ETV Bharat / state

নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে পায়ে চোট, এসএসকেএম-এ মমতা - নন্দীগ্রাম

বুধবার নন্দীগ্রামে প্রচারে বেরিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গাড়ির দরজা পায়ে আটকে তিনি চোট পান ৷ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় ৷ তিনি এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ৷ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ৷

নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে মমতার পায়ে চোট, ফিরছেন কলকাতায়
নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে মমতার পায়ে চোট, ফিরছেন কলকাতায়
author img

By

Published : Mar 10, 2021, 6:50 PM IST

Updated : Mar 10, 2021, 9:21 PM IST

নন্দীগ্রাম, 10 মার্চ : বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে তিনি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পায়ে চোট পান ৷ অন্ধকারে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনই হয়তো নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷ কিন্তু এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন যে এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন ৷ আপাতত কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ি হাসপাতালের সামনে আসতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয় ৷

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল, মঙ্গলবার তিনি নন্দীগ্রামে পৌঁছন ৷ এদিন দিনভর বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন ৷ তাছাড়া হলদিয়াতে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷ তার পর সন্ধ্যাতেও তিনি নন্দীগ্রামে ছিলেন ৷ আরও দু’দিন তাঁর সেখানে থাকার কথা ছিল ৷

নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে মমতার পায়ে চোট, ফিরছেন কলকাতায়

কিন্তু তার আগেই বিপত্তি ঘটল নন্দীগ্রামের বিরুলিয়াতে ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে সেখানে গাড়ির সামনের আসনের পাশে থাকা পাটাতনে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন ৷ সেই সময় ধাক্কাধাক্কি হয় ৷ আর তাতেই পায়ে চোট পান মুখ্যমন্ত্রী ৷ এর জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন ৷

তার মধ্যেও মমতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ তাঁর দাবি, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে ৷ তাঁকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে কোনও পুলিশ ছিল না ৷ এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও মমতা সংবাদমাধ্যকে বলেন ৷

নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে পায়ে চোট, এসএসকেএম-এ মমতা

তার পরই ঠিক হয় যে তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ কিন্তু গাড়ির সামনের আসনে বসার মতো পরিস্থিতিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী, তিনি যে গাড়ি থেকে নেমে নিজেই পিছনের আসনে যাবেন, সেই পরিস্থিতিও ছিল না ৷ তাই নিরাপত্তারক্ষীরা তাঁকে কোলে করে নিয়ে পিছনের আসনে নিয়ে আসা হয় ৷ তার পর তাঁর কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ৷ গ্রিন করিডর করে তাঁকে কলকাতার পথে রওনা করানো হয় ৷

কলকাতায় মুখ্যমন্ত্রীকে সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁকে আপাতত উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর চিকিৎসা চলছে ৷ মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়ার আগেই হাসপাতালে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাছাড়া তৃণমূলের অনেক কর্মী-সমর্থকও হাজির হন সেখানে ৷ কিছুক্ষণ পর আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তাঁর গাড়ি হাসপাতালের সামনে আসতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয় ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে সুপার বুধবার, 35 ডিগ্রিতে খেলা শুরু মমতা-শুভেন্দুর

এদিকে এই ঘটনা ঘিরে নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠছে৷ কারণ, স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় ছিল ৷ সেই সময়ই ধাক্কাধাক্কি শুরু হয় ৷ তাই প্রশ্ন উঠছে, যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা কী করছিলেন ?

এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

নন্দীগ্রাম, 10 মার্চ : বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে তিনি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পায়ে চোট পান ৷ অন্ধকারে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনই হয়তো নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷ কিন্তু এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন যে এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন ৷ আপাতত কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ি হাসপাতালের সামনে আসতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয় ৷

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল, মঙ্গলবার তিনি নন্দীগ্রামে পৌঁছন ৷ এদিন দিনভর বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন ৷ তাছাড়া হলদিয়াতে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷ তার পর সন্ধ্যাতেও তিনি নন্দীগ্রামে ছিলেন ৷ আরও দু’দিন তাঁর সেখানে থাকার কথা ছিল ৷

নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে মমতার পায়ে চোট, ফিরছেন কলকাতায়

কিন্তু তার আগেই বিপত্তি ঘটল নন্দীগ্রামের বিরুলিয়াতে ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে সেখানে গাড়ির সামনের আসনের পাশে থাকা পাটাতনে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন ৷ সেই সময় ধাক্কাধাক্কি হয় ৷ আর তাতেই পায়ে চোট পান মুখ্যমন্ত্রী ৷ এর জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন ৷

তার মধ্যেও মমতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ তাঁর দাবি, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে ৷ তাঁকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে কোনও পুলিশ ছিল না ৷ এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও মমতা সংবাদমাধ্যকে বলেন ৷

নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে পায়ে চোট, এসএসকেএম-এ মমতা

তার পরই ঠিক হয় যে তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ কিন্তু গাড়ির সামনের আসনে বসার মতো পরিস্থিতিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী, তিনি যে গাড়ি থেকে নেমে নিজেই পিছনের আসনে যাবেন, সেই পরিস্থিতিও ছিল না ৷ তাই নিরাপত্তারক্ষীরা তাঁকে কোলে করে নিয়ে পিছনের আসনে নিয়ে আসা হয় ৷ তার পর তাঁর কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ৷ গ্রিন করিডর করে তাঁকে কলকাতার পথে রওনা করানো হয় ৷

কলকাতায় মুখ্যমন্ত্রীকে সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁকে আপাতত উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর চিকিৎসা চলছে ৷ মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়ার আগেই হাসপাতালে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাছাড়া তৃণমূলের অনেক কর্মী-সমর্থকও হাজির হন সেখানে ৷ কিছুক্ষণ পর আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তাঁর গাড়ি হাসপাতালের সামনে আসতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয় ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে সুপার বুধবার, 35 ডিগ্রিতে খেলা শুরু মমতা-শুভেন্দুর

এদিকে এই ঘটনা ঘিরে নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠছে৷ কারণ, স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় ছিল ৷ সেই সময়ই ধাক্কাধাক্কি শুরু হয় ৷ তাই প্রশ্ন উঠছে, যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা কী করছিলেন ?

এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

Last Updated : Mar 10, 2021, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.