ETV Bharat / state

মুখ্যমন্ত্রী তহবিলে 1 লাখ অনুদান দিল তমলুকের বর্গভীমা মন্দির - পূর্ব মেদিনীপুর

কোরোনা মোকাবিলায় তমলুকের বর্গভীমা মন্দির কমিটির তরফে মুখ্যমন্ত্রীর তহবিলে দান করা হল টাকা, অন্যদিকে মারণ রোগ থেকে মানুষকে রক্ষায় অনুষ্ঠিত হল বিশেষ যোগ্য পুজোপাঠ ৷

Tamluk bargabheema temple administration gave 1 lakh rupees to corona relief fund
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ টাকার অনুদান তমলুকের বর্গভীমা মন্দিরের
author img

By

Published : Mar 30, 2020, 5:42 PM IST

Updated : Mar 30, 2020, 6:15 PM IST

তমলুক, 30 মার্চ : গোটা বিশ্ব কোরোনা ভাইরাসের মারণ থাবায় জর্জরিত । মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা কর্মসূচি ৷ খোলা হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ৷ আজ সেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ টাকার অনুদান দিল তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ ৷ পাশাপাশি সেখানে আজ অনুষ্ঠিত হল বিশ্বশান্তি যোগ্য ও বিশেষ পূজোপাঠ ।

51 সতীপীঠের এক পীঠ তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দির । কোরোনার জেরে আগেই মন্দির কমিটির নির্দেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ৷ নির্দেশ ছিল মন্দিরের গর্ভগৃহে ঢুকে সাধারণ মানুষের পুজো দেওয়া চলবে না । আজ সেই মন্দিরেই প্রশাসনের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে পুরোহিতরা পুজো করেন ৷ মন্দিরের গর্ভগৃহে না ঢুকেই মানুষের মঙ্গল কামনায় বিশেষ পুজোপাঠ ও বিশ্বশান্তি যোগ্য করেন তাঁরা । প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে তিন জন পুরোহিত ব্রতী হয়ে এই কাজ করেন ।

Tamluk bargabheema temple administration gave 1 lakh rupees to corona relief fund
তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরের বিগ্রহ

অন্যদিকে, আজ দুপুরে মন্দির কমিটির তরফে অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) শেখর সেনের হাতে তুলে দেওয়া হয় 1 লাখ টাকার চেক । এবিষয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষ অয়ন অধিকারী বলেন, " মা সকলের মঙ্গল করেন । তাই কোরোনার প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা ও মঙ্গল কামনায় মায়ের কাছে শান্তিযজ্ঞ ও বিশেষ পুজোপাঠ করা হচ্ছে । সারা বিশ্ব তথা দেশের সকল মানুষের মঙ্গল হোক ৷ মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক ৷ এই কামনা করে আজ পুজো পাঠ করা হয়েছে । এছাড়াও বর্গভীমা মন্দির কমিটির পক্ষ থেকে কোরোনা ভাইরাস প্রতিরোধে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । "

অনুদানের প্রাপ্তি স্বীকার করে মন্দির কমিটিকে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ।

তমলুক, 30 মার্চ : গোটা বিশ্ব কোরোনা ভাইরাসের মারণ থাবায় জর্জরিত । মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা কর্মসূচি ৷ খোলা হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ৷ আজ সেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ টাকার অনুদান দিল তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ ৷ পাশাপাশি সেখানে আজ অনুষ্ঠিত হল বিশ্বশান্তি যোগ্য ও বিশেষ পূজোপাঠ ।

51 সতীপীঠের এক পীঠ তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দির । কোরোনার জেরে আগেই মন্দির কমিটির নির্দেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ৷ নির্দেশ ছিল মন্দিরের গর্ভগৃহে ঢুকে সাধারণ মানুষের পুজো দেওয়া চলবে না । আজ সেই মন্দিরেই প্রশাসনের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে পুরোহিতরা পুজো করেন ৷ মন্দিরের গর্ভগৃহে না ঢুকেই মানুষের মঙ্গল কামনায় বিশেষ পুজোপাঠ ও বিশ্বশান্তি যোগ্য করেন তাঁরা । প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে তিন জন পুরোহিত ব্রতী হয়ে এই কাজ করেন ।

Tamluk bargabheema temple administration gave 1 lakh rupees to corona relief fund
তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরের বিগ্রহ

অন্যদিকে, আজ দুপুরে মন্দির কমিটির তরফে অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) শেখর সেনের হাতে তুলে দেওয়া হয় 1 লাখ টাকার চেক । এবিষয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষ অয়ন অধিকারী বলেন, " মা সকলের মঙ্গল করেন । তাই কোরোনার প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা ও মঙ্গল কামনায় মায়ের কাছে শান্তিযজ্ঞ ও বিশেষ পুজোপাঠ করা হচ্ছে । সারা বিশ্ব তথা দেশের সকল মানুষের মঙ্গল হোক ৷ মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক ৷ এই কামনা করে আজ পুজো পাঠ করা হয়েছে । এছাড়াও বর্গভীমা মন্দির কমিটির পক্ষ থেকে কোরোনা ভাইরাস প্রতিরোধে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । "

অনুদানের প্রাপ্তি স্বীকার করে মন্দির কমিটিকে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ।

Last Updated : Mar 30, 2020, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.