ETV Bharat / state

Kanthi Municipal Board : অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই কাঁথি পৌরবোর্ড গঠন করল তৃণমূল - Trinamool Congress forms Kanthi Municipal board

অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই কাঁথি পৌরসভার বোর্ড গঠিত হল আজ (Trinamool Congress forms Kanthi Municipal board) ৷ পৌরপ্রধান হলেন কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্না। এদিন কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ।

Kanthi Municipality News
অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই কাঁথি পৌরবোর্ড গঠন করল তৃণমূল
author img

By

Published : Mar 16, 2022, 10:57 PM IST

কাঁথি, 16 মার্চ : দীর্ঘ প্রায় পাঁচ দশক পর কাঁথি পৌরসভায় অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই কাঁথি পৌরসভার বোর্ড গঠিত হল (Trinamool Congress forms Kanthi Municipal board)। বুধবার কাঁথির মহকুমাশাসকের উপস্থিতিতে কাঁথি পৌরসভার পৌরপ্রধান হলেন কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্না। এদিন কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। আগামী কয়েকদিনের মধ্যেই কাঁথি পৌরসভার উপ-পৌরপ্রধান হিসেবে শপথ নেবেন সুপ্রকাশ গিরি। কাঁথির মহকুমাশাসক আদিত্য মোহন বিক্রম ইরানি 17 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং 11 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সুময় দাসকে শপথ বাক্য পাঠ করান। বাকি তিনজন বিজেপির প্রতীকে জেতা কাউন্সিলর আগামীকাল শপথ নেবেন বলে জানা গিয়েছে।

কাঁথির মহকুমাশাসকের উপস্থিতিতে পৌরপ্রধান নির্বাচন করা হয়। এরপর নবনির্বাচিত পৌরপ্রধান সুবল মান্নাকে কাঁথিবাসী-সহ পৌরসভার কর্মচারীরা ফুলের তোড়া ও মালা পরিয়ে সম্বর্ধনা জানায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত পৌরপ্রধান সুবল মান্না বলেন, "সমস্ত নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে কাঁথিবাসীর উদ্দেশ্যে কাজ করা হবে। কাঁথি শহরে উন্নয়নের জোয়ার আনব।" শহরে ঝাঁ-চকচকে রাস্তাঘাট নির্মাণ করে যানজট মুক্ত করে শহর গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি। নিকাশি ব্যবস্থার উন্নতির পাশাপাশি শহরবাসীকে জলবন্দি থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। শহরের প্রতিটি এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া ও আবর্জনা মুক্ত করা হবে বলেও জানান নবনির্বাচিত পৌরপ্রধান। তবে কাঁথি পৌরসভার ভাইস-চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, "বিগত পৌরসভায় যে সকল দুর্নীতি নিয়ে মামলা চলছে সেগুলির কোনওটাই ধামাচাপা পড়বে না বরং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।"

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরের 3 পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা তৃণমূলের

এগরা পৌরসভার পৌরপ্রধান হিসেবে শপথ নিলেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নায়ক। মহকুমাশাসকের উপস্থিতিতে শপথ নেন স্বপনবাবু। তিনি বলেন, "আমার প্রথম কাজ হল পৌরসভার রাস্তা মেরামত করা। আমরা সব কাউন্সিলররা মিলে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাব।"

কাঁথি, 16 মার্চ : দীর্ঘ প্রায় পাঁচ দশক পর কাঁথি পৌরসভায় অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই কাঁথি পৌরসভার বোর্ড গঠিত হল (Trinamool Congress forms Kanthi Municipal board)। বুধবার কাঁথির মহকুমাশাসকের উপস্থিতিতে কাঁথি পৌরসভার পৌরপ্রধান হলেন কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্না। এদিন কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। আগামী কয়েকদিনের মধ্যেই কাঁথি পৌরসভার উপ-পৌরপ্রধান হিসেবে শপথ নেবেন সুপ্রকাশ গিরি। কাঁথির মহকুমাশাসক আদিত্য মোহন বিক্রম ইরানি 17 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং 11 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সুময় দাসকে শপথ বাক্য পাঠ করান। বাকি তিনজন বিজেপির প্রতীকে জেতা কাউন্সিলর আগামীকাল শপথ নেবেন বলে জানা গিয়েছে।

কাঁথির মহকুমাশাসকের উপস্থিতিতে পৌরপ্রধান নির্বাচন করা হয়। এরপর নবনির্বাচিত পৌরপ্রধান সুবল মান্নাকে কাঁথিবাসী-সহ পৌরসভার কর্মচারীরা ফুলের তোড়া ও মালা পরিয়ে সম্বর্ধনা জানায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত পৌরপ্রধান সুবল মান্না বলেন, "সমস্ত নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে কাঁথিবাসীর উদ্দেশ্যে কাজ করা হবে। কাঁথি শহরে উন্নয়নের জোয়ার আনব।" শহরে ঝাঁ-চকচকে রাস্তাঘাট নির্মাণ করে যানজট মুক্ত করে শহর গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি। নিকাশি ব্যবস্থার উন্নতির পাশাপাশি শহরবাসীকে জলবন্দি থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। শহরের প্রতিটি এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া ও আবর্জনা মুক্ত করা হবে বলেও জানান নবনির্বাচিত পৌরপ্রধান। তবে কাঁথি পৌরসভার ভাইস-চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, "বিগত পৌরসভায় যে সকল দুর্নীতি নিয়ে মামলা চলছে সেগুলির কোনওটাই ধামাচাপা পড়বে না বরং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।"

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরের 3 পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা তৃণমূলের

এগরা পৌরসভার পৌরপ্রধান হিসেবে শপথ নিলেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নায়ক। মহকুমাশাসকের উপস্থিতিতে শপথ নেন স্বপনবাবু। তিনি বলেন, "আমার প্রথম কাজ হল পৌরসভার রাস্তা মেরামত করা। আমরা সব কাউন্সিলররা মিলে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাব।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.