ETV Bharat / state

Shootout at Bhagabanpur: 2000 টাকার জন্য গুলি করে খুনের চেষ্টা, তদন্তে পুলিশ - ONE INJURED IN SHOOTOUT AT BHAGABANPUR

ভগবানপুর থানার লালপুর এলাকায় টাকার জন্য গুলি করে খুনের চেষ্টা ৷ ঘটনাস্থলে পুলিশ (Shootout at Bhagabanpur) ৷

Shootout at Bhagabanpur News
শেখ গুড্ডু
author img

By

Published : Oct 11, 2022, 9:49 PM IST

ভগবানপুর, 11 অক্টোবর: 2000 টাকার জন্য গুলি করে খুনের চেষ্টা । ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় (Shootout at Bhagabanpur) ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার লালপুর এলাকায় রাস্তার উপরে ৷ গুলি চালানোর ঘটনায় এগরা-বাজকুল রাজ্য সড়কে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ ধরে বন্ধ হয়ে যায় ।

জানা গিয়েছে, সে গুড্ডুর কাছ থেকে শেখ ইজাজ 2000 টাকা পেত । গুড্ডুর কাছ থেকে টাকা চাইতে গেলে ইজাজের সঙ্গে বচসা বাঁধে । তারপরেই শেখ গুড্ডু চার রাউন্ড গুলি চালায় ইজাজকে লক্ষ্য করে বলে অভিযোগ । খবর পেয়ে ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন: ভাটপাড়ায় ফের শুটআউট, 'বন্ধুর' ছোড়া গুলিতে আহত যুবক

পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাস বলেন, "একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ।"

ভগবানপুর, 11 অক্টোবর: 2000 টাকার জন্য গুলি করে খুনের চেষ্টা । ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় (Shootout at Bhagabanpur) ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার লালপুর এলাকায় রাস্তার উপরে ৷ গুলি চালানোর ঘটনায় এগরা-বাজকুল রাজ্য সড়কে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ ধরে বন্ধ হয়ে যায় ।

জানা গিয়েছে, সে গুড্ডুর কাছ থেকে শেখ ইজাজ 2000 টাকা পেত । গুড্ডুর কাছ থেকে টাকা চাইতে গেলে ইজাজের সঙ্গে বচসা বাঁধে । তারপরেই শেখ গুড্ডু চার রাউন্ড গুলি চালায় ইজাজকে লক্ষ্য করে বলে অভিযোগ । খবর পেয়ে ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন: ভাটপাড়ায় ফের শুটআউট, 'বন্ধুর' ছোড়া গুলিতে আহত যুবক

পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাস বলেন, "একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.