দীঘা, 29 অগস্ট : আনন্দ মুহূর্তে পরিণত বিষাদে ৷ দিঘার (Digha) সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে (Drowned) গেলেন নদিয়ার (Nadia) যুবক ৷ সারারাত ধরে খোঁজাখুঁজির পর ওড়িশার (Odisha) উদয়পুর থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ ।
রবিবার দুপুরে উদয়পুর সমুদ্র সৈকতে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা । তাঁরা ওড়িশার তালসারি মেরিন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । তারপর এই খবর চাউর হতেই কানাঘুষোয় খবর পান মৃত যুবকের বন্ধুরা । তাঁরা তালসারি থানায় গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন । তালসারি উপকূল থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ভোগরাই হাসপাতালে পাঠিয়েছে ।
আরও পড়ুন: Love Triangle : প্রেমিকাকে ফিরে পেতে চেয়েছিলেন, পুরুলিয়ায় যুবক খুনে গ্রেফতার দুই
জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রীতম সাধুখাঁ, বয়স 23 ৷ তিনি নদিয়া জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা ছিলেন । শনিবার তাঁরা বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে দিঘায় বেড়াতে যান । নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নান করার সময় আচমকা ভীড়ের মধ্যে নিখোঁজ হয়ে যান রীতম । বন্ধুবান্ধবরা খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান পাননি । অবশেষে দিঘা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তাঁরা ।
আরও পড়ুন : Deganga : রাস্তায় অবরুদ্ধ করে হাট, পুলিশের ধরপাকড়, লাঠিচার্জে উত্তপ্ত দেগঙ্গা
রাতভর দিঘা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় । কিন্তু ওই যুবকের কোথাও কোনও সন্ধান পাওয়া যায়নি । অবশেষে রবিবার পাশের রাজ্য ওড়িশার তালসারি পর্যটন কেন্দ্রে ভেসে ওঠে রীতমের নিথর দেহ । রাতেই ওই যুবকের বাড়িতে নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়েছিল । আজ বেলার দিকে রীতমের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের লোকেরা । শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।
আরও পড়ুন: Visva-Bharati University : টানা দু‘রাত বাসভবনে ঘেরাও উপাচার্য, বৃষ্টি উপেক্ষা করেই চলছে বিক্ষোভ