ETV Bharat / state

ভোটের ডিউটিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু জওয়ানের - sunstroke

অসম রাইফেলসের এক জওয়ান শুক্রবার রাতে অসুস্থ হয়ে মারা গেছেন । তাঁর নাম অজয়কুমার ঠাকুর (36) । তিনি ভোটের ডিউটিতে রাজ্যে এসেছিলেন।

অসুস্থ প্রিজ়াইডিং অফিসার
author img

By

Published : May 11, 2019, 11:11 PM IST

তমলুক, ১১ মে : অসম রাইফেলসের এক জওয়ান শুক্রবার রাতে অসুস্থ হয়ে মারা গেছেন । তাঁর নাম অজয়কুমার ঠাকুর (36) । তমলুক জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি ভোটের ডিউটিতে রাজ্যে এসেছিলেন। অন্যদিকে, শনিবার দুপুরে কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলে সানস্ট্রোকে আক্রান্ত হন এক ভোটকর্মী । নাম কমল বাঙ্গাল । তিনি তমলুক জেলা হাসপাতালে ভরতি ।

অজয়কুমার তিন দিন আগে অসুস্থ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন । শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কমলবাবুর নন্দকুমার ব্লকের একটি বুথে প্রিজ়াইডিং অফিসারের ডিউটি ছিল। বুথে যাওয়ার আগে আজ দুপুরে তিনি DCRC-তে যখন ভোটের জিনিসপত্র বুঝে নিচ্ছিলেন, তখন অসুস্থ হয়ে জ্ঞান হারান। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে চাপিয়ে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন সুস্থ আছেন।

তমলুক, ১১ মে : অসম রাইফেলসের এক জওয়ান শুক্রবার রাতে অসুস্থ হয়ে মারা গেছেন । তাঁর নাম অজয়কুমার ঠাকুর (36) । তমলুক জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি ভোটের ডিউটিতে রাজ্যে এসেছিলেন। অন্যদিকে, শনিবার দুপুরে কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলে সানস্ট্রোকে আক্রান্ত হন এক ভোটকর্মী । নাম কমল বাঙ্গাল । তিনি তমলুক জেলা হাসপাতালে ভরতি ।

অজয়কুমার তিন দিন আগে অসুস্থ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন । শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কমলবাবুর নন্দকুমার ব্লকের একটি বুথে প্রিজ়াইডিং অফিসারের ডিউটি ছিল। বুথে যাওয়ার আগে আজ দুপুরে তিনি DCRC-তে যখন ভোটের জিনিসপত্র বুঝে নিচ্ছিলেন, তখন অসুস্থ হয়ে জ্ঞান হারান। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে চাপিয়ে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন সুস্থ আছেন।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.