খেজুরি, 6 সেপ্টেম্বর : মহিলা বিজেপি কর্মীদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় অভিযুক্ত কর্তব্যরত ওসি ৷ পূর্ব মেদিনীপুরের খেজুরি 2 নম্বর ব্লকের কশাড়িয়া হাইস্কুলে সোমবার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম তুলতে লাইন দেন বেশ কিছু মহিলা বিজেপি কর্মী ৷ সেখানেই মহিলাদের লাইন থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তালপাটি কোস্টাল থানার ওসি দীপক অধিকারীর বিরুদ্ধে । এরপরই ওই মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷
ফর্ম জমা দিতে আসা এক মহিলা বিজেপি কর্মী জানান, আমরা বিজেপি সমর্থক বলে পুলিশ আমাদের বেছে বেছে লাইন থেকে সরিয়ে দেয় ৷
যদিও এই বিষয়ে ওসি দীপক অধিকারী বলেন, "রাস্তার উপর যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁদের রাস্তা ছেড়ে দাঁড়াতে বলি ৷ ক্যাম্পাসের মধ্যে ঢুকে দাঁড়াতে বললে তাঁরা চেঁচামেচি শুরু করেন ৷
বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি নিখিল আড়ি জানান, পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে । তাঁরা এখন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন ৷ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে যাওয়া বিজেপির মহিলা কর্মীদের লাইন থেকে সরিয়ে দিয়েছে খোদ পুলিশ ।
যদিও বিজেপির এইসব অভিযোগ অস্বীকার করে খেজুরি বিধানসভার তৃণমূলের কো-অর্ডিনেটর পার্থপ্রতিম দাস বলেন, "এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত ৷ আমরা চাই সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে সবাই ফর্ম ফিলাপ করে জমা দিক । এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় ।"
আরও পড়ুন : lakshmir Bhandar Form : টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ খেজুরিতে