ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত দেভোগের যুবক , ব্যারিকেড প্রতিবেশী গ্রামের - কোরোনাভাইরাস সুরক্ষা

হলদিয়া দেভোগ গ্রামের এক যুবক কিছুদিন আগেই নিজ়ামুদ্দিন থেকে ফিরেছিলেন ৷ পরে জানা যায় , তিনি কোরোনা আক্রান্ত ৷ তাই দেভোগ গ্রামের বাসিন্দাদের অবাধ প্রবেশ আটকাতেই পার্শ্ববর্তী তিনটি গ্রামের বাসিন্দারা রাস্তার একাধিক জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড গড়ে তুলেছে ৷

Haldia
হলদিয়া
author img

By

Published : Apr 4, 2020, 4:42 PM IST

হলদিয়া, 4 এপ্রিল : পাশের গ্রামে কোরোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির নিজ়ামউদ্দিন ফেরত এক যুবক । আর তাই সেই গ্রামের মানুষদের অবাধ যাতায়াত বন্ধ করতে রাস্তা ঘিরে দিল পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা । রাস্তার একাধিক জায়গায় বাঁশ দিয়ে গড়ে তোলা হল ব্যারিকেড । কোরোনার প্রকোপ থেকে বাঁচতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা । হলদিয়ার দেভোগ গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , হলদিয়া বন্দরে কর্মরত এক ইঞ্জিনিয়র 23 মার্চ দিল্লির নিজ়ামউদ্দিন থেকে দেভোগ এলাকার আবাসনে ফেরেন । তারপর তিনি 30 মার্চ কাজে যোগ দেন । সেদিন , দেভোগ এলাকার বহু শ্রমিক ওই ইঞ্জিনিয়রের সঙ্গে কাজ করেছেন । পরে 2 এপ্রিল রাতে জানা যায় , তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । খবর জানাজানি হওয়ার পরেই গতকাল বন্দরে কর্মরত বহু শ্রমিক আতঙ্কে কাজ ছেড়ে পালিয়ে যায় । তাঁদের মধ্যে কয়েকজন শ্রমিকের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয় বন্দর কর্তৃপক্ষের তরফে । তাই কেউ কোরোনায় আক্রান্ত কি না , তা জানতে না পেরে নিজেদের বাঁচাতে দেভোগ গ্রামের পার্শ্ববর্তী তিনটি গ্রামের বাসিন্দারা রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে । মূলত, দেভোগ গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী শোলাট , বড়বাড়ি ও গেঁওডাব গ্ৰামের মানুষের সঙ্গে অবাধ মেলামেশা ও যাতায়াত আটকাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ তুঙ্গ বলেন, "বন্দরের বহু কর্মী এই এলাকায় বসবাস করে । তাদের মধ্যে ইতিমধ্যেই একজন কোরোনায় আক্রান্ত হয়েছে । কে কী অবস্থায় রয়েছে , তা আমাদের জানা নেই । তাই মানুষ যাতে বাড়ির বাইরে বেশি না বের হয় এবং অন্য গ্রামের মানুষ অপ্রয়োজনে যাতে গ্ৰামে প্রবেশ করতে না পারে তার জন্য আমরা রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছি । তবে গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রত্যেককেই ছেড়ে দেওয়া হচ্ছে ।"

এবিষয়ে দেভোগ পঞ্চায়েতের প্রধান হৃষিকেশ মাঝি বলেন ," প্রতিদিনই পঞ্চায়েতের তরফে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে । তা সত্ত্বেও কয়েকজন অপ্রয়োজনে প্রতিদিন বাড়ির বাইরে বেরোচ্ছিলেন । ইতিমধ্যেই হলদিয়া বন্দরে কাজ করা দেভোগ গ্রামের বাসিন্দার কোরোনা ধরা পড়েছে । তাই গ্রামের মানুষ খুব সচেতনভাবেই লকডাউনের সময়ে অপ্রয়োজনে রাস্তায় যাতায়াত ও ভিড় এড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে । এতে কারুরই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ।"

হলদিয়া, 4 এপ্রিল : পাশের গ্রামে কোরোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির নিজ়ামউদ্দিন ফেরত এক যুবক । আর তাই সেই গ্রামের মানুষদের অবাধ যাতায়াত বন্ধ করতে রাস্তা ঘিরে দিল পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা । রাস্তার একাধিক জায়গায় বাঁশ দিয়ে গড়ে তোলা হল ব্যারিকেড । কোরোনার প্রকোপ থেকে বাঁচতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা । হলদিয়ার দেভোগ গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , হলদিয়া বন্দরে কর্মরত এক ইঞ্জিনিয়র 23 মার্চ দিল্লির নিজ়ামউদ্দিন থেকে দেভোগ এলাকার আবাসনে ফেরেন । তারপর তিনি 30 মার্চ কাজে যোগ দেন । সেদিন , দেভোগ এলাকার বহু শ্রমিক ওই ইঞ্জিনিয়রের সঙ্গে কাজ করেছেন । পরে 2 এপ্রিল রাতে জানা যায় , তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । খবর জানাজানি হওয়ার পরেই গতকাল বন্দরে কর্মরত বহু শ্রমিক আতঙ্কে কাজ ছেড়ে পালিয়ে যায় । তাঁদের মধ্যে কয়েকজন শ্রমিকের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয় বন্দর কর্তৃপক্ষের তরফে । তাই কেউ কোরোনায় আক্রান্ত কি না , তা জানতে না পেরে নিজেদের বাঁচাতে দেভোগ গ্রামের পার্শ্ববর্তী তিনটি গ্রামের বাসিন্দারা রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে । মূলত, দেভোগ গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী শোলাট , বড়বাড়ি ও গেঁওডাব গ্ৰামের মানুষের সঙ্গে অবাধ মেলামেশা ও যাতায়াত আটকাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ তুঙ্গ বলেন, "বন্দরের বহু কর্মী এই এলাকায় বসবাস করে । তাদের মধ্যে ইতিমধ্যেই একজন কোরোনায় আক্রান্ত হয়েছে । কে কী অবস্থায় রয়েছে , তা আমাদের জানা নেই । তাই মানুষ যাতে বাড়ির বাইরে বেশি না বের হয় এবং অন্য গ্রামের মানুষ অপ্রয়োজনে যাতে গ্ৰামে প্রবেশ করতে না পারে তার জন্য আমরা রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছি । তবে গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রত্যেককেই ছেড়ে দেওয়া হচ্ছে ।"

এবিষয়ে দেভোগ পঞ্চায়েতের প্রধান হৃষিকেশ মাঝি বলেন ," প্রতিদিনই পঞ্চায়েতের তরফে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে । তা সত্ত্বেও কয়েকজন অপ্রয়োজনে প্রতিদিন বাড়ির বাইরে বেরোচ্ছিলেন । ইতিমধ্যেই হলদিয়া বন্দরে কাজ করা দেভোগ গ্রামের বাসিন্দার কোরোনা ধরা পড়েছে । তাই গ্রামের মানুষ খুব সচেতনভাবেই লকডাউনের সময়ে অপ্রয়োজনে রাস্তায় যাতায়াত ও ভিড় এড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে । এতে কারুরই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.