ETV Bharat / state

চণ্ডীপুরে অভিষেককে চড় মারা দেবাশিসের রহস্যমৃত্যু

ভোটের আগেভাগে কাঁথির দইসাই সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কদিন আগে শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডার সঙ্গে ফেসবুকে আপলোড হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় তাঁকে ।

mysterious-death-of-bjp-worker-debashis-acharya
mysterious-death-of-bjp-worker-debashis-acharya
author img

By

Published : Jun 17, 2021, 9:37 PM IST

Updated : Jun 17, 2021, 10:43 PM IST

তমলুক, 17 জুন : 2015 সালের 4 জানুয়ারি ৷ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন স্টেজে উঠে অভিষেককে সপাটে চড় মারেন তমলুকের এক যুবক । সেই দেবাশিস আচার্যের রহস্যজনক মৃত্যু ঘিরে তমলুকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

দেবাশিস আচার্যকে 2021-এর নির্বাচনের আগেও দেখা গিয়েছিল ৷ ভোটের আগেভাগে কাঁথির দইসাই সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কদিন আগে শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডার সঙ্গে ফেসবুকে আপলোড হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় তাঁকে । শুভেন্দু আধিকারীর একাধিক কর্মসূচিতেও দেখা গিয়েছিল । সেই দেবাশিস আচার্যের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর ।

দেবাশিস আচার্যের রহস্যমৃত্যু ঘিরে বিতর্ক

জানা গিয়েছে, গতকাল রাতে দুই বন্ধুর সঙ্গে 41 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নেতাজিনগর এলাকায় চা খেতে যান দেবাশিস । এরপর তাঁর ফোনে একটি কল আসে । সেই কলে কথা বলে বাইক নিয়ে বেরিয়ে যান তিনি । এরপর থেকেই তাঁর ফোন সুইচড অফ ৷ অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তমলুকের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে দেবাশিসের মৃতদেহের সন্ধান মেলে । দেবাশিসের সারা গায়ে ও মাথায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে । ইতিমধ্যে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে । বিজেপির অভিযোগ, দেবাশিস আচার্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ।

আরও পড়ুন:দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা বলেন, "দেবাশিস আমাদের সক্রিয় কর্মী ছিল ৷ তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷ তদন্ত হলেই জানা যাবে ৷"

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, "দেবাশিস আচার্যকে আমরা ভুলে গেছি ৷ তাঁর মৃত্যু নিয়ে তৃণমূলের উপর দোষ চাপানো ঠিক নয় ৷ তবে আইন আইনের পথে চলবে ৷ আমাদের কেউ দোষী হলে সেও সাজা পাবে ৷ কিন্তু, এইসব দোষ চাপিয়ে তৃণমূলকে রোখা যাবে না ৷"

তমলুক, 17 জুন : 2015 সালের 4 জানুয়ারি ৷ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন স্টেজে উঠে অভিষেককে সপাটে চড় মারেন তমলুকের এক যুবক । সেই দেবাশিস আচার্যের রহস্যজনক মৃত্যু ঘিরে তমলুকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

দেবাশিস আচার্যকে 2021-এর নির্বাচনের আগেও দেখা গিয়েছিল ৷ ভোটের আগেভাগে কাঁথির দইসাই সংলগ্ন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কদিন আগে শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডার সঙ্গে ফেসবুকে আপলোড হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় তাঁকে । শুভেন্দু আধিকারীর একাধিক কর্মসূচিতেও দেখা গিয়েছিল । সেই দেবাশিস আচার্যের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর ।

দেবাশিস আচার্যের রহস্যমৃত্যু ঘিরে বিতর্ক

জানা গিয়েছে, গতকাল রাতে দুই বন্ধুর সঙ্গে 41 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নেতাজিনগর এলাকায় চা খেতে যান দেবাশিস । এরপর তাঁর ফোনে একটি কল আসে । সেই কলে কথা বলে বাইক নিয়ে বেরিয়ে যান তিনি । এরপর থেকেই তাঁর ফোন সুইচড অফ ৷ অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তমলুকের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে দেবাশিসের মৃতদেহের সন্ধান মেলে । দেবাশিসের সারা গায়ে ও মাথায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে । ইতিমধ্যে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে । বিজেপির অভিযোগ, দেবাশিস আচার্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ।

আরও পড়ুন:দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা বলেন, "দেবাশিস আমাদের সক্রিয় কর্মী ছিল ৷ তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷ তদন্ত হলেই জানা যাবে ৷"

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, "দেবাশিস আচার্যকে আমরা ভুলে গেছি ৷ তাঁর মৃত্যু নিয়ে তৃণমূলের উপর দোষ চাপানো ঠিক নয় ৷ তবে আইন আইনের পথে চলবে ৷ আমাদের কেউ দোষী হলে সেও সাজা পাবে ৷ কিন্তু, এইসব দোষ চাপিয়ে তৃণমূলকে রোখা যাবে না ৷"

Last Updated : Jun 17, 2021, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.