷ এ বার এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখসমরে শুভেন্দু ৷ তাই যুদ্ধক্ষেত্র নন্দীগ্রামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও ৷ আজকের মিছিলে স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানের মতো নেতাদের পাঠানো হচ্ছে বলে খবর ৷ মন্দিরে মন্দিরে পুজো দিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী ৷

নন্দীগ্রাম, 12 মার্চ: মনোনয়ন পেশের দিনই নন্দীগ্রামে আহত হয়ে এখনও হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি ৷ চলছে দোষারোপ-পাল্টা দোষারোপ ৷ এই আবহেই আজ, শুক্রবার মনোনয়ন পত্র পেশ করবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ হাইভোল্টেজ আসনে মনোনয়ন পেশের দিনে কেন্দ্রীয় নেতৃত্বকেও পাশে পাচ্ছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু ৷ তাঁর পাশে আজ দেখা যাবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ৷

দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে নন্দীগ্রামে ৷ গত 5 মার্চ জারি করা হয়েছে বিজ্ঞপ্তি ৷ আজই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৷ বুধবার মনোনয়ন পত্র পেশ করেছেন শুভেন্দুর যুযুধান প্রতিপক্ষ তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রচার সভা সেরে অস্থায়ী বাড়িতে ফেরার সময় আহত হন তিনি ৷ হাতে, কাঁধে ও পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর ৷ চিড় ধরেছে বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতায় ৷ এরপরই তড়িঘড়ি গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে ৷ সেখানেই চিকিত্সা চলছে তাঁর ৷ বিজেপির লোকেরাই ষড়যন্ত্র করে তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী ৷ এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে এসেছে তাঁর দল ৷ কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তাঁর দল ৷ মমতার আহত হওয়ার ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় চলে তৃণমূলের বিক্ষোভ ৷

আরও পড়ুন: চাই ভূমিপুত্রকে, 'বহিরাগত' মমতার মনোনয়নের আগে পোস্টার নন্দীগ্রামে

যদিও এই ঘটনায় নিরুত্তাপ থেকেছেন শুভেন্দু ৷ বৃহস্পতিবার জনসভা, শিবরাত্রির পুজো এ সব নিয়েই ব্যস্ত ছিলেন তিনি ৷ সোনাচূড়ায় বাবা ত্রিলোকেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। পরনে ছিল ধুতি ও পাঞ্জাবি। পুজো দেওয়ার পরই বলে ওঠেন, 'হর হর মহাদেব।' কীর্তন করেন, শিবের মাথায় জল ঢালেন তিনি। এরপর শুভেন্দু যান পারুলবাড়ি শিব মন্দিরে। সেখানেও শিবের মাথায় জল ঢালেন তিনি।

শুক্রবার মনোনয়ন পেশের সময় প্রতিবারের মতোই বিরাট মিছিলের ডাক দিয়েছেন বিজেপি নেতা ৷ মিছিল করেই তিনি মনোনয়ন পেশ করতে যাবেন ৷ 2014 সালের লোকসভা নির্বাচনের সময় তমলুকের প্রার্থী হয়ে এবং 2016 সালে নন্দীগ্রামের প্রার্থী হয়ে মনোনয়ন পেশের সময়ও তাঁকে এই মিছিল করতে দেখা গিয়েছিল ৷ তবে এ বারের ভোটের আবহে নন্দীগ্রামের গুরুত্ব অনেক বেশি ৷ এ বার এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখসমরে শুভেন্দু ৷ তাই যুদ্ধক্ষেত্র নন্দীগ্রামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও ৷ আজকের মিছিলে স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানের মতো নেতাদের পাঠানো হচ্ছে বলে খবর ৷ মন্দিরে মন্দিরে পুজো দিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.