ভগবানপুর, 30 অক্টোবর : চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্য়ুর অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মৃতের পরিবারের বিরুদ্ধে । পথ অবরোধও করা হয় । পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের ব্লকের বামুনিয়ার ঘটনা ৷ ঘটনায় মৃতের পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ ৷
বৃহস্পতিবার রাতে শিপ্রা দাসকে ভগবানপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ রাতে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি ৷ রাতে চিকিৎসকরা আবারও নাকি তাঁর অস্ত্রোপচার করেন ৷ তারপরই তাঁর মৃত্য়ু হয় ৷ পরিবারে অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই তাঁর মৃত্য়ু হয়েছে ৷ এই অভিযোগে নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ অভিযোগ, বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা নার্সিংহোমে ভাঙচুর করেন ৷ এমনকী ভূপতিনগরে রাজ্য় সড়ক অবরোধ করেন পরিবারের সদস্যরা ৷ মৃতের ভাইয়ের অভিযোগ, সন্তান জন্মানোর পর তাঁর বোন ভালোই ছিলেন ৷ কিন্তু রাতে চিকিৎসকরা আর একটি অস্ত্রোপচার করেন ৷ এরপরই তাঁর বোনের মৃত্য়ু হয় ৷ এতে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তাঁরা ৷ রাজ্য় সড়ক অবরোধ করায় যানজট তৈরি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভূপতিনগর থানার পুলিশ ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের পরিবারের তরফে নার্সিংহোমের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷