ETV Bharat / state

TMC : অনাস্থা এনে দলের পঞ্চায়েত প্রধানকে সরালেন তৃণমূলের সদস্যরা - Egra

পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে দলের মনোনীত পঞ্চায়েত প্রধানকেই সরালেন তৃণমূলের সদস্যরা ৷

tmc-member-removes-panchayat-pradhan-through-vote-of-confidence
TMC : অনাস্থা ভোটে দলের মনোনীত পঞ্চায়েত প্রধানকে সরালেন তৃণমূলের সদস্যরা
author img

By

Published : Aug 26, 2021, 2:19 PM IST

এগরা, 26 অগস্ট : দলবিরোধী কার্যকলাপের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সরানো হল ৷ ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস । বুধবার অনাস্থা ভোটে পঞ্চায়েত প্রধান হেরে যান ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : তমলুকে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

এই গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 18 । তার মধ্যে তৃণমূল কংগ্রেস 14টি আসন পেয়ে রাজনারায়ণ মান্নাকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হয় । বাকি চারটি আসন বিরোধীদের হাতে রয়েছে । কিন্তু তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে দল বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন রাজনারায়ণবাবু । তাই বাধ্য হয়ে তাঁরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন ।

আজ, বৃহস্পতিবার বিডিওর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় । সভায় তৃণমূলের 14 জন সদস্যদের মধ্যে 11 জন সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ভোট দেন ।

আরও পড়ুন : Raksha bandhan : অনাথ শিশু ও প্রবীণদের নিয়ে রাখিবন্ধনে মাতলেন মহকুমা শাসক

বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এক সদস্য অশোক দাস বলেন, ‘‘সংবিধান মেনেই পঞ্চায়েত সদস্যদের ভোটাভুটিতে প্রধান রাজনারায়ণ মান্নাকে সরিয়ে দেওয়া হল । বর্তমান উপপ্রধান কিছুদিনের জন্য দায়িত্বভার সামলাবেন । এক মাসের মধ্যে প্রধান নির্বাচিত করা হবে ।’’

এগরা 2 ব্লকের বিডিও কৌশিক রায় বলেন, ‘‘পঞ্চায়েত সদস্যদের অনাস্থার ফলে প্রধানকে সরিয়ে দেওয়া হল ।’’ যদিও এই বিষয়ে প্রাক্তন প্রধান রাজনারায়ণ মান্নাকে ফোন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি ।

আরও পড়ুন : Monkey Repellent System : হনুমানের তাণ্ডব থেকে ফসল রক্ষা করতে কৃষি দফতরের অভিনব যন্ত্র

এগরা, 26 অগস্ট : দলবিরোধী কার্যকলাপের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সরানো হল ৷ ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস । বুধবার অনাস্থা ভোটে পঞ্চায়েত প্রধান হেরে যান ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : তমলুকে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

এই গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 18 । তার মধ্যে তৃণমূল কংগ্রেস 14টি আসন পেয়ে রাজনারায়ণ মান্নাকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হয় । বাকি চারটি আসন বিরোধীদের হাতে রয়েছে । কিন্তু তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে দল বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন রাজনারায়ণবাবু । তাই বাধ্য হয়ে তাঁরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন ।

আজ, বৃহস্পতিবার বিডিওর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় । সভায় তৃণমূলের 14 জন সদস্যদের মধ্যে 11 জন সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ভোট দেন ।

আরও পড়ুন : Raksha bandhan : অনাথ শিশু ও প্রবীণদের নিয়ে রাখিবন্ধনে মাতলেন মহকুমা শাসক

বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এক সদস্য অশোক দাস বলেন, ‘‘সংবিধান মেনেই পঞ্চায়েত সদস্যদের ভোটাভুটিতে প্রধান রাজনারায়ণ মান্নাকে সরিয়ে দেওয়া হল । বর্তমান উপপ্রধান কিছুদিনের জন্য দায়িত্বভার সামলাবেন । এক মাসের মধ্যে প্রধান নির্বাচিত করা হবে ।’’

এগরা 2 ব্লকের বিডিও কৌশিক রায় বলেন, ‘‘পঞ্চায়েত সদস্যদের অনাস্থার ফলে প্রধানকে সরিয়ে দেওয়া হল ।’’ যদিও এই বিষয়ে প্রাক্তন প্রধান রাজনারায়ণ মান্নাকে ফোন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি ।

আরও পড়ুন : Monkey Repellent System : হনুমানের তাণ্ডব থেকে ফসল রক্ষা করতে কৃষি দফতরের অভিনব যন্ত্র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.