ETV Bharat / state

দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে ভয়াবহ আগুন - fire broke out at digha

মৎস্য নিলাম কেন্দ্রে আগুন ৷ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷

terrible-fire-at-digha-fish-auction-center
দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে ভয়াবহ আগুন
author img

By

Published : Sep 20, 2020, 1:11 PM IST

দিঘা, 20 সেপ্টেম্বর : দিঘা মোহনায় পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রে আগুন । শনিবার রাতে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান । স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

গতকাল রাতে ওই স্থানে আগুন লাগতে দেখে স্থানীয়রা ৷ প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ দমকলে খবর দেওয়া হয় ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ৷ খবর পেয়ে দিঘা কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷

এবিষয়ে দিঘা ফিশারমেন এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, রাতেই মৎস্য নিলাম কেন্দ্রের পাশে থাকা বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ৷

পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ কী ভাবে এই ভয়াবহ আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল কর্মী ও পুলিশ ৷

দিঘা, 20 সেপ্টেম্বর : দিঘা মোহনায় পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রে আগুন । শনিবার রাতে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান । স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

গতকাল রাতে ওই স্থানে আগুন লাগতে দেখে স্থানীয়রা ৷ প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ দমকলে খবর দেওয়া হয় ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ৷ খবর পেয়ে দিঘা কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷

এবিষয়ে দিঘা ফিশারমেন এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, রাতেই মৎস্য নিলাম কেন্দ্রের পাশে থাকা বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ৷

পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ কী ভাবে এই ভয়াবহ আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল কর্মী ও পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.