ETV Bharat / state

পশ্চিমবঙ্গে আইনের কোনও শাসন নেই, অভিযোগ সায়ন্তনের - রামনগরে বিজেপি কর্মী খুন

রামনগর এলাকায় 144 ধারা জারি রয়েছে ৷ তাই সায়ন্তন বসুকে যেতে বাধা দেওয়া হয় বলে জানানো হয় পুলিশের তরফে ৷

Sayantan Basu
রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসু
author img

By

Published : Jul 31, 2020, 3:08 PM IST

পাঁশকুড়া, 31 জুলাই : রামনগরে মৃত BJP কর্মীর পরিবারের বাড়ি যেতে আটকানো হয় রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে ৷ শুক্রবার কলকাতা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে রামনগরের উদ্দেশ্যে রওনা দেন সায়ন্তন বসু ৷ অভিযোগ, পাঁশকুড়া থানার অন্তর্গত রাতুলিয়া কাছে বিশাল পুলিশবাহিনী সায়ন্তন বসুর গাড়ি আটকায় ৷ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় BJP নেতা কর্মীরা ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ পুলিশের দাবি, রামনগর এলাকায় 144 ধারা জারি রয়েছে ৷ তাই ওই এলাকাতে সায়ন্তন বসু গেলে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে ৷ তাই তাঁকে যেতে বাধা দেওয়া হয়েছে ৷

এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, "রামনগরে একজন বুথ সভাপতি খুন হয়েছেন ৷ আমাদের আশঙ্কা তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও অন্যান্য ঘটনার মতো এটাকেও পুলিশ বলছে আত্মহত্যা ৷ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতাম ৷ পার্টি অফিসে মিটিং করার ছিল ৷ সুযোগ পেলে পুলিশের সঙ্গেও কথা বলতাম ৷ আমার কোনও বিক্ষোভ বা মিছিল ছিল না ৷ তাও পুলিশ যেতে দেবে না ৷" এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে সূর চড়িয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে আইনের কোনও শাসন নেই ৷ গণতন্ত্র নেই ৷ ফ্যাসিস্ট সরকার চলছে ৷ যে ভাবে হোক আটকাতে হবে ৷ তৃণমূল যদি সায়ন্তন বসু, দিলীপ ঘোষকে আটকে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে, হুমকি দিয়ে যদি মনে করে ভোটে জিতবে, চেষ্টা করতে পারে ৷ কিন্তু, কোনও লাভ হবে না ৷ আমি গেলে কী মহাভারত অশুদ্ধ হবে ৷ কাঁথিতে লকডাউন থাকলে লকডাউনে ঢুকবো না ৷ "

কী বললেন সায়ন্তন বসু

উল্লেখ্য, গত বুধবার রামনগর এলাকায় এক বুথ সভাপতি পূর্ণ চন্দ্র দাসের (40) ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পরিবারের তরফে দাবি করা হয় যে, BJP করার অপরাধে ওই কর্মীকে খুন করা হয়েছে ৷ এরপরেই মৃত বুথ সভাপতির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর ৷ সেখানে যাওয়ার পথেই আটকায় পুলিশ ৷

এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল-কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী বলেন, "রামনগরে যে ঘটনা ঘটেছে রাস্তা নিয়ে শরিকি বিবাদের জেরেই ঘটেছে ৷ কেউ মারা গেলেই তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে ৷ উনি সেখানেই উস্কানিমূলক কথাবার্তা বলে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেন ৷ ওনাকে পুলিশ আটকে থাকলে ভাল কাজ করেছেন ৷ একমাত্র পশ্চিমবঙ্গেই গণতন্ত্র রয়েছে ৷ যা ভারতের শ্রেষ্ঠ ৷ "

সায়ন্তন বাবুকে আটকানো প্রসঙ্গে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীস বিশ্বাস বলেন, " ঈদ উপলক্ষে একাধিক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ আইন-শৃঙ্খলা ভঙ্গের কথা মাথায় রেখে এদিন সায়ন্তন বাবুর গাড়ি আটকানো হয়েছে ৷ "

পাঁশকুড়া, 31 জুলাই : রামনগরে মৃত BJP কর্মীর পরিবারের বাড়ি যেতে আটকানো হয় রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে ৷ শুক্রবার কলকাতা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে রামনগরের উদ্দেশ্যে রওনা দেন সায়ন্তন বসু ৷ অভিযোগ, পাঁশকুড়া থানার অন্তর্গত রাতুলিয়া কাছে বিশাল পুলিশবাহিনী সায়ন্তন বসুর গাড়ি আটকায় ৷ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় BJP নেতা কর্মীরা ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ পুলিশের দাবি, রামনগর এলাকায় 144 ধারা জারি রয়েছে ৷ তাই ওই এলাকাতে সায়ন্তন বসু গেলে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে ৷ তাই তাঁকে যেতে বাধা দেওয়া হয়েছে ৷

এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, "রামনগরে একজন বুথ সভাপতি খুন হয়েছেন ৷ আমাদের আশঙ্কা তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও অন্যান্য ঘটনার মতো এটাকেও পুলিশ বলছে আত্মহত্যা ৷ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতাম ৷ পার্টি অফিসে মিটিং করার ছিল ৷ সুযোগ পেলে পুলিশের সঙ্গেও কথা বলতাম ৷ আমার কোনও বিক্ষোভ বা মিছিল ছিল না ৷ তাও পুলিশ যেতে দেবে না ৷" এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে সূর চড়িয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে আইনের কোনও শাসন নেই ৷ গণতন্ত্র নেই ৷ ফ্যাসিস্ট সরকার চলছে ৷ যে ভাবে হোক আটকাতে হবে ৷ তৃণমূল যদি সায়ন্তন বসু, দিলীপ ঘোষকে আটকে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে, হুমকি দিয়ে যদি মনে করে ভোটে জিতবে, চেষ্টা করতে পারে ৷ কিন্তু, কোনও লাভ হবে না ৷ আমি গেলে কী মহাভারত অশুদ্ধ হবে ৷ কাঁথিতে লকডাউন থাকলে লকডাউনে ঢুকবো না ৷ "

কী বললেন সায়ন্তন বসু

উল্লেখ্য, গত বুধবার রামনগর এলাকায় এক বুথ সভাপতি পূর্ণ চন্দ্র দাসের (40) ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পরিবারের তরফে দাবি করা হয় যে, BJP করার অপরাধে ওই কর্মীকে খুন করা হয়েছে ৷ এরপরেই মৃত বুথ সভাপতির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর ৷ সেখানে যাওয়ার পথেই আটকায় পুলিশ ৷

এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল-কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী বলেন, "রামনগরে যে ঘটনা ঘটেছে রাস্তা নিয়ে শরিকি বিবাদের জেরেই ঘটেছে ৷ কেউ মারা গেলেই তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে ৷ উনি সেখানেই উস্কানিমূলক কথাবার্তা বলে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেন ৷ ওনাকে পুলিশ আটকে থাকলে ভাল কাজ করেছেন ৷ একমাত্র পশ্চিমবঙ্গেই গণতন্ত্র রয়েছে ৷ যা ভারতের শ্রেষ্ঠ ৷ "

সায়ন্তন বাবুকে আটকানো প্রসঙ্গে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীস বিশ্বাস বলেন, " ঈদ উপলক্ষে একাধিক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ আইন-শৃঙ্খলা ভঙ্গের কথা মাথায় রেখে এদিন সায়ন্তন বাবুর গাড়ি আটকানো হয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.