ETV Bharat / state

2 অস্থায়ী কর্মীকে ছাঁটাই করায় দিঘায় বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ কর্মীদের - digha

দিঘার বিদ্যুৎ দপ্তর থেকে আচমকাই 2 অস্থায়ী কর্মীকে ছাঁটাই করায় কর্মবিরতির ডাক দিলেন অন্যান্য অস্থায়ী কর্মীরা ৷ তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের কাজে ফেরাতে হবে ৷

electricity office temporary workers protests for terminating 2 temporary worker in digha , east medinipur
2 অস্থায়ী কর্মীকে ছাঁটাই করায় দিঘায় বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ কর্মীদের
author img

By

Published : Jun 6, 2020, 12:46 PM IST

দিঘা, 6 জুন : 2 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দিলেন বিদ্যুৎ কর্মীরা । গতকাল পূর্ব মেদিনীপুরের দিঘায় বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের মোট 62 জন অস্থায়ী কর্মী আছে । তাঁদের মধ্যে দেবব্রত বেরা ও অক্ষয় সিহিকে গতকাল কাজ থেকে ছাঁটাই করে কর্তৃপক্ষ ।

দেবব্রত বেরা গত 2010 থেকে ও অক্ষয় সিহি গত 4 বছর ধরে দিঘা বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন । গতকাল হঠাৎ করে তাঁদের ছাঁটাই করা হয় । সেই প্রতিবাদেই বিদ্যুৎ দপ্তরের অন্যান্য অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন । তাঁদের দাবি, অবিলম্বে ছাঁটাই হওয়া 2 জন কর্মীকে পুনরায় কাজে নিতে হবে । না হলে আরও জোরদার আন্দোলন চলবে ।

আন্দোলনকারীদের পক্ষে INTTUC - র সম্পাদক বিশ্বজিৎ জানা বলেন, " কোরোনা ভাইরাসের সময় আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী বলছেন এই সময় কাউকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না । কারও বেতন কাটা যাবে না । দিঘা কাস্টমার কেয়ারের অধীনে একটি ছেলে কাজ করে, নাম অক্ষয় সিহি ৷ তাঁকে এক মাস ধরে বাড়িতে বিনা কারণে ও বিনা নোটিসে বসিয়ে রেখে দিয়েছে । গতকাল আরও একজন কর্মী দেবব্রত বেরাকে আবার ছাঁটাই করা হয়েছে । তার পরিবর্তে নতুনদের নেওয়া হয়েছে । অবিলম্বে এই দু'জনকে কাজে পুনরায় নিতে হবে । যতজন কর্মচারী আছে তাঁদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে । আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব । " এবিষয় নিয়ে দিঘার স্টেশন ম্যানেজার সায়ন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ।

দিঘা, 6 জুন : 2 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দিলেন বিদ্যুৎ কর্মীরা । গতকাল পূর্ব মেদিনীপুরের দিঘায় বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের মোট 62 জন অস্থায়ী কর্মী আছে । তাঁদের মধ্যে দেবব্রত বেরা ও অক্ষয় সিহিকে গতকাল কাজ থেকে ছাঁটাই করে কর্তৃপক্ষ ।

দেবব্রত বেরা গত 2010 থেকে ও অক্ষয় সিহি গত 4 বছর ধরে দিঘা বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন । গতকাল হঠাৎ করে তাঁদের ছাঁটাই করা হয় । সেই প্রতিবাদেই বিদ্যুৎ দপ্তরের অন্যান্য অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন । তাঁদের দাবি, অবিলম্বে ছাঁটাই হওয়া 2 জন কর্মীকে পুনরায় কাজে নিতে হবে । না হলে আরও জোরদার আন্দোলন চলবে ।

আন্দোলনকারীদের পক্ষে INTTUC - র সম্পাদক বিশ্বজিৎ জানা বলেন, " কোরোনা ভাইরাসের সময় আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী বলছেন এই সময় কাউকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না । কারও বেতন কাটা যাবে না । দিঘা কাস্টমার কেয়ারের অধীনে একটি ছেলে কাজ করে, নাম অক্ষয় সিহি ৷ তাঁকে এক মাস ধরে বাড়িতে বিনা কারণে ও বিনা নোটিসে বসিয়ে রেখে দিয়েছে । গতকাল আরও একজন কর্মী দেবব্রত বেরাকে আবার ছাঁটাই করা হয়েছে । তার পরিবর্তে নতুনদের নেওয়া হয়েছে । অবিলম্বে এই দু'জনকে কাজে পুনরায় নিতে হবে । যতজন কর্মচারী আছে তাঁদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে । আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব । " এবিষয় নিয়ে দিঘার স্টেশন ম্যানেজার সায়ন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.