ETV Bharat / state

BJP-এর পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তপ্ত খেজুরি - TMC BJP clash in Khejuri

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ তৃণমূলের পালটা দাবি BJP এর গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে ৷

Khejuri
খেজুরি
author img

By

Published : Dec 1, 2020, 3:04 PM IST

খেজুরি, 1 ডিসেম্বর : BJP এর পতাকা উত্তোলনকে কেন্দ্রে করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি ৷ 15টি বাইক ভাঙচুর সহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷ অভিযোগ, ঘটনার সময় পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

ভিডিয়োতে শুনুন তৃণমূল ও BJP কর্মীদের বক্তব্য

এদিন খেজুরির বোগা মোড়ে পতাকা উত্তোলনের জন্য জমায়েত করেন বেশ কিছু BJP কর্মী সমর্থকেরা ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী এসে BJP কর্মীদের বাইকে ভাঙচুর চালায় ৷ প্রায় 15টি বাইক ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে ৷ এর প্রতিবাদে BJP নেতা কর্মীরা হেড়িয়া বোগা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP নেতা কর্মীরা ৷ এ-বিষয়ে BJP নেতা শঙ্কর মাইতি বলেন, "এদিন আমরা বোগা মোড়ে BJP এর পতাকা উত্তোলনের পর রসুলপুরে চলে যাই ৷ ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে আমাদের উপর বোম ফেলে ৷ আমাদের 15 থেকে 20টি বাইকে ভাঙচুর চালানো হয় ৷ চারজন কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিল ৷ যতক্ষণ পর্যন্ত আমাদের মোটরবাইক ও চারজনকে ছেড়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালাব ৷"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে ৷ তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন,"এটা BJPএর গোষ্ঠী কোন্দলের ফল । আসলে টাকা পয়সা নিয়ে এই ঝামেলা । তৃণমূল এর সঙ্গে জড়িত নয় । BJP এর লোকেরা সন্ত্রাস চালিয়ে চারটি ঘর পুড়িয়েছে । এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর চালায় । আমি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি ।"

খেজুরি, 1 ডিসেম্বর : BJP এর পতাকা উত্তোলনকে কেন্দ্রে করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি ৷ 15টি বাইক ভাঙচুর সহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷ অভিযোগ, ঘটনার সময় পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

ভিডিয়োতে শুনুন তৃণমূল ও BJP কর্মীদের বক্তব্য

এদিন খেজুরির বোগা মোড়ে পতাকা উত্তোলনের জন্য জমায়েত করেন বেশ কিছু BJP কর্মী সমর্থকেরা ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী এসে BJP কর্মীদের বাইকে ভাঙচুর চালায় ৷ প্রায় 15টি বাইক ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে ৷ এর প্রতিবাদে BJP নেতা কর্মীরা হেড়িয়া বোগা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP নেতা কর্মীরা ৷ এ-বিষয়ে BJP নেতা শঙ্কর মাইতি বলেন, "এদিন আমরা বোগা মোড়ে BJP এর পতাকা উত্তোলনের পর রসুলপুরে চলে যাই ৷ ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে আমাদের উপর বোম ফেলে ৷ আমাদের 15 থেকে 20টি বাইকে ভাঙচুর চালানো হয় ৷ চারজন কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিল ৷ যতক্ষণ পর্যন্ত আমাদের মোটরবাইক ও চারজনকে ছেড়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালাব ৷"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে ৷ তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন,"এটা BJPএর গোষ্ঠী কোন্দলের ফল । আসলে টাকা পয়সা নিয়ে এই ঝামেলা । তৃণমূল এর সঙ্গে জড়িত নয় । BJP এর লোকেরা সন্ত্রাস চালিয়ে চারটি ঘর পুড়িয়েছে । এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর চালায় । আমি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.