ETV Bharat / state

করোনা হাসপাতাল ভাঙচুরের অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে

author img

By

Published : May 16, 2021, 7:09 AM IST

শনিবার সকালে তমলুকের এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় । তিনি তমলুক পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রায় শ'খানেক যুবক চড়াও হয় হাসপাতালে । তারা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে । হাসপাতালের চিকিৎসার সরঞ্জাম, আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ ।

agitation
agitation

মেদিনীপুর, 15 মে : করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতাল । শাসক দলের কর্মীদের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠল ৷

শনিবার সকালে তমলুকের এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় । তিনি তমলুক পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রায় শ'খানেক যুবক চড়াও হয় হাসপাতালে । হাসপাতালের চিকিৎসার সরঞ্জাম, আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ । করোনা আক্রান্তরা হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ভাস্কর রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। সেইসময় ওই চিকিৎসক ও বেশ কয়েকজন নার্সকে ও মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ।

পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় বড়মা হাসপাতালের রোগী, চিকিৎসক থেকে নার্স সবাই আতঙ্কিত ।

মেদিনীপুর, 15 মে : করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতাল । শাসক দলের কর্মীদের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠল ৷

শনিবার সকালে তমলুকের এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় । তিনি তমলুক পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রায় শ'খানেক যুবক চড়াও হয় হাসপাতালে । হাসপাতালের চিকিৎসার সরঞ্জাম, আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ । করোনা আক্রান্তরা হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ভাস্কর রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। সেইসময় ওই চিকিৎসক ও বেশ কয়েকজন নার্সকে ও মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ।

পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় বড়মা হাসপাতালের রোগী, চিকিৎসক থেকে নার্স সবাই আতঙ্কিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.