ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি 60 লাখ টাকা অনুদান শুভেন্দুর - কোরোনা ভাইরাস

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান শুভেন্দু অধিকারীর ।

Suvendu adhikari donated 1 crore 60 lakhs to prevent corona in east medinipur
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে 1 কোটি 60 লাখ টাকা অনুদান শুভেন্দুর
author img

By

Published : Mar 26, 2020, 9:17 PM IST

কন্টাই , 25 মার্চ : কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি 60 লাখ টাকা দিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি নিজে 10 লাখ টাকা এবং তিনটি লিমিটেড ব্যাঙ্ক থেকে মোট 1 কোটি 50 লাখ টাকা ত্রাণ তহবিলে দেন তিনি ৷ ওই তিনটি লিমিটেড ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী ৷

Suvendu adhikari donated 1 crore 60 lakhs to prevent corona in east medinipur
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে 1 কোটি 60 লাখ টাকা অনুদান শুভেন্দুর

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি সমবায় ব্যাঙ্ক আছে । কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড , বিদ্যাসাগর সেন্ট্রাল কো ব্যাঙ্ক লিমিটেড , কন্টাই কার্ড ব্যাঙ্ক লিমিটেড ৷ এই তিনটি লিমিটেড ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী । এই ব্যাঙ্কগুলি তাদের উপার্জন থেকে ত্রাণ তহবিলে 50 লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা জমা দিয়েছে । পাশাপাশি তিনি নিজে ত্রাণ তহবিলে 10 লাখ টাকা দিয়েছেন ।

পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "এসব কাজে শুভেন্দু অধিকারী কোনও রাজনৈতিক রং দেখেন না । মানুষের বিপদের সময় পাশে থাকেন । এটা কোনও নতুন ব্যাপার নয় । একাজ বরাবর করে এসেছেন তিনি । "

কন্টাই , 25 মার্চ : কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি 60 লাখ টাকা দিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি নিজে 10 লাখ টাকা এবং তিনটি লিমিটেড ব্যাঙ্ক থেকে মোট 1 কোটি 50 লাখ টাকা ত্রাণ তহবিলে দেন তিনি ৷ ওই তিনটি লিমিটেড ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী ৷

Suvendu adhikari donated 1 crore 60 lakhs to prevent corona in east medinipur
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে 1 কোটি 60 লাখ টাকা অনুদান শুভেন্দুর

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি সমবায় ব্যাঙ্ক আছে । কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড , বিদ্যাসাগর সেন্ট্রাল কো ব্যাঙ্ক লিমিটেড , কন্টাই কার্ড ব্যাঙ্ক লিমিটেড ৷ এই তিনটি লিমিটেড ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী । এই ব্যাঙ্কগুলি তাদের উপার্জন থেকে ত্রাণ তহবিলে 50 লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা জমা দিয়েছে । পাশাপাশি তিনি নিজে ত্রাণ তহবিলে 10 লাখ টাকা দিয়েছেন ।

পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "এসব কাজে শুভেন্দু অধিকারী কোনও রাজনৈতিক রং দেখেন না । মানুষের বিপদের সময় পাশে থাকেন । এটা কোনও নতুন ব্যাপার নয় । একাজ বরাবর করে এসেছেন তিনি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.