ETV Bharat / state

ভোটব্যাঙ্কের ভয়ে দেশের তারিফ করেন না দিদি ? : মোদি

"মাসুদ আজ়হারকে নিয়ে কিছু বললে দিদির ভোটব্যাঙ্কে ক্ষতি হতে পারে । তাই উনি দেশের তারিফ করেননি । হয়তো ভয় পেয়ে গেছেন ।" হলদিয়ার সভা থেকে মমতা ব্যানার্জিকে আক্রমণ নরেন্দ্র মোদির ।

author img

By

Published : May 7, 2019, 1:54 AM IST

নরেন্দ্র মোদি

হলদিয়া, 7 মে : "কিছুদিন আগে ভারত আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় পেয়েছে। পাকিস্তানে লালন-পালন হওয়া সন্ত্রাসবাদী মাসুদ আজাহারকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে। এটা শুনে আপনারা গর্বিত, খুশি । আপনাদের ছাতি চওড়া হয়েছে । দেশের ইজ্জত বাড়লে আপনাদের গর্ব হয় । কিন্তু, দিদিকে দেশের তারিফ করতে শুনিনি । হয়তো ভয় পেয়ে গেছেন । মাসুদ আজ়হারকে নিয়ে কিছু বললে ওঁর ভোটব্যাঙ্কে ক্ষতি হতে পারে ।" গতকাল হলদিয়ার হেলিপ্যাড ময়দানের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে তিনি প্রচারে আসেন ।

মোদি বলেন, "ভোট ব্যাঙ্কের রাজনীতি দিদির পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। রাজনীতির মাটিতে দিদির টিকে থাকা মুশকিল হয়ে গেছে। দিদি, এতটাই ক্ষেপে গেছেন যে ভগবানের কথাও সহ্য করতে পারছেন না । জয়শ্রীরাম বললেও জেলে পাঠিয়ে দিচ্ছেন । রাজ্যের মানুষ পুজো পাঠ করতে গিয়ে সমস্যায় পড়ছে । এখানকার কী পরিস্থিতি সেটা সবাই জানে ।"

সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি । বলেন, "হলদিয়া পোর্ট থেকে শুরু করে কাঁথি পর্যন্ত মাফিয়া রাজ চলছে । সবাইকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তৃণমূলের দুর্নীতির মডেল এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। স্কুলশিক্ষক হওয়ার জন্য লাখ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে । ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলাবাজির ট্যাক্স নেওয়া হচ্ছে । রাজ্যের প্রত্যেক শিশু তৃণমূল তোলাবাজি ট্যাক্স সম্বন্ধে জানে । যতক্ষণ না এই সরকারকে সাজা দেবেন ততক্ষণ এরা শুধরাবে না ।"

হলদিয়া, 7 মে : "কিছুদিন আগে ভারত আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় পেয়েছে। পাকিস্তানে লালন-পালন হওয়া সন্ত্রাসবাদী মাসুদ আজাহারকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে। এটা শুনে আপনারা গর্বিত, খুশি । আপনাদের ছাতি চওড়া হয়েছে । দেশের ইজ্জত বাড়লে আপনাদের গর্ব হয় । কিন্তু, দিদিকে দেশের তারিফ করতে শুনিনি । হয়তো ভয় পেয়ে গেছেন । মাসুদ আজ়হারকে নিয়ে কিছু বললে ওঁর ভোটব্যাঙ্কে ক্ষতি হতে পারে ।" গতকাল হলদিয়ার হেলিপ্যাড ময়দানের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে তিনি প্রচারে আসেন ।

মোদি বলেন, "ভোট ব্যাঙ্কের রাজনীতি দিদির পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। রাজনীতির মাটিতে দিদির টিকে থাকা মুশকিল হয়ে গেছে। দিদি, এতটাই ক্ষেপে গেছেন যে ভগবানের কথাও সহ্য করতে পারছেন না । জয়শ্রীরাম বললেও জেলে পাঠিয়ে দিচ্ছেন । রাজ্যের মানুষ পুজো পাঠ করতে গিয়ে সমস্যায় পড়ছে । এখানকার কী পরিস্থিতি সেটা সবাই জানে ।"

সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি । বলেন, "হলদিয়া পোর্ট থেকে শুরু করে কাঁথি পর্যন্ত মাফিয়া রাজ চলছে । সবাইকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তৃণমূলের দুর্নীতির মডেল এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। স্কুলশিক্ষক হওয়ার জন্য লাখ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে । ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলাবাজির ট্যাক্স নেওয়া হচ্ছে । রাজ্যের প্রত্যেক শিশু তৃণমূল তোলাবাজি ট্যাক্স সম্বন্ধে জানে । যতক্ষণ না এই সরকারকে সাজা দেবেন ততক্ষণ এরা শুধরাবে না ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.