ETV Bharat / state

পাঁশকুড়ার তৃণমূল ব্লক সভাপতি খুনের তদন্তে গঠিত হল SIT - Murder case of Panskura Block TMC leader

চলতি মাসের 7 তারিখ রাতে খুন হন পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ ৷ এই খুনের তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে গঠন করা হল SIT ৷

তৃণমূল ব্লক সভাপতি কুরবান শাহ
author img

By

Published : Oct 9, 2019, 6:04 PM IST

Updated : Oct 9, 2019, 7:54 PM IST

পাঁশকুড়া, 9 অক্টোবর : পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি কুরবান শাহকে খুনের অভিযোগ ওঠে BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এবার সেই তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে গঠন করা হল বিশেষ তদন্তকারী কমিটি (SIT) ৷ গত রাতে তৃণমূল নেতার পরিবারের তরফে BJP কর্মী আনিসুর রহমান ও শেখ মোবারেক সহ পাঁচজনের নামে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তারপরই SIT গঠনের কথা জানানো হয় ৷

7 অক্টোবর রাতে পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দু্ষ্কৃতীরা ৷ মৃত্যু হয় কুরবানের ৷ তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে কুরবানকে । গতরাতে BJP নেতা আনিসুর রহমান সহ মোট পাঁচজনের নামে পরিবারের তরফে অভিযোগ জানানো হয় পাঁশকুড়া থানায় । পাঁচ ব্যক্তির নামে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের আত্মীয় জহর শাহ ৷ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত SI, ASI, CI, OC যাঁরা অতীতে পাঁশকুড়া থানায় কর্মরত ছিলেন তাঁদের নিয়েই গঠন করা হয়েছে SIT৷

ঘটনার দু'দিন কেটে গেলেও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা । কুরবানের বিবি সাবিনা বানু খাতুন বলেন, ''খুনের পর এতটা সময় কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । আমি চাই CID তদন্ত শুরু হোক । দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক ।''

জেলা পুলিশ সুপার ভি সোলেমন জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য রাজ্যের বাইরেও তল্লাশি চালানো হচ্ছে । মোট পাঁচজনের বিরুদ্ধে খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে ।

তমলুকে BJP-র সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক খুনের অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন, ''তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন কুরবান ।''

পাঁশকুড়া, 9 অক্টোবর : পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি কুরবান শাহকে খুনের অভিযোগ ওঠে BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এবার সেই তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে গঠন করা হল বিশেষ তদন্তকারী কমিটি (SIT) ৷ গত রাতে তৃণমূল নেতার পরিবারের তরফে BJP কর্মী আনিসুর রহমান ও শেখ মোবারেক সহ পাঁচজনের নামে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তারপরই SIT গঠনের কথা জানানো হয় ৷

7 অক্টোবর রাতে পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দু্ষ্কৃতীরা ৷ মৃত্যু হয় কুরবানের ৷ তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে কুরবানকে । গতরাতে BJP নেতা আনিসুর রহমান সহ মোট পাঁচজনের নামে পরিবারের তরফে অভিযোগ জানানো হয় পাঁশকুড়া থানায় । পাঁচ ব্যক্তির নামে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের আত্মীয় জহর শাহ ৷ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত SI, ASI, CI, OC যাঁরা অতীতে পাঁশকুড়া থানায় কর্মরত ছিলেন তাঁদের নিয়েই গঠন করা হয়েছে SIT৷

ঘটনার দু'দিন কেটে গেলেও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা । কুরবানের বিবি সাবিনা বানু খাতুন বলেন, ''খুনের পর এতটা সময় কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । আমি চাই CID তদন্ত শুরু হোক । দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক ।''

জেলা পুলিশ সুপার ভি সোলেমন জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য রাজ্যের বাইরেও তল্লাশি চালানো হচ্ছে । মোট পাঁচজনের বিরুদ্ধে খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে ।

তমলুকে BJP-র সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক খুনের অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন, ''তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন কুরবান ।''

Intro:পাঁশকুড়া,৯ অক্টোবর: সোমবার রাতে খুন হয়েছিলেন পাঁশকুড়ার ব্লকের কার্যকারী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ (৩২)। অভিযোগ খুব কাছ থেকে গুলি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর গতকাল গভীর রাতে বিজেপি নেতা আনিসুর রহমানসহ মোট চার জনের নামে পরিবারের তরফে অভিযোগ জানানো হয় পাঁশকুড়া থানায়। আর তারপরেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অধরা অভিযুক্তরা।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পাঁশকুড়ার মাইসোর গ্রামে বসেছে পুলিশ পিকেট। যে দলীয় কার্যালয় খুন হয়েছিলেন তৃণমূল নেতা সেই কার্যালয়ে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার আগে কুরবানের সাথে যে সমস্ত দলীয় নেতা ও সাধারণ মানুষের সাথে দেখা করেছিলেন তাদের মধ্যে প্রায় ১২ জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে কুরবানের এক ভাই জহর শাহ গতকাল রাতে বিজেপি নেতা আনিসুর রহমান ও সেক মোবারক সহ মোট চার জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের ধরার জন্য জেলা ও ভিন রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অপরদিকে ঘটনার দুদিন কেটে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। কুরবানী স্ত্রী সাবিনা বাণু খাতুন জানিয়েছেন, আমার স্বামীকে খুন করার পর এতটা সময় অতিবাহিত গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তারা এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি চাই সিআইডি তদন্ত শুরু হোক। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক।
Conclusion:জেলার পুলিশ সুপার ভি সোলেমন নেশাকুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করার জন্য জেলাসহ রাজ্যের বাইরে ও তল্লাশি চালানো হচ্ছে। মোট চারজনের বিরুদ্ধে খুন ও খুনের ষড়যন্ত্র করার অভিযোগে ৩০২,ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে।
Last Updated : Oct 9, 2019, 7:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.