ETV Bharat / state

Sisir Adhikari on Mamata: মমতা ভালো থাকুন, মুখ্যমন্ত্রীর 'সৌজন্যতার' প্রতিক্রিয়া শিশিরের - Suvendu Adhikari

বাংলার রাজনীতিতে বর্তমান চর্চার বিষয় বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সৌজন্য সাক্ষাৎ ৷ যা নিয়ে কাঁথির সাংসদ তথা শুভেন্দুর বাবা শিশির অধিকারীর প্রতিক্রিয়া, ভালো থাকুন মমতা (Sisir Adhikari on Mamata Banerjee in Assembly Courtesies) ৷

sisir-adhikari-on-mamata-banerjee-in-assembly-courtesies
sisir-adhikari-on-mamata-banerjee-in-assembly-courtesies
author img

By

Published : Nov 26, 2022, 10:45 AM IST

Updated : Nov 26, 2022, 3:13 PM IST

কাঁথি, 26 নভেম্বর: "উনি ওঁর জায়গায় আছেন, আমি আমার জায়গায় আছি ৷ ভালো থাকুন উনি ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনটাই বললেন কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari on Mamata Banerjee in Assembly Courtesies) ৷ শুক্রবার বিধানসভায় সংবিধান দিবস (Constitution Day) উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে শিশির অধিকারীর নাম উল্লেখ করেছিলেন ৷ সেখানে বলেছিলেন, ‘‘শিশির দা একজন সিনিয়র নেতা, তাঁকে আমি সম্মান করি ৷’’ আর শুভেন্দু অধিকারীকে ‘ছোট ভাই’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার প্রেক্ষিতেই শিশির অধিকারী ইটিভি ভারতকে ফোনে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন ৷

প্রসঙ্গত, শুক্রবার বিধানসভার অধিবেশনের বিরতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে নিজের ঘরে ডাকেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে প্রায় মিনিট 5 দু’জনের কথা হয় ৷ সেই সাক্ষাৎকার রাজ্য রাজনীতিতে বর্তমানে চর্চার বিষয় ৷ কারণ, শুভেন্দু 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ তার পর থেকে দু’জনের মধ্যে কথা এই প্রথম ৷ এমনকি বিধানসভায় শুভেন্দু বক্তব্য রাখার সময়, তৃণমূল বিধায়করা হইচই শুরু করেন ৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিধায়কদের থামান ৷ 2021 বিধানসভা নির্বাচনে জয়ের পর, বিধানসভায় এই সৌজন্যতাও প্রথমবার দেখা গিয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি ৷

মমতা ভালো থাকুন

এমনকী মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের সময় প্রথমবার শুভেন্দু এবং তাঁর বাবাকে নিয়ে কথা বলেন ৷ সেখানেই শিশির অধিকারীর প্রশংসায় মুখ্যমন্ত্রী জানান, শিশির অধিকারী একজন সিনিয়র নেতা ৷ আর তিনি তাঁকে খুবই শ্রদ্ধা করেন ৷ সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে নিজের ‘ছোট ভাই’ বলে উল্লেখ করেন মমতা ৷ যদিও, মুখ্যমন্ত্রী ঘরে বিরোধী দলনেতার সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, তা কোনও পক্ষই খোলসা করেনি ৷ মমতা এবং শুভেন্দু দু’জনেই জানান, কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ ৷

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুকে ঘরে ডাকলেন মমতা ! সৌজন্য সাক্ষাতে তোলপাড় রাজ্য-রাজনীতি

আর এসব নিয়েই শিশির অধিকারীর বক্তব্য, "আমি আমার জায়গায় আছি ৷ উনি ওনার জায়গায় আছেন ৷ খারাপ কী ? সবই ভালো ৷ উনি ভালো থাকুন ৷ ওঁর মনে হয়েছে, উনি বলেছেন ৷" তবে, বিষয়টকে এতটা হালকাভাবে মোটেই নিচ্ছে না রাজনৈতিক মহল ৷ কারণ, শিশির অধিকারী তৃণমূলের টিকিটে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন ৷ কিন্তু, একুশের বিধানসভা ভোটে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে ৷ যদিও তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এমন কথা গেরুয়া শিবিরের তরফে কখনওই বলা হয়নি ৷ পাশাপাশি, সাম্প্রতিককালে ছেলে তথা বিরোধী দলনেতা শুভেন্দুর সমর্থনে একাধিকবার শাসকদলের বিরুদ্ধে কথাও বলেছেন তিনি ৷ পালটা তৃণমূলের তরফেও শিশির অধিকারী কোন দলে আছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ লোকসভার অধ্যক্ষের কাছে, শিশিরের সাংসদ পদ বাতিলের আবেদনও করেছে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সবের মাঝে হঠাৎ করে এই উভয়পক্ষ সৌজন্য ৷ যা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে ৷

কাঁথি, 26 নভেম্বর: "উনি ওঁর জায়গায় আছেন, আমি আমার জায়গায় আছি ৷ ভালো থাকুন উনি ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনটাই বললেন কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari on Mamata Banerjee in Assembly Courtesies) ৷ শুক্রবার বিধানসভায় সংবিধান দিবস (Constitution Day) উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে শিশির অধিকারীর নাম উল্লেখ করেছিলেন ৷ সেখানে বলেছিলেন, ‘‘শিশির দা একজন সিনিয়র নেতা, তাঁকে আমি সম্মান করি ৷’’ আর শুভেন্দু অধিকারীকে ‘ছোট ভাই’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার প্রেক্ষিতেই শিশির অধিকারী ইটিভি ভারতকে ফোনে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন ৷

প্রসঙ্গত, শুক্রবার বিধানসভার অধিবেশনের বিরতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে নিজের ঘরে ডাকেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে প্রায় মিনিট 5 দু’জনের কথা হয় ৷ সেই সাক্ষাৎকার রাজ্য রাজনীতিতে বর্তমানে চর্চার বিষয় ৷ কারণ, শুভেন্দু 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ তার পর থেকে দু’জনের মধ্যে কথা এই প্রথম ৷ এমনকি বিধানসভায় শুভেন্দু বক্তব্য রাখার সময়, তৃণমূল বিধায়করা হইচই শুরু করেন ৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিধায়কদের থামান ৷ 2021 বিধানসভা নির্বাচনে জয়ের পর, বিধানসভায় এই সৌজন্যতাও প্রথমবার দেখা গিয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি ৷

মমতা ভালো থাকুন

এমনকী মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের সময় প্রথমবার শুভেন্দু এবং তাঁর বাবাকে নিয়ে কথা বলেন ৷ সেখানেই শিশির অধিকারীর প্রশংসায় মুখ্যমন্ত্রী জানান, শিশির অধিকারী একজন সিনিয়র নেতা ৷ আর তিনি তাঁকে খুবই শ্রদ্ধা করেন ৷ সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে নিজের ‘ছোট ভাই’ বলে উল্লেখ করেন মমতা ৷ যদিও, মুখ্যমন্ত্রী ঘরে বিরোধী দলনেতার সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, তা কোনও পক্ষই খোলসা করেনি ৷ মমতা এবং শুভেন্দু দু’জনেই জানান, কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ ৷

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুকে ঘরে ডাকলেন মমতা ! সৌজন্য সাক্ষাতে তোলপাড় রাজ্য-রাজনীতি

আর এসব নিয়েই শিশির অধিকারীর বক্তব্য, "আমি আমার জায়গায় আছি ৷ উনি ওনার জায়গায় আছেন ৷ খারাপ কী ? সবই ভালো ৷ উনি ভালো থাকুন ৷ ওঁর মনে হয়েছে, উনি বলেছেন ৷" তবে, বিষয়টকে এতটা হালকাভাবে মোটেই নিচ্ছে না রাজনৈতিক মহল ৷ কারণ, শিশির অধিকারী তৃণমূলের টিকিটে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন ৷ কিন্তু, একুশের বিধানসভা ভোটে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে ৷ যদিও তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এমন কথা গেরুয়া শিবিরের তরফে কখনওই বলা হয়নি ৷ পাশাপাশি, সাম্প্রতিককালে ছেলে তথা বিরোধী দলনেতা শুভেন্দুর সমর্থনে একাধিকবার শাসকদলের বিরুদ্ধে কথাও বলেছেন তিনি ৷ পালটা তৃণমূলের তরফেও শিশির অধিকারী কোন দলে আছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ লোকসভার অধ্যক্ষের কাছে, শিশিরের সাংসদ পদ বাতিলের আবেদনও করেছে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সবের মাঝে হঠাৎ করে এই উভয়পক্ষ সৌজন্য ৷ যা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে ৷

Last Updated : Nov 26, 2022, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.