নন্দীগ্রাম, 9 মার্চ : জমে উঠেছে ভোটের খেলা ৷ সবার নজর রয়েছে নন্দীগ্রামে ৷ নিঃসন্দেহে এবারের নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে নন্দীগ্রাম ৷ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভবানীপুর ছেড়ে এখানে প্রার্থী হচ্ছেন ৷ নন্দীগ্রামের স্বঘোষিত ভূমিপুত্র শুভেন্দুকে মমতার উল্টোদিকে প্রার্থী করছে বিজেপি ৷ ভোটের উত্তাপ এবার আরও বাড়িয়ে কিছু পোস্টার ৷
পোস্টারে লেখা রয়েছে, নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকেই চায়, বহিরাগতকে নয় ৷ বহিরাগত বলতে যে এখানে তৃণমূলের সুপ্রিমোকে বোঝানো হয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷
আগামীকালই মমতা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন দাখিল করবেন । তার আগে গোপালপুর ক্ষুদিরাম মোড়ে এই ধরনের পোস্টারে ভোটের পারদ আরও অনেকটা বেড়ে গেল বলেই মত রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের ।
আরও পড়ুন : নন্দীগ্রামের লড়াই কি শুধুই মমতা বনাম শুভেন্দু ?
তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে বিজেপির লোকেরা এইসব ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নুরুল নায়ক বলেন, "সাধারণ মানুষ বহিরাগতকে চাইছেন না । তাই সাধারণ মানুষ এই পোস্টার ফেলেছে । এর সঙ্গে বিজেপির কোনও যোগসাজশ নেই । আর বিজেপি এই সবে বিশ্বাস করে না ।"
যদিও তৃণমূলের জেলার কোর কমিটির সদস্য তরুণ জানা বলছেন, বিজেপির লোকেরা এইসব কাজ করেছে । তবে এই সবের কোনও প্রভাব ভোটে পড়বে না বলেও মনে করছেন তিনি । নেত্রীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তরুণ জানা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবেন ।"
আরও পড়ুন : আজ নয়, নেত্রীর মনোনয়নের পরেই ইস্তাহার তৃণমূলের
উল্লেখ্য, এর আগেও পোস্টার ইস্যুতে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছিল নন্দীগ্রাম ৷ শুভেন্দু তখন মাঝে মাঝেই বেসুরো হচ্ছিলেন ৷ তবে জার্সিবদল তখনও করেননি ৷ সেই সময়েও দাদার অনুগামীর ব্যানারে বিভিন্ন পোস্টার পড়তে দেখা গিয়েছিল ৷ শুধু নন্দীগ্রাম নয়, দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেই দাদার অনুগামীদের ব্যানারে পোস্টার পড়তে দেখা গিয়েছিল ৷
এবারে নন্দীগ্রামে লড়াইটা মূলত দাদা বনাম দিদি ৷ কার দিকে পাল্লা ভারী, সেই নিয়েও চর্চা হচ্ছে বিস্তর ৷ এরই মধ্যে ভোটের মুখে ফের নন্দীগ্রামে এই ধরনের পোস্টার রাজনীতির পারদকে আরও কিছুটা তাতিয়ে দিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷