ETV Bharat / state

Road Accident: গয়া যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত 3 পুণ্যার্থী, আহত 20 - গয়া যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত 3 পুণ্যার্থী

বিহারে দুর্ঘটনার কবলে পূর্ব মেদিনীপুরের পুণ্যার্থীদের বাস(Road Accident)৷ তার জেরে ঘটনাস্থলেই মৃত 3 পুণ্যার্থী ৷ আহত হয়েছেন 20 জন ৷

Etv Bharat
গয়া যাওয়ার পথে বাস দুর্ঘটনা
author img

By

Published : Sep 12, 2022, 12:53 PM IST

পূর্ব মেদিনীপুর, 12 সেপ্টেম্বর: গয়া যাওয়ার পথে সোমবার সকালে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হল 3 জনের ৷ আহত প্রায় 20 জন ৷ জানা গিয়েছে, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল থেকে একটি বাস রিজার্ভ করে 70 জন পুণ্যার্থী গয়াধামের উদ্দেশ্যে রওনা দেন(several pilgrims died in bus accident on the way to Gaya)।

এরপর সোমবার সকালে বিহারের হাজারীবাগ এলাকায় বাসটির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । যার জেরে ঘটনাস্থলেই তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয় । আশঙ্কাজনক অবস্থায় ছ'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই দুর্ঘটনার জেরে মোট আহতের সংখ্যা 20 । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই ঘটনার খবর জানতেই কান্নায় ভেঙে পড়েন পূর্ব মেদিনীপুরে পুণ্যার্থীর পরিবারের লোকেরা । ঘটনার খবর পেয়েই রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বিষয়টি খোঁজ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন । যাতে দ্রুত মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া যায় এবং আহতদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা যায় ।

আরও পড়ুন : কোরবায় দুর্ঘটনার কবলে বাস, মৃত 7 যাত্রী

পূর্ব মেদিনীপুর, 12 সেপ্টেম্বর: গয়া যাওয়ার পথে সোমবার সকালে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হল 3 জনের ৷ আহত প্রায় 20 জন ৷ জানা গিয়েছে, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল থেকে একটি বাস রিজার্ভ করে 70 জন পুণ্যার্থী গয়াধামের উদ্দেশ্যে রওনা দেন(several pilgrims died in bus accident on the way to Gaya)।

এরপর সোমবার সকালে বিহারের হাজারীবাগ এলাকায় বাসটির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । যার জেরে ঘটনাস্থলেই তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয় । আশঙ্কাজনক অবস্থায় ছ'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই দুর্ঘটনার জেরে মোট আহতের সংখ্যা 20 । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এই ঘটনার খবর জানতেই কান্নায় ভেঙে পড়েন পূর্ব মেদিনীপুরে পুণ্যার্থীর পরিবারের লোকেরা । ঘটনার খবর পেয়েই রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বিষয়টি খোঁজ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন । যাতে দ্রুত মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া যায় এবং আহতদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা যায় ।

আরও পড়ুন : কোরবায় দুর্ঘটনার কবলে বাস, মৃত 7 যাত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.