ETV Bharat / state

Fire in Haldia: হলদিয়ায় আইওসি'র প্ল্যান্টে আগুন, আহত 3

author img

By

Published : Oct 17, 2022, 8:33 PM IST

Updated : Oct 17, 2022, 9:10 PM IST

সোমবার আগুন লাগে হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের নতুন ইউনিটে (fire break out at IOC plant in Haldia) ৷ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 3 কর্মী (IOC Plant at Haldia) ৷

ETV Bharat
haldia fire break out

হলদিয়া, 17 অক্টোবর: শিল্পনগরী হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের নতুন ইউনিটে ট্রায়াল চলার সময় আগুন লেগে যায় সোমবার (fire break out at IOC plant in Haldia)। এই দুর্ঘটনায় আগুনে পুড়ে গিয়ে আহত হয়েছেন 3 জন (three injured in IOC Plant at Haldia) ৷ আহতদের ভর্তি করানো হয়েছে হলদিয়ায় আইওসি-র হাসপাতালে ৷ তবে জানা গিয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে ৷

কারখানা সূত্রে জানা গিয়েছে, এদিন পাইপ পরিষ্কার করার সময় এই দুর্ঘটনা ঘটে । আইওসি'র নিজস্ব দমকল আগুন নেভানোর কাজ শুরু করে । পরে বাইরে থেকে আরও দমকল ঘটনাস্থলে যায় ৷ এই বিষয়ে ইন্ডিয়ান অয়েলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে গিয়ে মৃত 5 বছরের শিশু

তবে তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা শিবনাথ সরকারের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি ৷ গরম জলে পড়ে আহত হয়েছেন 3 জন ৷

হলদিয়া, 17 অক্টোবর: শিল্পনগরী হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের নতুন ইউনিটে ট্রায়াল চলার সময় আগুন লেগে যায় সোমবার (fire break out at IOC plant in Haldia)। এই দুর্ঘটনায় আগুনে পুড়ে গিয়ে আহত হয়েছেন 3 জন (three injured in IOC Plant at Haldia) ৷ আহতদের ভর্তি করানো হয়েছে হলদিয়ায় আইওসি-র হাসপাতালে ৷ তবে জানা গিয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে ৷

কারখানা সূত্রে জানা গিয়েছে, এদিন পাইপ পরিষ্কার করার সময় এই দুর্ঘটনা ঘটে । আইওসি'র নিজস্ব দমকল আগুন নেভানোর কাজ শুরু করে । পরে বাইরে থেকে আরও দমকল ঘটনাস্থলে যায় ৷ এই বিষয়ে ইন্ডিয়ান অয়েলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে গিয়ে মৃত 5 বছরের শিশু

তবে তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা শিবনাথ সরকারের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি ৷ গরম জলে পড়ে আহত হয়েছেন 3 জন ৷

Last Updated : Oct 17, 2022, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.