ETV Bharat / state

পড়ুয়াদের পাতে এবার মাছ, আলু পোস্ত ! - notice by district adminstration

নতুনভাবে মিড ডে মিল সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষাদপ্তর ৷ আজ প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখিত রয়েছে সপ্তাহের ছয়দিন মিড ডে মিলে পড়ুয়াদের কোন কোন খাবার দেওয়া হবে ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 23, 2019, 3:26 PM IST

Updated : Aug 23, 2019, 3:44 PM IST

তমলুক, 23 অগাস্ট : মিড ডে মিলে নুন-ভাত ৷ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই পালটে গেল স্কুলের মিড ডে মিলের মেনু ৷ এবার থেকে পড়ুয়াদের পাতে থাকবে মাছ, আলু পোস্ত ৷ থাকবে ডিম ও সয়াবিন ৷ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে দেওয়া হল ছয় দিনের মেনু ৷

মিড ডে মিল নিয়ে দিঘার প্রশাসনিক বৈঠকে তদারকির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই মুখ্যমন্ত্রী জেলা ছাড়ার পরই নড়ে বসেন প্রশাসনিক আধিকারিকরা ৷ বেশকিছু পদ সংযোজন করে নতুনভাবে মিড ডে মিল সংক্রান্ত পুরোনো বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষাদপ্তর ৷ আজ প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখিত রয়েছে সপ্তাহের ছয়দিন মিড ডে মিলে পড়ুয়াদের কোন কোন খাওয়ার দেওয়া হবে ৷ সোমবার দেওয়া হবে ভাত, ডাল, আলুর তরকারি ও চাটনি ৷ মঙ্গলবারের মেনু - ভাত, ডাল, মাছ অথবা ডিম ও চাটনি ৷ বুধবার দেওয়া হবে ভাত, ডাল ও পাঁচমিশালি সবজি ৷ বৃহস্পতিবার পড়ুয়াদের পাতে পড়বে ভাত, মাছ অথবা ডিম ও সবজি ৷ শুক্রবারের মেনুতে থাকবে ভাত, ডাল ও আলু পোস্ত ৷ সবশেষে শনিবার পড়ুয়াদের দেওয়া হবে ভাত, ডাল ও সয়াবিনের তরকারি ৷

notice
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, হুগলির পরিস্থিতি যাতে জেলার কোনও প্রান্তেই না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন করতেই পুনরায় এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ জেলার কোনও পড়ুয়া যাতে পুষ্টি থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আরও সচেতনভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনও স্কুল কর্তৃপক্ষের অজুহাত শোনা হবে না ৷ গাফিলতি ধরা পড়লেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : দিঘার হোটেলে অতিরিক্ত ভাড়া রুখতে টাস্ক ফোর্স তৈরির নির্দেশ মমতার

আরও পড়ুন : 5 হাজার ডিমের হদিশ নেই, বস্তা বস্তা চাল হাপিশ ; ছাত্রীরা খায় নুন-ভাত !

মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ গত কয়েকদিন আগে চুঁচুড়ার একটি স্কুলে মিড ডে মিলে ফ্যান ভাত ও নুন দেওয়া হয় পড়ুয়াদের ৷ যা নিয়ে রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ লকেট চ্যাটার্জি ৷ পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ আর তারপরেই দিঘার প্রশাসনিক সভাতে মিড ডে মিলের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্দেশ দিয়েছিলেন, প্রতিনিয়ত সরকারি আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যদের নজরদারি চালানোর ৷ এরপরই খাবারের মেনু ঘোষণা করল জেলা শিক্ষাদপ্তর ৷ জারি করা এই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে মেনু অনুযায়ী মিড ডে মিল দিতে হবে পড়ুয়াদের ৷ এই মেনুতে নতুন সংযোজন হয়েছে মাছ ৷ আগে দেওয়া হতো শুধু ডিম ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সপ্তাহে অন্তত একদিন ডিম ও মাছ দিতেই হবে পড়ুয়াদের ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষাদপ্তর গঠিত একটি কমিটি প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে দপ্তরে ৷ আর সেই রিপোর্টে কোনও গাফিলতি ধরা পড়লে তার দায় পুরোপুরি স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে ৷

তমলুক, 23 অগাস্ট : মিড ডে মিলে নুন-ভাত ৷ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই পালটে গেল স্কুলের মিড ডে মিলের মেনু ৷ এবার থেকে পড়ুয়াদের পাতে থাকবে মাছ, আলু পোস্ত ৷ থাকবে ডিম ও সয়াবিন ৷ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে দেওয়া হল ছয় দিনের মেনু ৷

মিড ডে মিল নিয়ে দিঘার প্রশাসনিক বৈঠকে তদারকির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই মুখ্যমন্ত্রী জেলা ছাড়ার পরই নড়ে বসেন প্রশাসনিক আধিকারিকরা ৷ বেশকিছু পদ সংযোজন করে নতুনভাবে মিড ডে মিল সংক্রান্ত পুরোনো বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষাদপ্তর ৷ আজ প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখিত রয়েছে সপ্তাহের ছয়দিন মিড ডে মিলে পড়ুয়াদের কোন কোন খাওয়ার দেওয়া হবে ৷ সোমবার দেওয়া হবে ভাত, ডাল, আলুর তরকারি ও চাটনি ৷ মঙ্গলবারের মেনু - ভাত, ডাল, মাছ অথবা ডিম ও চাটনি ৷ বুধবার দেওয়া হবে ভাত, ডাল ও পাঁচমিশালি সবজি ৷ বৃহস্পতিবার পড়ুয়াদের পাতে পড়বে ভাত, মাছ অথবা ডিম ও সবজি ৷ শুক্রবারের মেনুতে থাকবে ভাত, ডাল ও আলু পোস্ত ৷ সবশেষে শনিবার পড়ুয়াদের দেওয়া হবে ভাত, ডাল ও সয়াবিনের তরকারি ৷

notice
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, হুগলির পরিস্থিতি যাতে জেলার কোনও প্রান্তেই না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন করতেই পুনরায় এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ জেলার কোনও পড়ুয়া যাতে পুষ্টি থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আরও সচেতনভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনও স্কুল কর্তৃপক্ষের অজুহাত শোনা হবে না ৷ গাফিলতি ধরা পড়লেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : দিঘার হোটেলে অতিরিক্ত ভাড়া রুখতে টাস্ক ফোর্স তৈরির নির্দেশ মমতার

আরও পড়ুন : 5 হাজার ডিমের হদিশ নেই, বস্তা বস্তা চাল হাপিশ ; ছাত্রীরা খায় নুন-ভাত !

মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ গত কয়েকদিন আগে চুঁচুড়ার একটি স্কুলে মিড ডে মিলে ফ্যান ভাত ও নুন দেওয়া হয় পড়ুয়াদের ৷ যা নিয়ে রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ লকেট চ্যাটার্জি ৷ পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ আর তারপরেই দিঘার প্রশাসনিক সভাতে মিড ডে মিলের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্দেশ দিয়েছিলেন, প্রতিনিয়ত সরকারি আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যদের নজরদারি চালানোর ৷ এরপরই খাবারের মেনু ঘোষণা করল জেলা শিক্ষাদপ্তর ৷ জারি করা এই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে মেনু অনুযায়ী মিড ডে মিল দিতে হবে পড়ুয়াদের ৷ এই মেনুতে নতুন সংযোজন হয়েছে মাছ ৷ আগে দেওয়া হতো শুধু ডিম ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সপ্তাহে অন্তত একদিন ডিম ও মাছ দিতেই হবে পড়ুয়াদের ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষাদপ্তর গঠিত একটি কমিটি প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে দপ্তরে ৷ আর সেই রিপোর্টে কোনও গাফিলতি ধরা পড়লে তার দায় পুরোপুরি স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে ৷

Intro:তমলুক,২৩ আগস্ট: দিঘার সভায় মুখ্যমন্ত্রী আধিকারিকদের মিড ডে মিল নিয়ে তদারকি করার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর জেলা ছাড়ার পরপরই নড়েচড়ে বসলো জেলা প্রশাসন। কিছু সংযোজন করে নতুন করে জারি করা হল মিড ডে মিল সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে সপ্তাহের ছয়দিনের পড়ুয়াদের মিলে পাতে কি কি থাকবে।Body:বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সোমবার দিন পড়ুয়াদের দেওয়া হবে ভাত, ডাল, আলু সবজি, চাটনি। মঙ্গলবার দেওয়া হবে ভাত, ডাল ,ডিম অথবা মাছ ও চাটনি। বুধবার দিন পাতে পড়বে ভাত, ডাল ও মিক্স ভেজ। বৃহস্পতিবার দিন থাকছে ভাত, মাছ অথবা ডিম ও সবজি। শুক্রবার দিন খাবারে থাকবে ভাত ডাল ও পোস্ত দিয়ে রান্না করা আলুর তরকারি। সবশেষে শনিবার দিন থাকছে ভাত ডাল সয়াবিন দিয়ে রান্না করা তরকারি।

মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। গত কয়েকদিন আগে চুঁচুড়ার একটি স্কুলে ফ্যান ভাত ও নুন খেতে দেওয়া হয় পড়ুয়াদের। যা নিয়ে রাজ্য সরকারের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে ছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী। ঘটনাকে ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। আর তারপরেই দীঘার সভাতে মিড ডে মিলের অনিয়ম বরদাশ্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন প্রতিনিয়ত সরকারি আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সদস্যদের নজরদারি চালানোর। তারপরই খাবারের মেনু ঘোষণা করল জেলা শিক্ষা দপ্তর। জারি করা এই নির্দেশিকা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে মেনু অনুযায়ী খেতে দিতে হবে পড়ুয়াদের। এই মেনুতে নতুন সংযোজন হয়েছে মাছ। আগে দেওয়া হতো কেবলই ডিম। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সপ্তাহের অন্তত একদিন ডিম ও মাছ দিতেই হবে পড়ুয়াদের। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শিক্ষা দপ্তরে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে শিক্ষা দপ্তরে। আর সেই রিপোর্টের কোন গাফিলতি ধরা পড়লে তার দায় পুরোপুরি স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে।Conclusion:এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, হুগলির পরিস্থিতি যাতে জেলার কোন প্রান্তেই না ঘটে সে বিষয়ে আমরা সমস্ত প্রশাসককে পুনরায় সচেতন করার জন্যই এই নির্দেশিকা প্রকাশ করেছি। জেলার কোন পড়ুয়ায় যাতে পুষ্টি থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আমরা আরো সচেতন ভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। মিড ডে মিল এর মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোন স্কুল কর্তৃপক্ষের কোন অজুহাত সোনা হবে না। গাফিলতি ধরা পড়লেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Last Updated : Aug 23, 2019, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.