ETV Bharat / state

রেশন ও আমফানের টাকা চুরির জন্য আরও যোদ্ধা তৈরি করছে তৃণমূল : দিলীপ

author img

By

Published : Jul 18, 2020, 6:46 PM IST

আমফান দুর্নীতি নিয়ে ফের সরব দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, আমফানের টাকা পেয়েছে তৃণমূলের লোকজন ৷ সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ

কাঁথি, 18 জুলাই : তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে জানান, কোরোনা মোকাবিলা ও আমফান দুর্নীতি রুখতে আরও পাঁচ লাখ কোরোনা যোদ্ধা তৈরি করা হয়েছে ৷ আজ কাঁথি মহকুমা আদালতে হাজিরা দিতে এসে এপ্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, ''রেশন চুরি, আমফানের টাকা চুরির যোদ্ধা কম পড়েছে তাই এই সিদ্ধান্ত ৷''

আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা আদালতে পুরোনো দুইটি মামলায় হাজিরা দিতে আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে এক লাখ যোদ্ধা তৈরি করেছিলেন । তাঁরা এখন রেশন চুরি করছে, আমফানের টাকা চুরি করছে । তাই কম পড়েছে বলে আরও যোদ্ধা আনছেন । এইসব চুরি করার জন্য যদি যোদ্ধা তৈরি করেন, তাহলে খুব ভালো কথা । এত লোক তো মরে গেল,হাসপাতাল নেই, বেড নেই, এই যোদ্ধারা কোথায় আছেন ৷ চাল চুরি করতে কি সবাই ব্যস্ত ?"

দুর্নীতি করতে আরও যোদ্ধা তৈরি করছে তৃণমূল : দিলীপ

তিনি আরও বলেন, "দু লাখ মানুষ টাকা খেয়েছেন, দেখাচ্ছেন 200 জন ৷ জুতো মেরে গোরু দান, এটা হবে না ৷ দিদিমণি বলছেন 99% মানুষ ত্রাণ পেয়েছেন, ঠিকই বলছেন 99% তৃণমূলের লোকই পেয়েছেন ৷"

নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন তো করতেই হবে নইলে দেশ চলবে কী করে ? যেমন কোর্ট চলছে ঝুঁকি নিয়ে, হাসপাতাল চলছে তেমনই নির্বাচনও হবে ৷ নির্বাচন কমিশন ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের সূচি বের করবে ৷

কাঁথি, 18 জুলাই : তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে জানান, কোরোনা মোকাবিলা ও আমফান দুর্নীতি রুখতে আরও পাঁচ লাখ কোরোনা যোদ্ধা তৈরি করা হয়েছে ৷ আজ কাঁথি মহকুমা আদালতে হাজিরা দিতে এসে এপ্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, ''রেশন চুরি, আমফানের টাকা চুরির যোদ্ধা কম পড়েছে তাই এই সিদ্ধান্ত ৷''

আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা আদালতে পুরোনো দুইটি মামলায় হাজিরা দিতে আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে এক লাখ যোদ্ধা তৈরি করেছিলেন । তাঁরা এখন রেশন চুরি করছে, আমফানের টাকা চুরি করছে । তাই কম পড়েছে বলে আরও যোদ্ধা আনছেন । এইসব চুরি করার জন্য যদি যোদ্ধা তৈরি করেন, তাহলে খুব ভালো কথা । এত লোক তো মরে গেল,হাসপাতাল নেই, বেড নেই, এই যোদ্ধারা কোথায় আছেন ৷ চাল চুরি করতে কি সবাই ব্যস্ত ?"

দুর্নীতি করতে আরও যোদ্ধা তৈরি করছে তৃণমূল : দিলীপ

তিনি আরও বলেন, "দু লাখ মানুষ টাকা খেয়েছেন, দেখাচ্ছেন 200 জন ৷ জুতো মেরে গোরু দান, এটা হবে না ৷ দিদিমণি বলছেন 99% মানুষ ত্রাণ পেয়েছেন, ঠিকই বলছেন 99% তৃণমূলের লোকই পেয়েছেন ৷"

নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন তো করতেই হবে নইলে দেশ চলবে কী করে ? যেমন কোর্ট চলছে ঝুঁকি নিয়ে, হাসপাতাল চলছে তেমনই নির্বাচনও হবে ৷ নির্বাচন কমিশন ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের সূচি বের করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.