ETV Bharat / state

Digha Tourism : বাড়ল কড়াকড়ি, নির্দেশিকা না মানলে দিঘা গেটে নো এন্ট্রি - করোনা ভাইরাস

কড়াকড়ি বাড়ল ৷ দু'টি ডোজেরই ভ্যাকসিন নেওয়া না থাকলে অথবা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট না থাকলে ঢুকতেই দেওয়া হচ্ছে না দিঘায় ৷ শুক্রবার সন্ধ্যায় প্রশাসনের তরফে এমন অনেক পর্যকটকেই ফেরত পাঠানো হয়েছে ৷

নির্দেশিকা না মানলে দিঘা গেটে নো এন্ট্রি
নির্দেশিকা না মানলে দিঘা গেটে নো এন্ট্রি
author img

By

Published : Jul 17, 2021, 8:20 AM IST

Updated : Jul 17, 2021, 8:52 AM IST

দিঘা, 17 জুলাই : সরকারি নির্দেশিকা না মানলে ঢুকতে পারবেন না দিঘায় ৷ ভ্যাকসিনের দু'টি ডোজই নেওয়া থাকলে ভাল ৷ তার শংসাপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক ৷ শুধু প্রথম ডোজ নেওয়া থাকলে তা গ্রাহ্য হবে না ৷ অন্যথায় লাগবে কোভিড নেগেটিভ টেস্ট রিপোর্ট ৷ 48 ঘণ্টা আগে করা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আনতে হবে ৷ তবেই মিলবে দিঘায় ঢোকার অনুমতি । আগেই জারি হয়েছিল নির্দেশিকা ৷ ফের কড়াকড়ি শুরু হল শুক্রবার সন্ধ্যা থেকে ৷ খানিকটা নাকা চেকিংয়ের কায়দায় পর্যটন কেন্দ্রে ঢোকার মুখে চেক করা হল পর্যটকদের সার্টিফিকেট বা টেস্ট রিপোর্ট ৷ অনেকের কাছেই নিয়ম মতো নথি না থাকায় ফিরিয়েও দেওয়া হল তাঁদের ৷

12 জুলাই সরকারি তরফে নির্দেশিকা জারির পর 14 জুলাই স্বাস্থ্য দফতরের সহযোগিতা ও দিঘা-শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগত পর্যটকদের সুবিধার জন্য হোটেল অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ে করোনা টেস্টের শিবির খোলা হয় । তারপর থেকেই সেখানে ভিড় বাড়তে থাকে ৷ করোনা পজিটিভও পাওয়া গিয়েছে দু-একজনকে ৷ এই ভিড় আবার সংক্রমণের কারণ না হয়ে দাঁড়ায় তার জন্য প্রশাসনের তরফে গতকাল সন্ধ্যার পর দফায় দফায় দিঘার হোটেলগুলিতে নজরদারি চালানো হচ্ছে । দিঘায় ঢোকার মুখেই পর্যটকদের করোনা রিপোর্ট অথবা ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চাওয়া হয় ৷ না দেখাতে পারলে ফিরিয়ে দেওয়া হয় অনেককেই ৷ দিঘায় ঢুকতে দেওয়া হচ্ছে তাঁদেরই যাঁদের সঠিক নথি রয়েছে ৷

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নজরদারি চালু হয়েছে দিঘায় ৷

বহু পর্যটক জানাচ্ছেন, তাঁরা এই নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না ৷ তাই চলে এসেছেন ৷ আবার অনেক পর্যটক জানান, হোটেলে বুকিং নিয়েছে কিন্তু সঠিক তথ্য দেয়নি তাঁদের ৷ 200-300 কিলোমিটার দূর থেকে দিঘায় পৌঁছে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের ৷ পরিবার নিয়ে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই ।

যদিও ব্লক অধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, "পর্যটকদের হেনস্থা বা হয়রান করা আমাদের লক্ষ্য নয় । ওঁরা আমাদের অতিথি । কিন্তু সরকারি নির্দেশিকা পালন করা নাগরিকদের কর্তব্য । সরকার দিঘায় ফের পর্যটক আসার অনুমতি দেওয়ার পর অনেক মানুষ আসছেন বেড়াতে ৷ আমাদের কাছে বা জেলায় সেরকম পরিকাঠামো নেই যে এক সঙ্গে এত লোকের অ্যান্টিজেন, আরটিপিসিআর টেস্ট বা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারব । তাই অখানে বেড়াতে আসা মানুষের কাছে অনুরোধ, আপনারা এই সরকারি নির্দেশিকা পালন করে আসুন ৷ আপনাদের প্রিয় সৈকত শহর দিঘায় আপনাদের সবাইকে স্বাগত ।"

আরও পড়ুন : Digha tourism : দিঘায় যাবেন ? থাকতে হবে টিকাকরণের শংসাপত্র কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট

দিঘা, 17 জুলাই : সরকারি নির্দেশিকা না মানলে ঢুকতে পারবেন না দিঘায় ৷ ভ্যাকসিনের দু'টি ডোজই নেওয়া থাকলে ভাল ৷ তার শংসাপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক ৷ শুধু প্রথম ডোজ নেওয়া থাকলে তা গ্রাহ্য হবে না ৷ অন্যথায় লাগবে কোভিড নেগেটিভ টেস্ট রিপোর্ট ৷ 48 ঘণ্টা আগে করা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আনতে হবে ৷ তবেই মিলবে দিঘায় ঢোকার অনুমতি । আগেই জারি হয়েছিল নির্দেশিকা ৷ ফের কড়াকড়ি শুরু হল শুক্রবার সন্ধ্যা থেকে ৷ খানিকটা নাকা চেকিংয়ের কায়দায় পর্যটন কেন্দ্রে ঢোকার মুখে চেক করা হল পর্যটকদের সার্টিফিকেট বা টেস্ট রিপোর্ট ৷ অনেকের কাছেই নিয়ম মতো নথি না থাকায় ফিরিয়েও দেওয়া হল তাঁদের ৷

12 জুলাই সরকারি তরফে নির্দেশিকা জারির পর 14 জুলাই স্বাস্থ্য দফতরের সহযোগিতা ও দিঘা-শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগত পর্যটকদের সুবিধার জন্য হোটেল অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ে করোনা টেস্টের শিবির খোলা হয় । তারপর থেকেই সেখানে ভিড় বাড়তে থাকে ৷ করোনা পজিটিভও পাওয়া গিয়েছে দু-একজনকে ৷ এই ভিড় আবার সংক্রমণের কারণ না হয়ে দাঁড়ায় তার জন্য প্রশাসনের তরফে গতকাল সন্ধ্যার পর দফায় দফায় দিঘার হোটেলগুলিতে নজরদারি চালানো হচ্ছে । দিঘায় ঢোকার মুখেই পর্যটকদের করোনা রিপোর্ট অথবা ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চাওয়া হয় ৷ না দেখাতে পারলে ফিরিয়ে দেওয়া হয় অনেককেই ৷ দিঘায় ঢুকতে দেওয়া হচ্ছে তাঁদেরই যাঁদের সঠিক নথি রয়েছে ৷

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নজরদারি চালু হয়েছে দিঘায় ৷

বহু পর্যটক জানাচ্ছেন, তাঁরা এই নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না ৷ তাই চলে এসেছেন ৷ আবার অনেক পর্যটক জানান, হোটেলে বুকিং নিয়েছে কিন্তু সঠিক তথ্য দেয়নি তাঁদের ৷ 200-300 কিলোমিটার দূর থেকে দিঘায় পৌঁছে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের ৷ পরিবার নিয়ে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই ।

যদিও ব্লক অধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, "পর্যটকদের হেনস্থা বা হয়রান করা আমাদের লক্ষ্য নয় । ওঁরা আমাদের অতিথি । কিন্তু সরকারি নির্দেশিকা পালন করা নাগরিকদের কর্তব্য । সরকার দিঘায় ফের পর্যটক আসার অনুমতি দেওয়ার পর অনেক মানুষ আসছেন বেড়াতে ৷ আমাদের কাছে বা জেলায় সেরকম পরিকাঠামো নেই যে এক সঙ্গে এত লোকের অ্যান্টিজেন, আরটিপিসিআর টেস্ট বা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারব । তাই অখানে বেড়াতে আসা মানুষের কাছে অনুরোধ, আপনারা এই সরকারি নির্দেশিকা পালন করে আসুন ৷ আপনাদের প্রিয় সৈকত শহর দিঘায় আপনাদের সবাইকে স্বাগত ।"

আরও পড়ুন : Digha tourism : দিঘায় যাবেন ? থাকতে হবে টিকাকরণের শংসাপত্র কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট

Last Updated : Jul 17, 2021, 8:52 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.