ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত আরও 9 - east midnapore total tally

পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্ত আরও নয়জন । জেলা স্বাস্থ্যবিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 253 ।

tamluk
tamluk
author img

By

Published : Jun 21, 2020, 9:47 PM IST

তমলুক, 21 জুন : পূর্ব মেদিনীপুরে 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত নয়জন । আক্রান্তরা প্রত্যেকেই সম্প্রতি ভিন রাজ্য থেকে জেলায় ফিরেছিলেন । জেলা স্বাস্থ্যবিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 253 ।

নয়জন আক্রান্তের মধ্যে পটাশপুর 2 ব্লকের চার ব্যক্তি রয়েছেন । এগরা 1 এবং 2 ব্লকের পাঁচজন আক্রান্ত হয়েছেন । আজ বিকেলে তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা COVID-19 পজ়িটিভ । জেলা স্বাস্থ্যদপ্তরের উদ্যোগ নেয় । তাঁদের পাঁশকুড়া COVID- 19 হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় ।


জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, পটাশপুরের আক্রান্ত চার যুবক খাড় গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তাঁদের মধ্যে তিনজন সম্প্রতি গুজরাত ও একজন মুম্বই থেকে বাড়ি ফেরেন ।

এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের দুই যুবক কোরোনা সংক্রমিত হয়েছেন । তাঁরাও অন্য রাজ্য থেকে সম্প্রতি বাড়ি ফেরেন । গ্রামে ফেরার পরেই জেলা স্বাস্থ্যবিভাগের তরফে তাঁদের সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । তাঁরা সম্প্রতি দিল্লি থেকে বাড়ি ফেরেন । অপর দিকে আক্রান্ত হন এগরা 2 নম্বর ব্লকের বেথুয়ারি গ্রাম পঞ্চায়েতের তিন যুবক । তাঁরাও অন্য রাজ্য থেকে ফিরেছেন । তাঁদের মধ্যে একজন মহারাষ্ট্র ও অপর দুইজন বিশাখাপটনম থেকে বাড়ি ফিরেছিলেন ।



নয়জন ব্যক্তি বাড়ি ফেরার পর তাঁদের কোয়ারানটিন করা হয় । পাশাপাশি জেলা স্বাস্থ্যবিভাগের উদ্যোগে তাঁদের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ বিকেলে রিপোর্ট আসে । জেলা স্বাস্থ্যবিভাগের রিপোর্ট পাওয়ার পর সন্ধ্যায় তাঁদের চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা নিরাময় কেন্দ্রে পাঠানো হয় ।


এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, “নতুন করে জেলায় নয়জন কোরোনা আক্রান্ত হয়েছেন । তাঁরা প্রত্যেকেই ভিন রাজ্য থেকে জেলায় ফিরেছিলেন । চিকিৎসার জন্য আক্রান্তদের COVID-19 হাসপাতালে ভরতি করা হয়েছে । সেই সঙ্গে তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । চিহ্নিতকরণের পর পরবর্তী পদক্ষেপ করবে স্বাস্থ্যবিভাগ ।”

তমলুক, 21 জুন : পূর্ব মেদিনীপুরে 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত নয়জন । আক্রান্তরা প্রত্যেকেই সম্প্রতি ভিন রাজ্য থেকে জেলায় ফিরেছিলেন । জেলা স্বাস্থ্যবিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 253 ।

নয়জন আক্রান্তের মধ্যে পটাশপুর 2 ব্লকের চার ব্যক্তি রয়েছেন । এগরা 1 এবং 2 ব্লকের পাঁচজন আক্রান্ত হয়েছেন । আজ বিকেলে তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা COVID-19 পজ়িটিভ । জেলা স্বাস্থ্যদপ্তরের উদ্যোগ নেয় । তাঁদের পাঁশকুড়া COVID- 19 হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় ।


জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, পটাশপুরের আক্রান্ত চার যুবক খাড় গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তাঁদের মধ্যে তিনজন সম্প্রতি গুজরাত ও একজন মুম্বই থেকে বাড়ি ফেরেন ।

এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের দুই যুবক কোরোনা সংক্রমিত হয়েছেন । তাঁরাও অন্য রাজ্য থেকে সম্প্রতি বাড়ি ফেরেন । গ্রামে ফেরার পরেই জেলা স্বাস্থ্যবিভাগের তরফে তাঁদের সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । তাঁরা সম্প্রতি দিল্লি থেকে বাড়ি ফেরেন । অপর দিকে আক্রান্ত হন এগরা 2 নম্বর ব্লকের বেথুয়ারি গ্রাম পঞ্চায়েতের তিন যুবক । তাঁরাও অন্য রাজ্য থেকে ফিরেছেন । তাঁদের মধ্যে একজন মহারাষ্ট্র ও অপর দুইজন বিশাখাপটনম থেকে বাড়ি ফিরেছিলেন ।



নয়জন ব্যক্তি বাড়ি ফেরার পর তাঁদের কোয়ারানটিন করা হয় । পাশাপাশি জেলা স্বাস্থ্যবিভাগের উদ্যোগে তাঁদের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ বিকেলে রিপোর্ট আসে । জেলা স্বাস্থ্যবিভাগের রিপোর্ট পাওয়ার পর সন্ধ্যায় তাঁদের চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা নিরাময় কেন্দ্রে পাঠানো হয় ।


এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, “নতুন করে জেলায় নয়জন কোরোনা আক্রান্ত হয়েছেন । তাঁরা প্রত্যেকেই ভিন রাজ্য থেকে জেলায় ফিরেছিলেন । চিকিৎসার জন্য আক্রান্তদের COVID-19 হাসপাতালে ভরতি করা হয়েছে । সেই সঙ্গে তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । চিহ্নিতকরণের পর পরবর্তী পদক্ষেপ করবে স্বাস্থ্যবিভাগ ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.