ETV Bharat / state

আমফানে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ত্রিপল বিতরণ শুভেন্দু অধিকারীর - Amphan affected Ramnagar in Purba Medinipur

আমফানে ক্ষতিগ্রস্ত রামনগরের বহু কাঁচা বাড়ি । গৃহহীনদের পাশে দাঁড়ালেন সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী । গৃহহীদের হাতে তুলে দিলেন 250 ত্রিপল ।

Suvendu Adhikari distributed tarpaulin Amphan affected areas
আমফানে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ত্রিপল বিতরণ শুভেন্দু অধিকারির
author img

By

Published : May 31, 2020, 11:55 AM IST

Updated : May 31, 2020, 12:01 PM IST

রামনগর, 27 মে : খুব সম্প্রতি আমফানে বিপর্যস্ত হয়েছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী বহু জেলা । প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুই 24 পরগনার সঙ্গে লাগোয়া পূর্ব মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয় । ভেঙে পড়ে বহু কাঁচাবাড়ি । গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ । শুক্রবার তাঁদেরই পাশে এসে দাঁড়ান সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর দলের কর্মীদের মাধ্যমে গৃহহীনদের হাতে ত্রিপল তুলে দেন ।

পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার দুটি ব্লকে প্রায় 250 জন গৃহহীনের হাতে ত্রিপল তুলে দেন । মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত না থেকেও দলের কর্মীদের তথা তৃণমূলের ব্লকসভাপতি ও রামনগর 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ কুমার দাস, ব্লক সম্পাদক গৌতম জানা, গৌরাঙ্গ মাইতিরা মিলে গৃহহীনদের ত্রিপল দান করলেন । এখনও পর্যন্ত বহু এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ।

এ বিষয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রত্যেকটি ক্ষতিগ্রস্তদের পাশে তিনি আছেন । শুধু ত্রিপল নয়, ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থাও করবেন । এছাড়া বিদ্যুৎহীন এলাকায় যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা করবেন ।

ত্রিপল বিতরণের জন্য সাধারণ মানুষ বলেন, "গৃহহীনদের ত্রিপল দিয়েছেন ভালোই । কিন্তু কোরোনা মোকাবিলার জন্য সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক পরার মতো নিয়ম বিধি সেরকম ভাবে দেখা যায়নি ।"

রামনগর, 27 মে : খুব সম্প্রতি আমফানে বিপর্যস্ত হয়েছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী বহু জেলা । প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুই 24 পরগনার সঙ্গে লাগোয়া পূর্ব মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয় । ভেঙে পড়ে বহু কাঁচাবাড়ি । গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ । শুক্রবার তাঁদেরই পাশে এসে দাঁড়ান সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর দলের কর্মীদের মাধ্যমে গৃহহীনদের হাতে ত্রিপল তুলে দেন ।

পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার দুটি ব্লকে প্রায় 250 জন গৃহহীনের হাতে ত্রিপল তুলে দেন । মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত না থেকেও দলের কর্মীদের তথা তৃণমূলের ব্লকসভাপতি ও রামনগর 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ কুমার দাস, ব্লক সম্পাদক গৌতম জানা, গৌরাঙ্গ মাইতিরা মিলে গৃহহীনদের ত্রিপল দান করলেন । এখনও পর্যন্ত বহু এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ।

এ বিষয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রত্যেকটি ক্ষতিগ্রস্তদের পাশে তিনি আছেন । শুধু ত্রিপল নয়, ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থাও করবেন । এছাড়া বিদ্যুৎহীন এলাকায় যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা করবেন ।

ত্রিপল বিতরণের জন্য সাধারণ মানুষ বলেন, "গৃহহীনদের ত্রিপল দিয়েছেন ভালোই । কিন্তু কোরোনা মোকাবিলার জন্য সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক পরার মতো নিয়ম বিধি সেরকম ভাবে দেখা যায়নি ।"

Last Updated : May 31, 2020, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.