মহিষাদল, 21 এপ্রিল : অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত পুলিশকর্মী ৷ আজ দুপুরে মহিষাদল থানার কেপাস এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মীকে ধাক্কা মারে । ঘটনাস্থানে তাঁর মৃত্যু হয় । পুলিশ সূত্রে খবর, মতিবুল মল্লিক নামে ওই পুলিশকর্মী ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ৷ পথে দুর্ঘটনা ঘটে ৷
আজ সকালে নন্দকুমার-হলদিয়া 41 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মতিবুল মল্লিক (36) । সেইসময় হলদিয়ার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স আসছিল ৷ আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে । ঘটনাস্থানে পুলিশকর্মীর মৃত্যু হয় ।
পুলিশ সূত্রে খবর, মহিষাদল থানার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি । তিনি কলকাতা পুলিশে কর্মরত । ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ গিয়ে মৃত পুলিশকর্মীর দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
ঘাতক ওই অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে মহিষাদল থানার পুলিশ ।