ETV Bharat / state

TMC BJP Clash : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খেজুরি, মৃত দুই তৃণমূল কর্মী

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খেজুরি (TMC BJP Clash) ৷ মা ফেটে সোমবার প্রাণ হারালেন তৃণমূলের দুই কর্মী ৷

TMC BJP Clash
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খেজুরি
author img

By

Published : Jan 3, 2022, 11:06 PM IST

খেজুরি, 3 জানুয়ারি : ঝামেলার সূত্রপাত বছরের প্রথম দিনে ৷ যে ঝামেলার রেশে বোমা ফেটে সোমবার প্রাণ হারালেন তৃণমূলের দুই কর্মী ৷ ঘটনায় বিজেপি-তৃণমূল পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ৷

বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের পার্টির প্রতিষ্ঠা দিবসের নাম করে গোড়াহাট, কটকা, দেবিচক গ্ৰামে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় । বিজেপি কর্মী বুলা গিরিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লোহার রড, লাঠি দিয়ে তাঁর পা ভেঙে ঝোপের মধ্যে ফেলে দেয় ৷ পরদিনই এলাকার বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় শাসকদলের কর্মীরা (TMC-BJP Clash In Khejuri) ৷

ঘটনার খবর পেয়ে আহত বিজেপি কর্মীদের বাড়িতে যান জেলা সভাপতি সুদাম পণ্ডিত, সাধারণ সম্পাদক তাপসকুমার দোলুই, বিধায়ক শান্তনু প্রামানিক-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব । সূত্রের খবর, পরদিনই ভাঙ্গনবাড়িতে বোমা বাঁধতে আসে তৃণমূল কর্মীরা ৷ স্থানীয় বিজেপি কর্মীরা তার প্রতিবাদ করে ৷ সেই সময়েই হঠাৎ করেই বোমা ফেটে যায় ৷ গুরুতর আহত হন চার তৃণমূল কর্মী । পরে তাদের মধ্যে দু'জন মারা যান ৷ ঘটনায় আহত হয়েছেন এক বিজেপি কর্মীও ৷

আরও পড়ুন : শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা দত্তপুকুরে

তৃণমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘এটা বিজেপির চক্রান্ত । পুলিশকে আমরা বলেছি তদন্ত করে দেখতে । তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে তাদের কঠোরভাবে শাস্তি দিতে হবে । সে যে দলেরই হোক ।’’

খেজুরি, 3 জানুয়ারি : ঝামেলার সূত্রপাত বছরের প্রথম দিনে ৷ যে ঝামেলার রেশে বোমা ফেটে সোমবার প্রাণ হারালেন তৃণমূলের দুই কর্মী ৷ ঘটনায় বিজেপি-তৃণমূল পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ৷

বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের পার্টির প্রতিষ্ঠা দিবসের নাম করে গোড়াহাট, কটকা, দেবিচক গ্ৰামে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় । বিজেপি কর্মী বুলা গিরিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লোহার রড, লাঠি দিয়ে তাঁর পা ভেঙে ঝোপের মধ্যে ফেলে দেয় ৷ পরদিনই এলাকার বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় শাসকদলের কর্মীরা (TMC-BJP Clash In Khejuri) ৷

ঘটনার খবর পেয়ে আহত বিজেপি কর্মীদের বাড়িতে যান জেলা সভাপতি সুদাম পণ্ডিত, সাধারণ সম্পাদক তাপসকুমার দোলুই, বিধায়ক শান্তনু প্রামানিক-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব । সূত্রের খবর, পরদিনই ভাঙ্গনবাড়িতে বোমা বাঁধতে আসে তৃণমূল কর্মীরা ৷ স্থানীয় বিজেপি কর্মীরা তার প্রতিবাদ করে ৷ সেই সময়েই হঠাৎ করেই বোমা ফেটে যায় ৷ গুরুতর আহত হন চার তৃণমূল কর্মী । পরে তাদের মধ্যে দু'জন মারা যান ৷ ঘটনায় আহত হয়েছেন এক বিজেপি কর্মীও ৷

আরও পড়ুন : শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা দত্তপুকুরে

তৃণমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘এটা বিজেপির চক্রান্ত । পুলিশকে আমরা বলেছি তদন্ত করে দেখতে । তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে তাদের কঠোরভাবে শাস্তি দিতে হবে । সে যে দলেরই হোক ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.