কোলাঘাট, 6 জুলাই : রাতের অন্ধকারে টাকার বিনিময়ে বিকোচ্ছে ভ্যাকসিন ৷ তাও আবার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ৷ এমনই অভিযোগ তুলে পথ অবরোধ করল ভ্যাকসিন নিতে আসা গ্রাহকরা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ৷
অভিযোগ, কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পয়সা দিলেই পাওয়া যাচ্ছে ভ্যাকসিন । যা জানাজানি হতেই ভ্যাকসিনের কালোবাজারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে স্বাস্থ্যকেন্দ্র চত্বর । প্রতিবাদে ব্লক স্বাস্থ্য আধিকারিকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় জনতা ৷ কোলাঘাট-জশাড় রাস্তা অবরোধ করা হয় । এমনকি রাস্তার উপর বেঞ্চ পেতে ও বাঁশ ঘিরে অচল করে দেওয়া হয় স্বাভাবিক যান চলাচল । খবর পেয়ে কোলাঘাট বিড হাউজ়ের পুলিশ ঘটনাস্থলে আসে ৷ তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
স্বাস্থ্যকেন্দ্রে আসা এক রোগীর আত্মীয় পূজা চক্রবর্তী বলেন, "হাসপাতলে ভ্যাকসিন নেই বলে নোটিশ টাঙানো রয়েছে । অথচ টাকা দিলেই ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ় পাওয়া যাচ্ছে । এর সঙ্গে যুক্ত একজনকে আমরা হাতেনাতে ধরে ফেললে উনি ছুটে পালিয়ে যান ।"
স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা দিলীপ সরকার বলেন, "ভ্যাকসিন পেতে গত কয়েক দিন ধরে দূর থেকে আসছি । কিন্তু না পেয়েই বাড়ি ফিরতে হচ্ছে । আজ দেখলাম, এরা রাতের অন্ধকারে ভ্যাকসিন দিচ্ছে । আমার মনে হয় এখানে কালোবাজারি হচ্ছে । আমরা চাই যেন সুষ্ঠুভাবে সবাই ভ্যাকসিন পাই ।"
যদিও এই বিষয় কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক শিবশংকর খানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুন: হু অনুমোদিত ভ্যাকসিনকে সব দেশে স্বীকৃতি দেওয়ার অনুরোধ কোভ্যাকস’র
এই বিষয়ে তমলুক জেলা বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলেন, "এই স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে কেবল ভ্যাকসিনই নয়, পিপিই কিট বিক্রির অভিযোগও উঠেছিল । আমরা জনগণকে নিয়ে আন্দোলনে নামব ৷"