ETV Bharat / state

Suvendu Adhikari আমি ছিলাম বলেই হেরো বিধায়ক মন্ত্রী হয়েছিল, চন্দ্রিমাকে কটাক্ষ শুভেন্দুর - চন্দ্রিমাকে কটাক্ষ শুভেন্দুর

নাম না করে চন্দ্রিমা ভট্টাচার্যকে (Chandrima Bhattacharya) তীব্র ভাষায় কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি বলেন, আমি ছিলাম বলেই হেরো বিধায়ক মন্ত্রী হয়েছিল ৷

Suvendu Adhikari slams Chandrima Bhattacharya at Nandigram
Suvendu Adhikari
author img

By

Published : Aug 27, 2022, 3:54 PM IST

নন্দীগ্রাম, 27 অগস্ট: নন্দীগ্রামে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Chandrima Bhattacharya) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন । আর শুভেন্দুর এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । যদিও নন্দীগ্রামের বিধায়কের (MLA) এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল নেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

নাম না করে চন্দ্রিমাকে তীব্র ভাষায় কটাক্ষ করে শুভেন্দু বলেন, "2016 সালে দমদমে ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি । ওখানকার লোক ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়ে তন্ময় ভট্টাচার্যকে জিতিয়ে ছিলেন । তাই আমার কাছে এসেছিলেন । একটা পতাকা নিয়েও আসেননি । আমি বাড়ির ভাড়া দিয়ে রেখেছিলাম । ডাল, ভাত খাইয়ে ছিলাম । জলটাও আমার টাকায় কেনা । আমি খাইয়ে পাঠিয়েছিলাম বলে হেরো এমএলএ পরে গিয়ে মন্ত্রী হয়েছিলেন । ওঁর লজ্জা থাকা উচিত ।"

খোদামবাড়িতে বিজেপির একটি কর্মসূচিতে আসেন শুভেন্দু অধিকারী

এদিন নন্দীগ্রামের (Nandigram) খোদামবাড়িতে বিজেপির (BJP) একটি কর্মসূচিতে আসেন শুভেন্দু অধিকারী ৷ আর ওখানেই সমবায় দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করেন বিরোধী দলনেতা (Opposition Leader) । তিনি বলেন, "দুর্নীতির তদন্ত বিষয়ে আদালতে রায় নিয়ে কোনও মন্তব্য করব না । বিচার বিষয়ক নিয়ে আমার বলা ঠিক না ।"

আরও পড়ুন: পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে নীতিগত সিদ্ধান্ত রাজ্যের, তিন বছরের বেশি এক দফতরে থাকলেই বদলি

গত বুধবার হলদিয়ার তৃণমূল নেতা (TMC Leader) কমলেশ চক্রবর্তী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন । তিনি নাম না করেই শুভেন্দুকে দুর্নীতির মাস্টার মাইণ্ড বলে কটাক্ষ করেন ৷ পাল্টা জবাব দেন এদিন শুভেন্দু অধিকারীও ‌। তিনি বলেন, "ওই নেতাকে একবার আমার নামটা ধরতে বলুন । কমলেশ বাবুর ভাইপো কীভাবে চাকরি পেয়েছেন, আমরা জানি । তৃণমূলের সবাই চোর ।"

নন্দীগ্রাম, 27 অগস্ট: নন্দীগ্রামে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Chandrima Bhattacharya) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন । আর শুভেন্দুর এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । যদিও নন্দীগ্রামের বিধায়কের (MLA) এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল নেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

নাম না করে চন্দ্রিমাকে তীব্র ভাষায় কটাক্ষ করে শুভেন্দু বলেন, "2016 সালে দমদমে ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি । ওখানকার লোক ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়ে তন্ময় ভট্টাচার্যকে জিতিয়ে ছিলেন । তাই আমার কাছে এসেছিলেন । একটা পতাকা নিয়েও আসেননি । আমি বাড়ির ভাড়া দিয়ে রেখেছিলাম । ডাল, ভাত খাইয়ে ছিলাম । জলটাও আমার টাকায় কেনা । আমি খাইয়ে পাঠিয়েছিলাম বলে হেরো এমএলএ পরে গিয়ে মন্ত্রী হয়েছিলেন । ওঁর লজ্জা থাকা উচিত ।"

খোদামবাড়িতে বিজেপির একটি কর্মসূচিতে আসেন শুভেন্দু অধিকারী

এদিন নন্দীগ্রামের (Nandigram) খোদামবাড়িতে বিজেপির (BJP) একটি কর্মসূচিতে আসেন শুভেন্দু অধিকারী ৷ আর ওখানেই সমবায় দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করেন বিরোধী দলনেতা (Opposition Leader) । তিনি বলেন, "দুর্নীতির তদন্ত বিষয়ে আদালতে রায় নিয়ে কোনও মন্তব্য করব না । বিচার বিষয়ক নিয়ে আমার বলা ঠিক না ।"

আরও পড়ুন: পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে নীতিগত সিদ্ধান্ত রাজ্যের, তিন বছরের বেশি এক দফতরে থাকলেই বদলি

গত বুধবার হলদিয়ার তৃণমূল নেতা (TMC Leader) কমলেশ চক্রবর্তী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন । তিনি নাম না করেই শুভেন্দুকে দুর্নীতির মাস্টার মাইণ্ড বলে কটাক্ষ করেন ৷ পাল্টা জবাব দেন এদিন শুভেন্দু অধিকারীও ‌। তিনি বলেন, "ওই নেতাকে একবার আমার নামটা ধরতে বলুন । কমলেশ বাবুর ভাইপো কীভাবে চাকরি পেয়েছেন, আমরা জানি । তৃণমূলের সবাই চোর ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.