এগরা (পূর্ব মেদিনীপুর), 18 জানুয়ারি: কেন্দ্রে মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) ৷ সম্প্রতি তিনি ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরকারের সমালোচনা করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সামর্থ্য রয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) ৷
এই নিয়ে পালটা অমর্ত্য সেনকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি বললেন, ‘‘উনি বিদেশে থাকুন ৷ বিশ্রামে থাকুন ৷ দেশ মোদিজির নেতৃত্বে এগোবে ৷ পরামর্শ কিছু দিতে হলে আফগানিস্তানের তালিবান সরকারকে (Taliban Government) দিন ৷ ইউক্রেনের জেলেনস্কিকে দিন ৷ ওটা ভালো কাজে লাগবে ৷ এখানে ওঁর পরামর্শের প্রয়োজন নেই ৷’’
প্রসঙ্গত, সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেছেন অমর্ত্য সেন ৷ সেই তালিকায় দেশে সংখ্যালঘুদের অবস্থা থেকে আরও অনেক বিষয় ছিল ৷ সেই নিয়েই বুধবার সাংবাদিকরা প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীকে ৷ এদিন তিনি দলের এক কর্মসূচিতে যোগ দিতে পূর্ব মেদিনীপুরের এগরায় গিয়েছিলেন ৷ সেখানেই তিনি এই প্রশ্নের সম্মুখীন হন ৷ তার পরই এই নোবেলজয়ীর সমালোচনায় সরব হন ৷
শুভেন্দুর দাবি, 2019 সালের লোকসভা ভোটের আগে রাজনৈতিক প্রবক্তা হিসেবে অমর্ত্য সেন বলেছিলেন নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না ৷ কিন্তু ভোটের পর বিজেপির আসন বেড়েছিল ৷ এর পরই নন্দীগ্রামের বিধায়কের সংযোজন, ‘‘অমর্ত্যবাবু যখন ভোটের প্রায় দেড় বছর আগে এই পূর্বাভাস করেছেন ৷ আমি নিশ্চিতভাবে বলতে পারি মোদিজির আসন সংখ্যা বাড়বে ৷ 400-র বেশি আসন নিয়ে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন অমর্ত্য সেন সম্প্রতি মন্তব্য করেছিলেন যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সামর্থ্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এই নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্ন, উনি কে ? বাংলার আর্ত মানুষের পাশে কোভিডের সময় কোথায় ছিলেন ? ভোট পরবর্তী হিংসায় যখন 57 জন বিজেপি কর্মী খুন হন, তৃণমূলের দুষ্কৃতীরা যখন গ্রামগুলি জ্বালিয়ে দেয়, অমর্ত্য সেন তখন কোথায় ছিলেন ? এর পরই অমর্ত্য সেনকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘সুদীপ্ত সেনও চেয়েছিলেন (মমতা) প্রধানমন্ত্রী হোক, এই সেনও চাইছেন ৷’’
একই সঙ্গে অমর্ত্য সেনের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে শুভেন্দু দাবি করেছেন, ‘‘রাজনৈতিক নেতার মতো বক্তব্য রাখছেন (অমর্ত্য সেন) ৷ গোপন অ্যাজেন্ডা ধরে এই কথা বলছেন ৷ এই কথার সঙ্গে তাঁর অর্থনীতিবিদ বা শিক্ষাবিদের কোনও সম্পর্ক আছে বলে আমার মনে হয় না ৷ এটা পক্ষপাতমূলক বক্তব্য ৷’’
আরও পড়ুন: বয়স হয়েছে চুপচাপ বসুন, অসহিষ্ণুতা নিয়ে সরব অর্মত্যকে কটাক্ষ দিলীপের