খেজুরি, 19 ডিসেম্বর : নন্দীগ্রামের কায়দায় উত্তর হবে এবার ৷ পূর্ব মেদিনীপুরের বীরবন্দরে রাজনৈতিক সভা করতে এসে এমনই হুঁশিয়ারি দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর নিশানায় ছিল BJP ও CPI(M) ৷
"আজকের পর থেকে তৃণমূলের কোনও কর্মী বা সমর্থককে যদি আক্রান্ত হতে হয়, বাধাপ্রাপ্ত হতে হয় , তাহলে এই সভা মঞ্চ থেকে বলে যাচ্ছি , নন্দীগ্রামের কায়দায় জবাব হবে । আমি ভদ্র তো ভদ্র, আর যদি অন্য কিছু করতে চাই তাহলে CPI(M) জানে তার ফল কী হয় । বেশ কিছু ব্যক্তি CPI(M) থেকে BJP-তে এসে সন্ত্রাস শুরু করেছে ।"
উল্লেখ্য , গত প্রায় ছ'মাস ধরে এই এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষ চলছিল ৷ এখনও থমথমে গোটা বীরবন্দর এলাকা । সম্প্রতি BJP-র আক্রমণে পুলিশের ভ্যানে ভাঙচুর থেকে শুরু করে বিধায়ক ও পুলিশকে মারধরের ঘটনা সামনে এসেছে । BJP নেতা ও কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল কর্মী । ঘরছাড়া হয়েছেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী । গন্ডগোলের পর থেকে শুভেন্দু অধিকারী আজ প্রথম বীরবন্দরে সভা করেন ৷ BJP ও CPI(M)-কে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দেন তিনি । বিরোধী দলগুলিকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার বার্তা দেন সভামঞ্চ থেকে ৷
BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "হুমকি কে দেয়? যাঁরা দেশ বিরোধী, সমাজবিরোধী ও হার্মাদ তারাই হুমকি দেয় । আমার মনে হয় পশ্চিমবঙ্গের মন্ত্রীমহাশয় এখন দেশ বিরোধী ও সমাজবিরোধী হিসেবে পরিচিত হয়েছেন, কোনও নেতা হিসেবে নয় । আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি ।"