ETV Bharat / state

নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে, হুঁশিয়ারি শুভেন্দুর - TMC

গত প্রায় ছ'মাস ধরে এই এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষ চলছিল ৷ এখনও থমথমে গোটা বীরবন্দর এলাকা । সম্প্রতি BJP-র আক্রমণে পুলিশের ভ্যানে ভাঙচুর থেকে শুরু করে বিধায়ক ও পুলিশকে মারধরের ঘটনা সামনে এসেছে । BJP নেতা ও কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল কর্মী । ঘরছাড়া হয়েছেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী । গন্ডগোলের পর থেকে শুভেন্দু অধিকারী আজ প্রথম বীরবন্দরে সভা করেন ৷

TMC BJP Clash
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Dec 19, 2019, 10:30 PM IST

খেজুরি, 19 ডিসেম্বর : নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে এবার ৷ পূর্ব মেদিনীপুরের বীরবন্দরে রাজনৈতিক সভা করতে এসে এমনই হুঁশিয়ারি দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর নিশানায় ছিল BJP ও CPI(M) ৷

"আজকের পর থেকে তৃণমূলের কোনও কর্মী বা সমর্থককে যদি আক্রান্ত হতে হয়, বাধাপ্রাপ্ত হতে হয় , তাহলে এই সভা মঞ্চ থেকে বলে যাচ্ছি , নন্দীগ্রামের কায়দায় জবাব হবে । আমি ভদ্র তো ভদ্র, আর যদি অন্য কিছু করতে চাই তাহলে CPI(M) জানে তার ফল কী হয় । বেশ কিছু ব্যক্তি CPI(M) থেকে BJP-তে এসে সন্ত্রাস শুরু করেছে ।"

উল্লেখ্য , গত প্রায় ছ'মাস ধরে এই এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষ চলছিল ৷ এখনও থমথমে গোটা বীরবন্দর এলাকা । সম্প্রতি BJP-র আক্রমণে পুলিশের ভ্যানে ভাঙচুর থেকে শুরু করে বিধায়ক ও পুলিশকে মারধরের ঘটনা সামনে এসেছে । BJP নেতা ও কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল কর্মী । ঘরছাড়া হয়েছেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী । গন্ডগোলের পর থেকে শুভেন্দু অধিকারী আজ প্রথম বীরবন্দরে সভা করেন ৷ BJP ও CPI(M)-কে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দেন তিনি । বিরোধী দলগুলিকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার বার্তা দেন সভামঞ্চ থেকে ৷

BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "হুমকি কে দেয়? যাঁরা দেশ বিরোধী, সমাজবিরোধী ও হার্মাদ তারাই হুমকি দেয় । আমার মনে হয় পশ্চিমবঙ্গের মন্ত্রীমহাশয় এখন দেশ বিরোধী ও সমাজবিরোধী হিসেবে পরিচিত হয়েছেন, কোনও নেতা হিসেবে নয় । আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি ।"

খেজুরি, 19 ডিসেম্বর : নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে এবার ৷ পূর্ব মেদিনীপুরের বীরবন্দরে রাজনৈতিক সভা করতে এসে এমনই হুঁশিয়ারি দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর নিশানায় ছিল BJP ও CPI(M) ৷

"আজকের পর থেকে তৃণমূলের কোনও কর্মী বা সমর্থককে যদি আক্রান্ত হতে হয়, বাধাপ্রাপ্ত হতে হয় , তাহলে এই সভা মঞ্চ থেকে বলে যাচ্ছি , নন্দীগ্রামের কায়দায় জবাব হবে । আমি ভদ্র তো ভদ্র, আর যদি অন্য কিছু করতে চাই তাহলে CPI(M) জানে তার ফল কী হয় । বেশ কিছু ব্যক্তি CPI(M) থেকে BJP-তে এসে সন্ত্রাস শুরু করেছে ।"

উল্লেখ্য , গত প্রায় ছ'মাস ধরে এই এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষ চলছিল ৷ এখনও থমথমে গোটা বীরবন্দর এলাকা । সম্প্রতি BJP-র আক্রমণে পুলিশের ভ্যানে ভাঙচুর থেকে শুরু করে বিধায়ক ও পুলিশকে মারধরের ঘটনা সামনে এসেছে । BJP নেতা ও কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল কর্মী । ঘরছাড়া হয়েছেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী । গন্ডগোলের পর থেকে শুভেন্দু অধিকারী আজ প্রথম বীরবন্দরে সভা করেন ৷ BJP ও CPI(M)-কে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দেন তিনি । বিরোধী দলগুলিকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার বার্তা দেন সভামঞ্চ থেকে ৷

BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "হুমকি কে দেয়? যাঁরা দেশ বিরোধী, সমাজবিরোধী ও হার্মাদ তারাই হুমকি দেয় । আমার মনে হয় পশ্চিমবঙ্গের মন্ত্রীমহাশয় এখন দেশ বিরোধী ও সমাজবিরোধী হিসেবে পরিচিত হয়েছেন, কোনও নেতা হিসেবে নয় । আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি ।"

Intro:এবার নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে , বিজেপি, সিপিএমকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী ।

গত 24 নভেম্বর হার্মাদ মুক্ত দিবসে এসে রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন 16 ডিসেম্বরেরপর বীরবন্দ আসবো মিটিং করতে । তাই আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার বীরবন্দে সভা করতে এসে মন্ত্রী হুঁশিয়ারি দিলেন ।
আজকের পর থেকে তৃণমূলের কোন কর্মী সমর্থকদের যদি কেউ আক্রান্ত হতে হয়,বাধাপ্রাপ্ত হতে হয় । তাহলে এই সভা মঞ থেকে বলে যাচ্ছি ।নন্দীগ্রামের কায়দায় জবাব হবে।আমি ভদ্র তো ভদ্র,আর যদি অন্যকিছু করতে চাই তাহলে সিপিএম এম সেটা জানে তার ফল কি হয় । বেশ কিছু সিপিএম থেকে নব্য বিজেপিতে এসে সন্ত্রাস করছে।এরা হচ্ছে পুরানো মদ,শুধু বোতলটা পুরাতন,মদটা একই।আপনারা ভদ্র হোন । আমি অনেক বড় বড় মস্তানদের টাইট দিয়েছি । ইন্টার ন্যাশনাল মস্তানদের,লক্ষণ শেঠ,অধীর চৌধূরীদের ঘর ধরিয়ে দিয়েছি।আপনাদের মতো পেঁচিদের টাইট দিতে এক মিনিট ও সময় লাগবে না । প্রায় ছ মাস ধরে খেজুরির বীরবন্দর এলাকায় সন্ত্রাস করছে বিজেপি । ধৈর্য দেখাচ্ছিলাম,ভয়ে নয়। আজ সভা করে বলে গেলাম, এরপর কিছু করলে বরদ্ধাস্ত হবে না।

উল্লেখ্য , বিগত প্রায় ছ মাস যাবত এই এলাকায় বিজেপি তৃণমূলের সংঘর্ষ চলছিল,এখনও থমথমে রয়েছে গোটা বীরবন্দর এলাকা।সম্প্রতি বিজেপির আক্রমণ এ পুলিশ ভ্যানে ভাঙচুর সহ বিধায়ক, পুলিশ কে মারধরের ঘটনা ঘটেছে।আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল , বিজেপি কর্মী নেতাদের হাতে । ঘরছাড়া হয়েছে তৃণমূলের অনেক নেতা কর্মী।গণ্ডগোল এর পর থেকে শুভেন্দু অধিকারী এই প্রথম বীরবন্দরে সভা করে বিজেপি,সিপিএম কে বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক ভাবে আনেদালন করার বার্তা দেওয়ার পাশাপাশি বেশী বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন।
বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, হুমকি কে দেয় ? যাঁরা দেশ বিরোধী, সমাজ বিরোধী, হার্মাদ তারাই হুমকি দেয় । আমার মনে হয় পশ্চিমবঙ্গের মন্ত্রীমহাশয় এখন দেশ বিরোধী ও সমাজ বিরোধী হিসেবে পরিচিত হয়েছেন । কোন নেতা হিসেবে নয় । আমরা এর তীব্র ধিতকার করছি ।

সিপিএম এর কাউন্টার বাইট একটু পরে পাঠাচ্ছি !Body:এবার নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে , বিজেপি, সিপিএমকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী ।

গত 24 নভেম্বর হার্মাদ মুক্ত দিবসে এসে রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন 16 ডিসেম্বরেরপর বীরবন্দ আসবো মিটিং করতে । তাই আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার বীরবন্দে সভা করতে এসে মন্ত্রী হুঁশিয়ারি দিলেন ।
আজকের পর থেকে তৃণমূলের কোন কর্মী সমর্থকদের যদি কেউ আক্রান্ত হতে হয়,বাধাপ্রাপ্ত হতে হয় । তাহলে এই সভা মঞ থেকে বলে যাচ্ছি ।নন্দীগ্রামের কায়দায় জবাব হবে।আমি ভদ্র তো ভদ্র,আর যদি অন্যকিছু করতে চাই তাহলে সিপিএম এম সেটা জানে তার ফল কি হয় । বেশ কিছু সিপিএম থেকে নব্য বিজেপিতে এসে সন্ত্রাস করছে।এরা হচ্ছে পুরানো মদ,শুধু বোতলটা পুরাতন,মদটা একই।আপনারা ভদ্র হোন । আমি অনেক বড় বড় মস্তানদের টাইট দিয়েছি । ইন্টার ন্যাশনাল মস্তানদের,লক্ষণ শেঠ,অধীর চৌধূরীদের ঘর ধরিয়ে দিয়েছি।আপনাদের মতো পেঁচিদের টাইট দিতে এক মিনিট ও সময় লাগবে না । প্রায় ছ মাস ধরে খেজুরির বীরবন্দর এলাকায় সন্ত্রাস করছে বিজেপি । ধৈর্য দেখাচ্ছিলাম,ভয়ে নয়। আজ সভা করে বলে গেলাম, এরপর কিছু করলে বরদ্ধাস্ত হবে না।

উল্লেখ্য , বিগত প্রায় ছ মাস যাবত এই এলাকায় বিজেপি তৃণমূলের সংঘর্ষ চলছিল,এখনও থমথমে রয়েছে গোটা বীরবন্দর এলাকা।সম্প্রতি বিজেপির আক্রমণ এ পুলিশ ভ্যানে ভাঙচুর সহ বিধায়ক, পুলিশ কে মারধরের ঘটনা ঘটেছে।আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল , বিজেপি কর্মী নেতাদের হাতে । ঘরছাড়া হয়েছে তৃণমূলের অনেক নেতা কর্মী।গণ্ডগোল এর পর থেকে শুভেন্দু অধিকারী এই প্রথম বীরবন্দরে সভা করে বিজেপি,সিপিএম কে বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক ভাবে আনেদালন করার বার্তা দেওয়ার পাশাপাশি বেশী বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন।
বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, হুমকি কে দেয় ? যাঁরা দেশ বিরোধী, সমাজ বিরোধী, হার্মাদ তারাই হুমকি দেয় । আমার মনে হয় পশ্চিমবঙ্গের মন্ত্রীমহাশয় এখন দেশ বিরোধী ও সমাজ বিরোধী হিসেবে পরিচিত হয়েছেন । কোন নেতা হিসেবে নয় । আমরা এর তীব্র ধিতকার করছি ।

সিপিএম এর কাউন্টার বাইট একটু পরে পাঠাচ্ছি !Conclusion:এবার নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে , বিজেপি, সিপিএমকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী ।

গত 24 নভেম্বর হার্মাদ মুক্ত দিবসে এসে রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন 16 ডিসেম্বরেরপর বীরবন্দ আসবো মিটিং করতে । তাই আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার বীরবন্দে সভা করতে এসে মন্ত্রী হুঁশিয়ারি দিলেন ।
আজকের পর থেকে তৃণমূলের কোন কর্মী সমর্থকদের যদি কেউ আক্রান্ত হতে হয়,বাধাপ্রাপ্ত হতে হয় । তাহলে এই সভা মঞ থেকে বলে যাচ্ছি ।নন্দীগ্রামের কায়দায় জবাব হবে।আমি ভদ্র তো ভদ্র,আর যদি অন্যকিছু করতে চাই তাহলে সিপিএম এম সেটা জানে তার ফল কি হয় । বেশ কিছু সিপিএম থেকে নব্য বিজেপিতে এসে সন্ত্রাস করছে।এরা হচ্ছে পুরানো মদ,শুধু বোতলটা পুরাতন,মদটা একই।আপনারা ভদ্র হোন । আমি অনেক বড় বড় মস্তানদের টাইট দিয়েছি । ইন্টার ন্যাশনাল মস্তানদের,লক্ষণ শেঠ,অধীর চৌধূরীদের ঘর ধরিয়ে দিয়েছি।আপনাদের মতো পেঁচিদের টাইট দিতে এক মিনিট ও সময় লাগবে না । প্রায় ছ মাস ধরে খেজুরির বীরবন্দর এলাকায় সন্ত্রাস করছে বিজেপি । ধৈর্য দেখাচ্ছিলাম,ভয়ে নয়। আজ সভা করে বলে গেলাম, এরপর কিছু করলে বরদ্ধাস্ত হবে না।

উল্লেখ্য , বিগত প্রায় ছ মাস যাবত এই এলাকায় বিজেপি তৃণমূলের সংঘর্ষ চলছিল,এখনও থমথমে রয়েছে গোটা বীরবন্দর এলাকা।সম্প্রতি বিজেপির আক্রমণ এ পুলিশ ভ্যানে ভাঙচুর সহ বিধায়ক, পুলিশ কে মারধরের ঘটনা ঘটেছে।আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল , বিজেপি কর্মী নেতাদের হাতে । ঘরছাড়া হয়েছে তৃণমূলের অনেক নেতা কর্মী।গণ্ডগোল এর পর থেকে শুভেন্দু অধিকারী এই প্রথম বীরবন্দরে সভা করে বিজেপি,সিপিএম কে বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক ভাবে আনেদালন করার বার্তা দেওয়ার পাশাপাশি বেশী বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন।
বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, হুমকি কে দেয় ? যাঁরা দেশ বিরোধী, সমাজ বিরোধী, হার্মাদ তারাই হুমকি দেয় । আমার মনে হয় পশ্চিমবঙ্গের মন্ত্রীমহাশয় এখন দেশ বিরোধী ও সমাজ বিরোধী হিসেবে পরিচিত হয়েছেন । কোন নেতা হিসেবে নয় । আমরা এর তীব্র ধিতকার করছি ।

সিপিএম এর কাউন্টার বাইট একটু পরে পাঠাচ্ছি !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.