ETV Bharat / state

কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী - rape

গতকাল সন্ধেয় বাড়ির বাইরে খেলছিল ওই কিশোরী ৷ সেই সময় চকোলেটের লোভ দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় এক প্রতিবেশী ৷ তখন তার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিল না৷ অভিযোগ, সেই সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করে সে ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 14, 2019, 11:57 AM IST

হলদিয়া,১৪ সেপ্টেম্বর : কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ হলদিয়ার ঘটনা ৷ ঘটনার পর অভিযু্ক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

গতকাল সন্ধেয় বাড়ির বাইরে খেলছিল ওই কিশোরী ৷ সেই সময় চকোলেটের লোভ দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় এক প্রতিবেশী ৷ তখন তার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিল না৷ অভিযোগ, সেই সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করে সে । জ্ঞান হারায় ওই কিশোরী । কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরলে কাঁদতে থাকে সে । কান্নার আওয়াজ পেয়ে অভিযুক্তর বাড়ি যান কয়েকজন ৷ কিন্তু, বিষয়টি এড়িয়ে যাওয়ায় সন্দেহ হয় তাঁদের ৷ এরপর থানায় খবর দেন তাঁরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তল্লাশির পর ওই বাড়ি থেকে কিশোরীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে তারা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷


ওই কিশোরীর মা বলেন, "আমার মেয়ে বাড়ির বাইরে খেলছিল ৷ ওই ব্যক্তিই ওকে ধর্ষণ করে খুন করেছে । প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে । আমরা ওর ফাঁসি চাই ।"

হলদিয়া থানার OC কুদরতে খুদা বলেন, "দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

হলদিয়া,১৪ সেপ্টেম্বর : কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ হলদিয়ার ঘটনা ৷ ঘটনার পর অভিযু্ক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

গতকাল সন্ধেয় বাড়ির বাইরে খেলছিল ওই কিশোরী ৷ সেই সময় চকোলেটের লোভ দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় এক প্রতিবেশী ৷ তখন তার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিল না৷ অভিযোগ, সেই সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করে সে । জ্ঞান হারায় ওই কিশোরী । কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরলে কাঁদতে থাকে সে । কান্নার আওয়াজ পেয়ে অভিযুক্তর বাড়ি যান কয়েকজন ৷ কিন্তু, বিষয়টি এড়িয়ে যাওয়ায় সন্দেহ হয় তাঁদের ৷ এরপর থানায় খবর দেন তাঁরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তল্লাশির পর ওই বাড়ি থেকে কিশোরীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে তারা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷


ওই কিশোরীর মা বলেন, "আমার মেয়ে বাড়ির বাইরে খেলছিল ৷ ওই ব্যক্তিই ওকে ধর্ষণ করে খুন করেছে । প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে । আমরা ওর ফাঁসি চাই ।"

হলদিয়া থানার OC কুদরতে খুদা বলেন, "দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

Intro:হলদিয়া,১৪ সেপ্টেম্বর: কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী কাকুর বিরুদ্ধে। গত রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মাতঙ্গিনী বস্তিতে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী থেকে পরিবারের লোকজন। অভিযুক্ত সুজন পাত্রকে (৪৪) গ্রেপ্তার করেছে হলদিয়া থানার পুলিশ।Body:স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন পাত্র শুক্রবার সন্ধ্যা নাগাদ চকলেট ও টিভি দেখানোর লোভ দেখিয়ে কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় রাস্তা থেকে। স্ত্রী ও ছেলে মেয়ের বাড়ি চলে যাওয়ায় সে সময় সুজনের বাড়ি ফাঁকাই ছিল। পেশায় দিনমজুর সুজন একমাস আগেই নিজের মেয়ের বিয়ে দিয়েছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগেই কিশোরীকে নিজের বাড়ির মধ্যে ধর্ষণ করে সে । ধর্ষণের সময় বেহুশ হয়ে যায় কিশোরী। অভিযোগ লোক জানাজানির ভয়ে কাউকে কিছু না জানিয়েই অসুস্থ নির্যাতিতাকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে নিজের বাড়িতেই রেখে দেয় সে। এরপর ঘণ্টা তিনেক বাদে কিশোরীর হুশ ফিরে এলে কান্নাকাটি শুরু করে দেয়। তখনই এলাকার যুবকেরা কান্নার আওয়াজ পেয়ে সুজনের কাছে ঘর থেকে কার কান্নার আওয়াজ আসছে জানতে চায়? সে সময় তাঁর বাড়ি থেকে কোনো আওয়াজ আসেনি দাবি করে দরজা লাগিয়ে দেয় সে। এলাকার যুবকেদের বিষয়টি সন্দেহ জনক মনে হওয়ায় তারাই থানায় খবর দেন। এরপরে রাত ১২ টা নাগাদ হলদিয়া থানার পুলিশ এসে হানা দেয় সুজনের বাড়িতে । তখনই ঘর থেকে কিশোরীর বস্তাবন্দি মৃত দেহ উদ্ধার করে পুলিশ। সুজনকে গ্রেপ্তার করে তারা।
Conclusion:মৃত কিশোরীর মা জানিয়েছেন, মেয়ে বাড়ি ফিরে না আসায় রাতেই তার খোঁজ করেছিলাম। কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। এরপর এলাকার কিছু যুবক মেয়েকে থানায় নিয়ে গেছে বলে জানায় আমাদের। পরে গ্রামের লোকেরা আমাদের দুর্গাচক হাসপাতালে যেতে বলে। সেখানেই মৃত অবস্থায় দেখতে পাই তাকে। মেয়েকে সুজন ধর্ষণ করে খুন করেছে। পাছে ধর্ষণের কথা মেয়ে কাউকে জানিয়ে দেয় তাই প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তাকে খুন করেছে সে। আমরা চাই ওর ফাঁসি হোক।

হলদিয়া থানার ওসি কুদরতে খুদা জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুজন পাত্র কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

For All Latest Updates

TAGGED:

rapemurder
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.