কলকাতা, 29 নভেম্বর : হলদিয়ার আইওসিএল কারখানা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ একইসঙ্গে, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে (Haldia TMC Agitation) সামিল হলেন দলের নেতা ও কর্মীরা ৷ ধরনামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবব্রত মণ্ডল ৷
আরও পড়ুন : Burnpur TMC Protest Against Dilip Ghosh : বার্নপুরে দিলীপকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, চলল খেলা হবে স্লোগান
বিক্ষোভকারীদের অভিযোগ, এই কারখানায় স্থানীয় বেকার যুবকরা কাজ পান না ৷ এমনকী, কারখানা তৈরির সময় যাঁরা জমি দিয়েছিলেন, তাঁরাও কাজ পান না ৷ উপরন্তু, কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক ছাঁটাইয়েরও অভিযোগ উঠেছে ৷ তৃণমূলের তরফে কাজ হারানো শ্রমিকদের ফের কাজে বহাল করার দাবি তোলা হয়েছে ৷
এছাড়াও, প্রতি বছর ডিসেম্বর মাসে এই কারখানা সাময়িক বন্ধ রাখা হয় ৷ শ্রমিকদের একাংশের বক্তব্য, কারখানা বন্ধ থাকলেও তাঁদের গেট পাস বাতিল করা হয় না ৷ কিন্তু, এবার তা করা হয়নি ৷ প্রচলিত নিয়ম মাফিক, ডিসেম্বরের পর কারখানা ফের যখন খোলা হয়, পুরনো শ্রমিকরাই আবার কাজে ফেরেন ৷ কিন্তু, এবার তাঁদের বদলে বাইরে থেকে শ্রমিক আনা হতে পারে বলে একটা জল্পনা শুরু হয়েছে ৷ এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেবব্রত মণ্ডলের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল ৷