ETV Bharat / state

মদের আসরে তৃণমূল প্রধানের নাচ, ভাইরাল ভিডিয়ো - গ্রাম প্রধান অসিত গিরি

গ্রাম পঞ্চায়েত প্রধানের এই আপত্তিকর ভিডিয়ো দেখে কটাক্ষ করতে ছাড়েননি পূর্ব মেদিনীপুরের বিজেপির নেতৃত্ব ৷

মদের আসরে তৃণমূল প্রধানের নাচ
মদের আসরে তৃণমূল প্রধানের নাচ
author img

By

Published : Mar 1, 2021, 5:21 PM IST

Updated : Mar 1, 2021, 5:56 PM IST

কাঁথি, 1 মার্চ : সামনে পানীয়ের বোতল ৷ উদ্দাম নাচছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান । বেশ কয়েকদিন ধরে কাঁথি-1 ব্লকের নয়াপুট অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত গিরির ওই নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ যার জেরে মুখ পুড়েছে জেলা তৃণমূল কংগ্রেসের ৷ ইতিমধ্যেই ওই গ্রাম প্রধানকে শোকজ করেছে দল ৷

তৃণমূল নেতার এই আপত্তিকর ভিডিয়ো দেখে কটাক্ষ করতে ছাড়েনি পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতৃত্ব ৷ কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেছেন, "অঞ্চল প্রধান মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন ৷ সাধারণ মানুষ এতে খুব অবাক হয়েছে ৷ কিন্তু আমরা অবাক হচ্ছি না ৷ এই কাটমানি খোড়, সিন্ডিকেট রাজ দলের নেতাদের এই অবস্থাই হবে ৷ তৃণমূল কংগ্রেসের না আছে কোনও আদর্শ না আছে দর্শন ৷ শুধু মানুষের কাছে লুট করে খেতে জানে ৷ এদের জমানা শেষ হয়ে গিয়েছে ৷"

মদের আসরে তৃণমূল প্রধানের নাচ

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর অফিসে তালা দেওয়ার আর্জি শুভেন্দুর

ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মাহমুদ হোসেন প্রধানের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন ৷ তিনি বলেছেন, "ভিডিয়োটি আমাদের নজরে এসেছে ৷ এই বিষয়ে প্রধানের কাছে জানতে চেয়েছি ৷ ভিডিয়োটি বিজেপির এডিটিং করা নাকি বাস্তব তা জানতে চাওয়া হয়েছে ৷ কুরুচিপূর্ণ এমন ভিডিয়োকে আমরা সমর্থন করি না ৷"

কাঁথি, 1 মার্চ : সামনে পানীয়ের বোতল ৷ উদ্দাম নাচছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান । বেশ কয়েকদিন ধরে কাঁথি-1 ব্লকের নয়াপুট অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত গিরির ওই নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ যার জেরে মুখ পুড়েছে জেলা তৃণমূল কংগ্রেসের ৷ ইতিমধ্যেই ওই গ্রাম প্রধানকে শোকজ করেছে দল ৷

তৃণমূল নেতার এই আপত্তিকর ভিডিয়ো দেখে কটাক্ষ করতে ছাড়েনি পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতৃত্ব ৷ কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেছেন, "অঞ্চল প্রধান মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন ৷ সাধারণ মানুষ এতে খুব অবাক হয়েছে ৷ কিন্তু আমরা অবাক হচ্ছি না ৷ এই কাটমানি খোড়, সিন্ডিকেট রাজ দলের নেতাদের এই অবস্থাই হবে ৷ তৃণমূল কংগ্রেসের না আছে কোনও আদর্শ না আছে দর্শন ৷ শুধু মানুষের কাছে লুট করে খেতে জানে ৷ এদের জমানা শেষ হয়ে গিয়েছে ৷"

মদের আসরে তৃণমূল প্রধানের নাচ

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর অফিসে তালা দেওয়ার আর্জি শুভেন্দুর

ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মাহমুদ হোসেন প্রধানের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন ৷ তিনি বলেছেন, "ভিডিয়োটি আমাদের নজরে এসেছে ৷ এই বিষয়ে প্রধানের কাছে জানতে চেয়েছি ৷ ভিডিয়োটি বিজেপির এডিটিং করা নাকি বাস্তব তা জানতে চাওয়া হয়েছে ৷ কুরুচিপূর্ণ এমন ভিডিয়োকে আমরা সমর্থন করি না ৷"

Last Updated : Mar 1, 2021, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.