ETV Bharat / state

Three Daughter Death In Pond : পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু তিন বোনের

author img

By

Published : Apr 18, 2022, 12:32 PM IST

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার চিমুঠিয়ায় পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তিন বোনের (Three Daughter Death In Pond) ৷

Three Daughter Death In Purba Medinipur
কুরে স্নান করতে গিয়ে মৃত্যুব হল তিন বোনের

মেদিনীপুর,18 এপ্রিল : পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তিন বোনের (Three Daughter Death In Pond) ৷ মৃত তিন বোনের নাম সুপ্রীতা সোরেন (12), সুষমা সোরেন (9), শকুন্তলা কিস্কু (7) । ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার চিমুটিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার চিমুঠিয়ায় আত্মীয়র বাড়িতে সপরিবার নিয়ে বেড়াতে আসে সুপ্রীতা সোরেন ও সুষমা সোরেন । জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পিছনে পুকুরে স্নানে নামে দুই বোন ও সম্পর্কীত আরেক বোন। পুকুরের জলে স্নান করতে নেমে মৃত্যু হয় তিন বোনের। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

মৃতদের মধ্যে দুই বোনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা এলাকায় ও অপরজনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার চিমুঠিয়ায়। গত শনিবার চিমুটিয়া এলাকায় একটি মেলা উপলক্ষে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে সুপ্রীতা সোরেন ও সুষমা সোরেন ৷ এই দু'জন-সহ শকুন্তলা দুপুরে বাড়ির পেছনের পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে একটু গভীরের দিকে চলে যায় । বাচ্চারা স্নান করে বাড়ি না ফেরায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। খোঁজ করতে কাউকে না দেখতে পেয়ে ওই পুকুরেই তল্লাশি শুরু করেন পরিবারের সদস্যরা। তারপর জলের মধ্যে থেকে তিনজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে কোলাঘাট থানার মেছেদার এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : পুরুলিয়ায় জলে ডুবে তিন জনের মৃত্যু

দেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, তার তদন্তে নেমেছে কোলাঘাট থানার পুলিশ।

মেদিনীপুর,18 এপ্রিল : পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তিন বোনের (Three Daughter Death In Pond) ৷ মৃত তিন বোনের নাম সুপ্রীতা সোরেন (12), সুষমা সোরেন (9), শকুন্তলা কিস্কু (7) । ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার চিমুটিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার চিমুঠিয়ায় আত্মীয়র বাড়িতে সপরিবার নিয়ে বেড়াতে আসে সুপ্রীতা সোরেন ও সুষমা সোরেন । জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পিছনে পুকুরে স্নানে নামে দুই বোন ও সম্পর্কীত আরেক বোন। পুকুরের জলে স্নান করতে নেমে মৃত্যু হয় তিন বোনের। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

মৃতদের মধ্যে দুই বোনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা এলাকায় ও অপরজনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার চিমুঠিয়ায়। গত শনিবার চিমুটিয়া এলাকায় একটি মেলা উপলক্ষে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে সুপ্রীতা সোরেন ও সুষমা সোরেন ৷ এই দু'জন-সহ শকুন্তলা দুপুরে বাড়ির পেছনের পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে একটু গভীরের দিকে চলে যায় । বাচ্চারা স্নান করে বাড়ি না ফেরায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। খোঁজ করতে কাউকে না দেখতে পেয়ে ওই পুকুরেই তল্লাশি শুরু করেন পরিবারের সদস্যরা। তারপর জলের মধ্যে থেকে তিনজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে কোলাঘাট থানার মেছেদার এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : পুরুলিয়ায় জলে ডুবে তিন জনের মৃত্যু

দেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, তার তদন্তে নেমেছে কোলাঘাট থানার পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.