কাঁথি, 12 ফেব্রুয়ারি : কাঁথিতে ভোটের ময়দানে প্রেস্টিজ ফাইটে এবার ননদ-বৌদি ৷ কাঁথি পৌরসভার 20নং ওয়ার্ডে শাসকদলের হয়ে লড়বেন বৌদি শ্রাবণী পাল আর পদ্ম শিবিরের প্রার্থী তাঁরই ননদ অপর্ণা বেরা (Contai Municipal Election 2022) ৷
বাড়ির মধ্যে ননদ-বৌদির সম্পর্ক ভাল হলেও ভোট ময়দানে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ । দু'জনেই তা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন । যদিও তাঁদের শ্বশুরবাড়ি বেরা ও পাল পরিবারের দাবি তাঁদের বাড়ির বৌমাই শেষ হাসি হাসবে ।
এদিকে বৌদি আর ননদের মধ্যে কাকে ভোট দেবেন তা নিয়ে ধন্দে পাড়া-প্রতিবেশীরা ৷ তবে সুবিধা একটাই, যেই জিতুন তাদের ভাল-মন্দ দেখার দায়িত্ব পাবেন নিজেদেরই লোক । কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে শ্রাবণী ও অপর্ণার বাড়ি যাওয়ার ঢালাই রাস্তার পুরোটাই মুড়ে ফেলা হয়েছে তৃণমূল ও বিজেপির পতাকা, ব্যানার, ফেস্টুনে । ফাঁকা নেই একটি দেওয়ালও ৷
গেরুয়া শিবিরের প্রার্থী তথা ননদ অপর্ণা বেরা বলেন, "বাড়ি বাড়ি ঘুরে অভূতপূর্ব সাড়া পাচ্ছি ৷ কেন্দ্রের প্রকল্পগুলিকে কীভাবে রাজ্যের প্রকল্প বলে চালানো হচ্ছে তা মানুষের কাছে তুলে ধরছি ৷ আমি নিশ্চিত 100 শতাংশ ভাল ফল আমরাই করব এবং জিতব । বৌদির সঙ্গে পারিবারিক সম্পর্ক কখনওই ভোটের ময়দানে আসবে না ৷"
আরও পড়ুন : Bengal Civic Polls 2022: অশোকনগর-কল্যাণগড়ে ননদ-বৌদির জমজমাট লড়াই