ETV Bharat / state

অস্থায়ী কর্মীদের বিক্ষোভে পরিষেবা ব্যহত এগরা হাসপাতালে - বকেয়া বেতন

বকেয়া বেতন মেটানো সহ একাধিক দাবিতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের ৷ যার জেরে পরিষেবা ব্যহত হল ওই হাসপাতালে ৷

services-disrupted-at-egra-hospital-for-workers-protest-in-east-medinipur
অস্থায়ী কর্মীদের বিক্ষোভে পরিষেবা ব্যহত এগরা হাসপাতালে
author img

By

Published : Apr 29, 2021, 6:22 PM IST

পূর্ব মেদিনীপুর, 29 এপ্রিল : করোনা পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে বন্ধ হাসপাতালের পরিষেবা ৷ বকেয়া বেতন দেওয়ার দাবি এবং বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখায় তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে । এমারজেন্সির সামনে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখা শুরু করে ৷


একাধিক দাবিতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের বাইরে অবস্থান বিক্ষোভ করল অস্থায়ী কর্মীরা ৷ তাঁদের দাবি কর্তৃপক্ষকে দ্রুত বকেয়া বেতন মেটাতে হবে । সেই সঙ্গে বেতন বৃদ্ধি, পে স্লিপ দেওয়া, প্রতি বছর ইউনিফর্ম, করোনার সময়ে কর্মীদের মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট দিতে হবে । কর্মীদের বিক্ষোভের জেরে হাসপাতালের পরিষেবা ব্যহত হয় । হাসপাতালে আসা অনেক রোগীকে চিকিৎসা পরিষেবা না পেয়েই ফিরে যেতে হয় ৷

অস্থায়ী কর্মীদের বিক্ষোভে পরিষেবা ব্যহত এগরা হাসপাতালে

আরও পড়ুন : ইন্টারভিউ স্থগিত হওয়ায় সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

পরবর্তী সময়ে দুপুর বারোটা নাগাদ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তরফে অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় বসা হয় । প্রায় 45 মিনিট আলোচনার পরে অস্থায়ী কর্মীরা আজকের মতো তাঁদের আন্দোলন প্রত্য়াহার করে নেন ৷ তবে, দ্রুত এই সমস্যার সমাধান না হলে, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে হাসপাতালের অস্থায়ী কর্মীরা ।

পূর্ব মেদিনীপুর, 29 এপ্রিল : করোনা পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে বন্ধ হাসপাতালের পরিষেবা ৷ বকেয়া বেতন দেওয়ার দাবি এবং বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখায় তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে । এমারজেন্সির সামনে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখা শুরু করে ৷


একাধিক দাবিতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের বাইরে অবস্থান বিক্ষোভ করল অস্থায়ী কর্মীরা ৷ তাঁদের দাবি কর্তৃপক্ষকে দ্রুত বকেয়া বেতন মেটাতে হবে । সেই সঙ্গে বেতন বৃদ্ধি, পে স্লিপ দেওয়া, প্রতি বছর ইউনিফর্ম, করোনার সময়ে কর্মীদের মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট দিতে হবে । কর্মীদের বিক্ষোভের জেরে হাসপাতালের পরিষেবা ব্যহত হয় । হাসপাতালে আসা অনেক রোগীকে চিকিৎসা পরিষেবা না পেয়েই ফিরে যেতে হয় ৷

অস্থায়ী কর্মীদের বিক্ষোভে পরিষেবা ব্যহত এগরা হাসপাতালে

আরও পড়ুন : ইন্টারভিউ স্থগিত হওয়ায় সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

পরবর্তী সময়ে দুপুর বারোটা নাগাদ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তরফে অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় বসা হয় । প্রায় 45 মিনিট আলোচনার পরে অস্থায়ী কর্মীরা আজকের মতো তাঁদের আন্দোলন প্রত্য়াহার করে নেন ৷ তবে, দ্রুত এই সমস্যার সমাধান না হলে, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে হাসপাতালের অস্থায়ী কর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.