ETV Bharat / state

আমফান আসার আগে মেঘলা হচ্ছে দিঘার আকাশ, আতঙ্কে বাসিন্দারা

NDRF-এর দল, বিপর্যয় মোকাবিলা দপ্তর বাহিনী, দীঘা থানার পুলিশ সকাল থেকেই মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে । দিঘা, তাজপুর, শংকরপুর, মন্দারমনি, উদয়পুর, চাঁদপুর এই এলাকাগুলির মানুষকে বেশি করে সতর্ক থাকার কথা বলা হয়েছে । প্রশাসনের তরফে স্কুল ও আইলা সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে । আমফান মোকাবিলায় সব দিকে থেকে প্রস্তুত প্রশাসন ও কেন্দ্রীয় সরকার ।

দিঘা
দিঘা
author img

By

Published : May 18, 2020, 10:05 PM IST

Updated : May 19, 2020, 9:43 AM IST

দিঘা, 18 মে : ঘূর্ণিঝড় আমফান আসার আগে দিঘার আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করেছে । বেড়ে চলেছে সমুদ্রের গর্জনও । প্রশাসনের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । আগের ঘূর্ণিঝড় থেকে এই ঘূর্ণিঝড় যথেষ্ট ভয়াবহ আকার নিতে পারে । আর তাতেই আতঙ্কে দিন কাটাচ্ছে দিঘার বাসিন্দারা ।

NDRF-এর দল, বিপর্যয় মোকাবিলা দপ্তর বাহিনী, দীঘা থানার পুলিশ সকাল থেকেই মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে । দিঘা, তাজপুর, শংকরপুর, মন্দারমনি, উদয়পুর, চাঁদপুর এই এলাকাগুলির মানুষকে বেশি করে সতর্ক থাকার কথা বলা হয়েছে । প্রশাসনের তরফে স্কুল ও আইলা সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে । আগামীকাল থেকে প্রয়োজনে মানুষকে আইলা সেন্টার ও স্কুলগুলোতে নিয়ে আসা হবে । ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে NDRF-র তরফে সাতটি দল প্রেরণ করা হয়েছে । আরও 10টি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে গতকালই জানিয়েছেন NDRF-র DG এস এন প্রধান ।

মেঘলা হচ্ছে দিঘার আকাশ

দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, "কোরোনা আতঙ্কে দিঘা এখন পর্যটক শূন্য । তারপর এই আমফান আসার আগাম খবর পেয়ে প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে । মাইকে ঘোষণা করা হচ্ছে, যাতে কেউ বাড়ির বাইরে না বের হয় । আমাদের দীঘা-শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য ও কর্মীদেরও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

দিঘা, 18 মে : ঘূর্ণিঝড় আমফান আসার আগে দিঘার আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করেছে । বেড়ে চলেছে সমুদ্রের গর্জনও । প্রশাসনের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । আগের ঘূর্ণিঝড় থেকে এই ঘূর্ণিঝড় যথেষ্ট ভয়াবহ আকার নিতে পারে । আর তাতেই আতঙ্কে দিন কাটাচ্ছে দিঘার বাসিন্দারা ।

NDRF-এর দল, বিপর্যয় মোকাবিলা দপ্তর বাহিনী, দীঘা থানার পুলিশ সকাল থেকেই মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে । দিঘা, তাজপুর, শংকরপুর, মন্দারমনি, উদয়পুর, চাঁদপুর এই এলাকাগুলির মানুষকে বেশি করে সতর্ক থাকার কথা বলা হয়েছে । প্রশাসনের তরফে স্কুল ও আইলা সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে । আগামীকাল থেকে প্রয়োজনে মানুষকে আইলা সেন্টার ও স্কুলগুলোতে নিয়ে আসা হবে । ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে NDRF-র তরফে সাতটি দল প্রেরণ করা হয়েছে । আরও 10টি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে গতকালই জানিয়েছেন NDRF-র DG এস এন প্রধান ।

মেঘলা হচ্ছে দিঘার আকাশ

দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, "কোরোনা আতঙ্কে দিঘা এখন পর্যটক শূন্য । তারপর এই আমফান আসার আগাম খবর পেয়ে প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে । মাইকে ঘোষণা করা হচ্ছে, যাতে কেউ বাড়ির বাইরে না বের হয় । আমাদের দীঘা-শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য ও কর্মীদেরও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

Last Updated : May 19, 2020, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.