ETV Bharat / state

পৌরভোটে জেতার জন্য তৈরি, মন্তব্য সায়ন্তনের

কলকাতা পৌরনিরগমে নির্বাচন হওয়ার সম্ভবনা রয়েছে এপ্রিলের মাঝামাঝি । ওই দিনই হাওড়া পৌরনিগমেরও নির্বাচন হতে পারে । সব ঠিক থাকলে তার 15 দিনের মাথায় হতে পারে বাকি পৌরসভাগুলির নির্বাচন । দলের রণকৌশল ঠিক করতে এগরায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আজ বৈঠক করলেন BJP নেতা সায়ন্তন বসু ।

Sayantan
সায়ন্তন বসু
author img

By

Published : Feb 23, 2020, 5:27 PM IST

কাঁথি, 23 ফেব্রুয়ারি : আসন্ন পৌরসভা নির্বাচন । দলের রণকৌশল ঠিক করতে এগরায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আজ বৈঠক করলেন BJP নেতা সায়ন্তন বসু । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, "আমরা জেতার জন্য তৈরি আছি । এগরা পৌরসভায় এবার আমরা জিতবই ।"

কলকাতা পৌরনিরগমে নির্বাচন হওয়ার সম্ভবনা রয়েছে এপ্রিলের মাঝামাঝি । ওই দিনই হাওড়া পৌরনিগমেরও নির্বাচন হতে পারে । সব ঠিক থাকলে তার 15 দিনের মাথায় হতে পারে বাকি পৌরসভাগুলির নির্বাচন । এমনই হলে হাতে আর মাত্র কয়েকদিন । তার আগেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে পথে নেমেছে BJP । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পৌরসভার এই ভোটকে সেমি-ফাইনাল হিসেবে নিয়েই লড়তে চায় তারা । আজ সেই সূত্রেই পূর্ব মেদিনীপুরের এগরায় আসেন BJP নেতা সায়ন্তন বসু ।

2014 সালের নির্বাচনে এগরা পৌরসভার 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ছিল 9টি আসন, BJP-র 1 টি , কংগ্রেসের 1 টি, CPI(M)-এর 1টি ও নির্দলের 2টি । পরে BJP কাউন্সিলর ও নির্দল থেকে জেতা দুই কাউন্সিলর তৃণমূলে যোগদান করে । এই অবস্থায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, 2020 পৌরভোটে কি ঘুরে দাঁড়াতে পারবে BJP ? না কি এই পৌরসভা নিজেদের দখলেই রাখবে শাসক দল ?

দেখুন কী বললেন সায়ন্তন বসু

জেতার বিষয় নিয়ে সায়ন্তন বসুর মন্তব্যকে কটাক্ষ করে আবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, ''আসলে এখন বসন্তকাল । এরা বসন্তকালে বসে দিবাস্বপ্ন দেখছেন । আমরা একটা কথা ওঁদের বলি, অনেক বেহায়া দেখেছি । পৌরসভা হাতছাড়া হলে তবে, এরা বুঝতে পারবে যে এরা জেতার জন্য নয় । আর বিধানসভা উপ-নির্বাচনে খড়গপুরে তো দেখেছেই শুভেন্দু অধিকারীর ম্যাজিক । এবারও দেখবে । ''

কাঁথি, 23 ফেব্রুয়ারি : আসন্ন পৌরসভা নির্বাচন । দলের রণকৌশল ঠিক করতে এগরায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আজ বৈঠক করলেন BJP নেতা সায়ন্তন বসু । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, "আমরা জেতার জন্য তৈরি আছি । এগরা পৌরসভায় এবার আমরা জিতবই ।"

কলকাতা পৌরনিরগমে নির্বাচন হওয়ার সম্ভবনা রয়েছে এপ্রিলের মাঝামাঝি । ওই দিনই হাওড়া পৌরনিগমেরও নির্বাচন হতে পারে । সব ঠিক থাকলে তার 15 দিনের মাথায় হতে পারে বাকি পৌরসভাগুলির নির্বাচন । এমনই হলে হাতে আর মাত্র কয়েকদিন । তার আগেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে পথে নেমেছে BJP । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পৌরসভার এই ভোটকে সেমি-ফাইনাল হিসেবে নিয়েই লড়তে চায় তারা । আজ সেই সূত্রেই পূর্ব মেদিনীপুরের এগরায় আসেন BJP নেতা সায়ন্তন বসু ।

2014 সালের নির্বাচনে এগরা পৌরসভার 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ছিল 9টি আসন, BJP-র 1 টি , কংগ্রেসের 1 টি, CPI(M)-এর 1টি ও নির্দলের 2টি । পরে BJP কাউন্সিলর ও নির্দল থেকে জেতা দুই কাউন্সিলর তৃণমূলে যোগদান করে । এই অবস্থায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, 2020 পৌরভোটে কি ঘুরে দাঁড়াতে পারবে BJP ? না কি এই পৌরসভা নিজেদের দখলেই রাখবে শাসক দল ?

দেখুন কী বললেন সায়ন্তন বসু

জেতার বিষয় নিয়ে সায়ন্তন বসুর মন্তব্যকে কটাক্ষ করে আবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, ''আসলে এখন বসন্তকাল । এরা বসন্তকালে বসে দিবাস্বপ্ন দেখছেন । আমরা একটা কথা ওঁদের বলি, অনেক বেহায়া দেখেছি । পৌরসভা হাতছাড়া হলে তবে, এরা বুঝতে পারবে যে এরা জেতার জন্য নয় । আর বিধানসভা উপ-নির্বাচনে খড়গপুরে তো দেখেছেই শুভেন্দু অধিকারীর ম্যাজিক । এবারও দেখবে । ''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.