ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণে দুর্নীতি, তৃণমূল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বিক্ষোভ মহিষাদলে

author img

By

Published : Jul 13, 2020, 4:30 PM IST

ফের আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ মহিষাদলে তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা ৷

protesting against corruption of Amphan compensation
মহিষাদলে বিক্ষোভ

মহিষাদল,13 জুলাই: নেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম । এই অভিযোগে এবং ক্ষতিপূরণের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা । মহিষাদল ব্লকের নাটশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে ৷ পরে পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিক পাকা বাড়ির মালিকদের নাম আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে বাদ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে য়ায় ।

পূর্ব মেদিনীপুর জেলার একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে উঠেছে ৷ প্রায় 200 জন নেতা-কর্মীকে শোকজ় করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । অনেককে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে । দলীয় শাস্তি থেকে বাঁচতে ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতা-কর্মীদের । তবে সকলে নির্দেশ মানেনি বলে জেলা তৃণমূল সূত্রে খবর । এরই মাঝে আজ সকালে মহিষাদল ব্লকের নাটশাল 1 গ্রাম পঞ্চায়েতের কুম্ভচক গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ এলাকার পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিকের বাড়ি ঘেরাও করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে দুর্নীতি হয়েছে ৷ তাঁদের অভিযোগ, আমফানে গ্রাম লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরও পঞ্চায়েত সদস্যা খোঁজখবর নেননি । দলের লোকেদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন । যাঁদের পাকা বাড়ি আছে তাঁরা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন সরকারি সহায়তা থেকে ।

দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মহিষাদলে

পরিমল বিশ্বাস নামে গ্রামের এক বাসিন্দা বলেন, "পঞ্চায়েত সদস্যা ঝড়ের পর একবারও গ্রাম ঘুরে দেখেননি । উলটে যাদের পাকা বড় বাড়ি আছে তাদের নাম ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন । "

আর এক বাসিন্দা পঞ্চানন কুইতি অভিযোগ করেন, "ক্ষতিপূরণ পাওয়ার জন্য তালিকা তৈরির সময় আমাদের সকলকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে ৷ অথচ আমাদের নাম নেই ক্ষতিপূরণের তালিকায় । আমরা চাই অবিলম্বে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা হোক ।"

এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিক বলেন, "এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । সবাইকে টাকা দেওয়া সম্ভব হয়নি । 20 জনের নাম পাঠানো হয়েছে ৷ বিরোধীরাও এই তালিকাতে সহমত ছিল । চারজন পাকা বাড়ির মালিক ক্ষতিপূরণ পেয়েছে এটা ঠিক । বিষয়টা নজরে আসার পরই তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছি । সবাইকে আর্থিক সাহায্য দিতে পারিনি তাই মানুষ বিক্ষোভ করছে ।"

মহিষাদল,13 জুলাই: নেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম । এই অভিযোগে এবং ক্ষতিপূরণের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা । মহিষাদল ব্লকের নাটশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে ৷ পরে পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিক পাকা বাড়ির মালিকদের নাম আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে বাদ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে য়ায় ।

পূর্ব মেদিনীপুর জেলার একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে উঠেছে ৷ প্রায় 200 জন নেতা-কর্মীকে শোকজ় করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । অনেককে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে । দলীয় শাস্তি থেকে বাঁচতে ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতা-কর্মীদের । তবে সকলে নির্দেশ মানেনি বলে জেলা তৃণমূল সূত্রে খবর । এরই মাঝে আজ সকালে মহিষাদল ব্লকের নাটশাল 1 গ্রাম পঞ্চায়েতের কুম্ভচক গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ এলাকার পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিকের বাড়ি ঘেরাও করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে দুর্নীতি হয়েছে ৷ তাঁদের অভিযোগ, আমফানে গ্রাম লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরও পঞ্চায়েত সদস্যা খোঁজখবর নেননি । দলের লোকেদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন । যাঁদের পাকা বাড়ি আছে তাঁরা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন সরকারি সহায়তা থেকে ।

দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মহিষাদলে

পরিমল বিশ্বাস নামে গ্রামের এক বাসিন্দা বলেন, "পঞ্চায়েত সদস্যা ঝড়ের পর একবারও গ্রাম ঘুরে দেখেননি । উলটে যাদের পাকা বড় বাড়ি আছে তাদের নাম ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন । "

আর এক বাসিন্দা পঞ্চানন কুইতি অভিযোগ করেন, "ক্ষতিপূরণ পাওয়ার জন্য তালিকা তৈরির সময় আমাদের সকলকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে ৷ অথচ আমাদের নাম নেই ক্ষতিপূরণের তালিকায় । আমরা চাই অবিলম্বে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা হোক ।"

এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিক বলেন, "এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । সবাইকে টাকা দেওয়া সম্ভব হয়নি । 20 জনের নাম পাঠানো হয়েছে ৷ বিরোধীরাও এই তালিকাতে সহমত ছিল । চারজন পাকা বাড়ির মালিক ক্ষতিপূরণ পেয়েছে এটা ঠিক । বিষয়টা নজরে আসার পরই তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছি । সবাইকে আর্থিক সাহায্য দিতে পারিনি তাই মানুষ বিক্ষোভ করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.