কাঁথি, 1 জানুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেও আগেকার মতোই তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস পালন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এইদিন শুভেন্দুর খাসতালুক কাঁথি শহরের 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্রের উদ্যোগে কাঁথির মেচেদা বাইপাসে তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয়।
কাঁথি-সহ ভগবানপুর 1 নম্বর ব্লকের গুড়গ্রাম অঞ্চলে মোটরবাইক ব়্যালি করে এলাকায় এলাকায় ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয়। এইদিন কাঁথি তিন নম্বর ব্লকের বেতালিয়ার কাছেও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, কাঁথি পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি, তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য মামুদ হোসেন-সহ আরও অনেকেই।
আরও পড়ুন: দলবদলের আবহে এবার কি ফিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ?
এইদিন মামুদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "গদ্দাররা দল থেকে চলে যেতেই আগের থেকে অনেক বেশি উৎসাহে পালিত হয়েছে। আর রাজ্যের বিজেপির এত বাড়বাড়ন্ত এই বেইমান ও বিশ্বাসঘাতকদের কারণে। এরা 2014 সাল থেকে এরা বিজেপি সঙ্গে মিলে ছিল। মানুষ এদের সঠিক সময়ে যজ্ঞ জবাব দেবে। কারণ, মেদিনীপুরের মাটি বিশ্বাসঘাতক ও বেইমানদের কোনও দিন ঠাঁই দেয়নি এবং দেবে না।"